নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতীত লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি, হাওয়া ভবন এবং নীতিগত কিছু ভুলের কারণে গত ১৬ বছর ষোল কোটি মানুষ একটা খু*নি স্বৈরাচারের অধীনে চরম বিপর্যয় ব্যবস্থাপনার মধ্যে অতিবাহিত করছেন। আপনাদের দলেরও অনেক নেতা-কর্মী জীবনের সুন্দর সময়টা কারা ভোগ কিংবা পালিয়ে বেড়াতে হয়েছে অনেকের জীবনটাই শেষ হয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, ষোল বছরের জুলুম নির্যাতন থেকে দেশ মুক্তি।
এখন যদি শেখ হাছিনা, আওয়ামী লীগের মতো দাম্ভিকতা আপনারা ধারণ করেন এবং আবার লুটপাট, জুলুম, দখল, নির্যাতন শুরু করে দেন তা হলে আপনাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি রইলো? ইতিহাস থেকে এই শিক্ষা টুকু গ্রহণ করুন প্লিজ।
আমরা আর চাইনা আবার আওয়ামী লীগের মতোই আপনারাও জনগণের উপর শাসনের নামে শোষণ শুরু করে দেন।
আগামী সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়।
- ফয়েজ উল্লাহ রবি
০৩ সেপ্টেম্বর ২০২৪
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৬
ইলি বলেছেন: গ্রউন্ড লেবেলে বি এন পির অনেক প্রবলেম আছে, অন্তরদন্দ রয়েছে অনেক, পাতি নেতারা এখন গর্ত থেকে বেরিয়ে হুংকার ছারছে, জনতা সব অব্জারভ করছে, সিধান্ত ভোটের মাধ্যমে জানিয়ে দেবে বলে মনে করি, তাই বি এন পি কে বলতে চাই্, [ভাল হয়ে যাও মাসুদ]
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৬
ডার্ক ম্যান বলেছেন: বড় দলগুলোতে এসব সমস্যা থাকবে।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিএনপির উচিত দুর্নীতিবাজ সন্ত্রাসদের দল থেকে বিদায় করা। সাধারণ মানুষ এখন সন্ত্রাস চাদাবাজ পছন্দ করে না। মানুষ আইনের শাসন চায়, স্বস্তি চায়, শান্তি চায়। শান্তিপ্রিয় মানুষদের অশান্ত করার পরিণতি ৫ আগস্ট পৃথিবী দেখেছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৭
শাহিন-৯৯ বলেছেন:
এখনো পর্যন্ত টপ লেভেলের কথাবার্তা বেশ ভাল, ক্ষমতায় গেলে কি করে দেখা দরকার। এবার ঠিকঠাক মত না চললে ঝাড়ু পিটানি কনফর্ম।
তূর্ণমূল পর্যায়ে বিএনপির পাতি নেতাগুলো এখনো মানুষ হয়ে উঠেনি, এদের মানুষ না করলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না।