নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক

ফানার

ফানার › বিস্তারিত পোস্টঃ

ম্যাচ জিতলো বাংলাদেশ আর ক্রিকইনফোর নিউজে ছবি ঝুলে শ্রীলংকার পিলিয়ারেরX(X(X(X(X(

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২





মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

আমি ব্লগার হইছি! বলেছেন: আপনার পোষ্ট দেখে ভয় পেয়ে এখন এই ছবি দিয়েছে।

২| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩

রিফাত হোসেন বলেছেন: যদিও বাংলাদেশ জিতেছে কিন্তু তুলনায় তারা শক্তিশালী আর তারা পুরনো সম্মানিত সদস্য ! সেই হিসেবে হয়ত। :)

আমরা এখন আগের বাংলাদেশ নাই যদিও । :)

আমরা আজ ভর্য়াত করে দিতে প্রতিপক্ষকে । :)

লুঙ্গি টাইট করে বাধেন ;) সামনের বছরে দেখবেন আমরা হারলেও আমাদের ছবি শোভা পাবে ! =p~ (আল্লাহ না করুক)

৩| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৭

রিফাত হোসেন বলেছেন: আমি চিন্তা করতেছি লংকান বোলিং পাওয়ার নিয়া, ইনশাল্লাহ বোলিং জগতেও আমরাও একদিন মালিঙ্গার মত কাউকে না কাউকে পাব । :)

মাশরাফি চলে কিন্তু ভয়ংকর নয় । :(

দেখেন না শাহাদাত এর স্পিড কোন কাজ করে না তাদের কাছে । :(

মালিঙ্গা ইয়র্কার যে এতই ভয়ংকর যে তার বোলিং জীবনে মন হয় বেশী পায়ে আঘাত করেই উইকেট হাসিল করছে । ... :( বেটা পারেও ভাল । :)
ডেডলী ।

একমাত্র আশরাফুল আর তামিম আর সাকিবকে কখনো দেখি নাই ভয় পেতে মানে সাহস করে সামনে গিয়ে ২ তিন হাত দেখিয়ে দেয় ।
এই একটা কারনেই পিচ্চী ফুলকে অনেক ভাল লাগে । তাই তার কলিজার জন্য + , আর বাকি সবাই মূলত ক্রিজ আকড়ে ধরে থাকতে চায় । :)

৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০১

সীমানা ছাড়িয়ে বলেছেন: @রিফাত হোসেনঃ আপনি কিন্তু নাসিরকে বাদ দিয়ে দিলেন। বাংলাদেশের সবচেয়ে কনসিসটেন্ট পারফর্মার কিন্তু নাসির। সহজে উইকেট দিয়ে আসে না। টেস্ট ওয়ানডে দুইটাতেই বাংলাদেশের একজন ব্যা্টসম্যানের এভারেজ ৪০+, ভাবা যায়?

৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০০

রিফাত হোসেন বলেছেন: @ সীমানা আপনি তো আর রিফাত হোসেন না ! :)

আমার মতামত আমি দিলাম । তাকে আমি তো খারাপ বলি নাই । আমার লিস্টে যখন নাই বাই ডিফল্ট সে বাদ গেল । :)

পারফর্মার হিসেবে ঠিকাছে ।

ধুতরাফুল সাহেব মানে আশরাফুল সাহেব :) তিনি কিন্তু কন্টিনিউ ভাল রান করেন না নাসির এর মত ! কিন্তু তার নাম কেন বললাম ! নিশ্চয়ই ভিন্ন কারনে ।

এভারেজ রান কে কেন্দ্র করে বলি নাই ।

অনেক ভাল খেলোয়াড় জীবনে সফল হতে পারে না, আশরাফুল তেমনই একজন । সে সফল কিন্তু তার সফলতা সেরকম নয়, যতটুকু আশা করি আমি বা আমরা । :(

এখন যদি রান দিয়ে কথা বলেন তাহলে আশরাফুল কে নিয়ে না বিতর্ক করি । :) তার মেধা আছে, কিন্তু কাজ কাম করে না,,, মমতাজের গানের প্রতিই বেশী তার আকর্ষন ! =p~

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার সাইজ করা ম্যাচটা দেখবেন আবার ইউটিউবে.. তার ব্যাটিং ধরন দেখেই বুঝবেন সে নাসির এর থেকে কতটা ......

:) বাকিটা আপনার বিবেচনা.. এখন আশরাফুল কেন এই ধরনের খেলা উপহার দিতে পারে না.... সেইটাই প্রশ্ন :)

৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

স্বাধীন জামিল বলেছেন: ক তে ক্রিকইনফো। তুই রাজাকার তুই rajakar

৭| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

স্বাধীন জামিল বলেছেন: ক তে ক্রিকইনফো। তুই রাজাকার তুই rajakar

৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ভাই, Devashish Fuloria নামে একজন ক্রিকইনফোতে commentary গুলা লিখসে, গতকাল যদি কেউ খেয়াল করে থাকেন, সে কিভাবে বাংলাদেশের প্লেয়ারদেরকে ক্রিটিসাইজ করসে, সে একজন কমেন্টেটর, সে কেন এরকম করবে!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.