নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুন, ধর্ষন, রাহাজানি অন্যের সম্পত্তি দখল কি অপরাধ নেই এই মানুষ নামের নরপুশু কাদরে মোল্লার বিরুদ্ধে। তারপরও আইনের চোখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হলো না ।
বড় অসহায় লাগছে । এই আমাদের দেশ । আর এই দেশটারে জন্মদিতে গিয়ে কত মা সন্তান হারা হয়েছে কত মা-বোন ইজ্জ্বত দিয়েছে কত ভাই পঙ্গুত্ববরণ করেছে ...........না ভাবতেই পারছিনা ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
ফানার বলেছেন: উৎসুক ছিলাম রায়টার জন্য আর এখন মানসিকভাবে একদম চুপসে গেছি
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
আহলান বলেছেন: মাঝে দিয়ে ব্যাংক কর্মকর্তাটা প্রাণ হারাইলো ... আলীগ গেম খেলে .... পরিষ্কার
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
ফানার বলেছেন: সেই ৬৯ থেকে বাংলার মানুষ রক্ত দিয়ে যাচ্ছে
কিন্তু কি পেলে বাংলার জনগণ
জানতে মুনচায়
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
েরজা১৩েহপী বলেছেন: আমিও জানতে চাই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
ফানার বলেছেন: জানতে চাই............
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
চোখের দেখা বলেছেন: আমি জানি দেশের যা অবস্তা তাতে মনে হয় সরকারী দলের কোন নেতার মুরগী চুরি করলে ফাঁসি হবে ১০০%।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
ফানার বলেছেন: ধন্যবাদ
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
আহ্মুদুল বলেছেন: এদের ফাসির রায় হবে এদের মৃত্যুর পর, আর যার আমলে ইহা হইবে, তারাই আবার বলবে , জনগনের রায় প্রতিষ্ঠিত হয়েছে !!!!!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
ফানার বলেছেন: বড়ই আজব জাতী আমরা...
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
চলতি নিয়ম বলেছেন: ভুলের মাসুল পেতে আর বেশী দেরি করতে হবে না। ১ বছরের মধ্যেই পেয়ে যাবে।
সবচেয়ে কষ্টের বিষয় হলো আমিও আজ জামাতের দলে কারন জামাত তো এই রায় মানে না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
ফানার বলেছেন: আপনার শেষের মন্তব্যের সাথে ১০০% একমত।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
খুব সাধারন একজন বলেছেন: আহলান এবং সব জামাতি,
মর, মর, মর, শহীদ হয়া যা।
মুক্তি দে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
ফানার বলেছেন: মরলেই শহীদ হয়.......
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
িমরর বলেছেন: রাখে আল্লাহ মারে কে.......
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
ফানার বলেছেন: তাই ......
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
ঘুড্ডির পাইলট বলেছেন:
সবচাইতে অবাক করার মতো ঘটনা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
ফানার বলেছেন: শুধু অবাক না শক্ খাওয়ার মত ঘটনা
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
শিপু ভাই বলেছেন: আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু এই রায় আমরা মানি না। সরকারের কাছে এ বিচার পুনঃবিচেনার দাবি জানাচ্ছি।”
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
ফানার বলেছেন: পুনঃবিচারের জোর দাবী জানাচ্ছি
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
রাজাকারদের ফাঁসি চাই,
দাবি এই একটাই!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
ফানার বলেছেন: সহমত
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
শ্বর্ণকিট বলেছেন: চল চল চল
সব শাহাবাগ চল
চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
ফানার বলেছেন: আফসোস, প্রবাসে থাকায় আপনাদের সাথে যোগ দিতে পারছি না
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আমিও জানতে চাই।
তীব্র নিন্দা করি এই ধরনের রায়ের।