নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ উল্লাহ রবি

একজন মানুষ এটাই আমার পরিচয়

ফয়েজ উল্লাহ রবি › বিস্তারিত পোস্টঃ

আমরা আধুনিক তবে...

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫




শহরের মোড়ে মোড়ে বিনা মূল্যে শরাব বিতরন হচ্ছে,
মানুষের লাইন কদাচিৎ কম নয়!
সিগারেট এর উপর থেকে শুল্ক তুলে নেয়া হয়েছে,
সরকার এখন ভূর্তুকি দিচ্ছেন ।
পাঁচশত টাকার বিনিময়ের যে কাউকে খুন করানো এখন সহজ ব্যাপার,
চাঁদের হাঁট বসেছে সব পাওয়া যায় এই বাজারে,
এই সবের মধ্যে ‘পানি’ চড়া দামে বিক্রি হচ্ছে সবার ভাগ্যে জুটে না ।
কিছু বিপনীবিতান সূলভ মূল্যে মুক্তিযুদ্ধ বেচে,
আবার কিছু দোকান রাজাকার পোষে,
মসজিদ মন্দির মাজার প্রাইভেট কোম্পানী হয়ে গেছে ।

ইদানিং লিমিটেড কোম্পানীর চাঁদ দেখা যাচ্ছে আকাশে
পাস্টিকের হার্টও তৈরি হচ্ছে, টিভিতে বিজ্ঞাপনও দেয় টেকশই মজবুত,
ভাঙ্গে না, টেকে অনেক দিন ।
গ্রাহক নেহায়েত কম নয়, বিপনী গুলোতে ভিড় লেগেই থাকে,
বিজ্ঞাপনে রূপসী নারীর রমনী চিহ্নের দর্শন চোখ উপভোগ্য
রোমাঞ্চকর বিজ্ঞাপন দেখতে মন্দ লাগে না।
উন্নয়নের নামে হাতে হাতে মোবাইল ফোন,
গ্রামে উন্নয়নের ছোঁয়া কতোটা আধুনিক করছে চাষাদের?
পাড়ার চায়ের দোকানে বসে ডিস লাইনে তাবত পৃথিবীর খবর,
ডোনান্ড ট্রাম্পের অর্থনীতি উন্নয়নের প্রকল্পটা ফ্রপ হবে এটা বলার লোক প্রচুর
আর চীন রাশিয়া ভারত মিয়ানমারের পক্ষ্যে আছে বলে
বাংলাদেশ কিছুই বলতে পারেনা কিন্তু চায়ের দোকানে বসে বার্মা দখল করতে বাধা নেই ।

“নারীর উন্নয়নে মাল্টি ন্যাশানাল কোম্পানী দুই লাখ সিম ফ্রি দিচ্ছে”
বিউটি প্রতিযোগীতা, আইডল, প্রতি বছর নতুন মুখ,
পুরোনো হওয়ার আগেই হারিয়ে যায় কেউ বা আবার আত্মহনন বেচে নেয়।
‘যাবতীয় পন্য বিজ্ঞাপনের জন্য’ নারীই হয় উপভোগ্য ।
‘সমঅধিকার’ বই এর পাতায় কিংবা ফেসইবুকে!
গল্প সিনেমা নাটকে নারীর ‘শাষণ-শোষণ’ সমমাত্রায় থাকেনা কখনো,
নারীর অধিকার নিয়ে শ্রোগানে মুখর মানুষ গুলোই নারী নির্যাতনে সামনের কাতারে
চুপ করে নারীর শরীরে হাত বুলাতে দ্বিধা করেনা,
ওরা সমাজের উপরের স্তরে মানুষ !

আজকের পৃথিবী ভুলে গেছে তাদের অতীত ইতিহাস
কালের বির্বতনে হারিয়ে গেছে; এই একমহা পরিহাস।

তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্ববিপ্লব শেষে জয়ী বেসে সবাই ঘরে ফিরে,
যুদ্ধের ভয়াবহতা নাই বা বললাম!

নভেম্বর ২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর লিখেছেন ববি ভাই। ভালো লাগা রইল কথামালায়।

শুভকামনা কবি ভাইয়ের প্রতি।

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

জাহিদ অনিক বলেছেন:
আমরা তবে অত্যাধুনিক।

মাল্টিন্যাশনাল কোম্পানির বদৌলতে সবকিছুই এখন অফারে পাওয়া যাচ্ছে।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস লিখতে লিখতে একদিন অনেক কিছুই বদলে যাবে।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: X(



বদলে যাচ্ছে দিন বদলে যাচ্ছে রাত
মানুষ বদলে পশু হয়েছে আজ,
দেশ বদলায় আরো বদলায় রাজা-রাণী
চলছে মানুষ রূপে পশুদের রাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.