![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের সব কথা প্রকাশ করি কবিতায় লিখে
কখনো হোঁচট খাওয়া, কখনো ডানা মেলে আকাশে ওড়া
স্বপ্নটাকে বাস্তবের কাছে বাজি রাখা।
জীবন সে তো ছুটছে আপন গতিতে
পিছন ফিরে দেখা তবে কিসে?
হাসি, কান্না, হার, জিতের আনাগোনা
জীবন তবু উপভোগে নেই মানা।
খোলা আকাশের নিচে চোখ বুজে দুহাত তুলে
ডুব দিয়েছি জীবনের অনেকটা গভীরে।
জীবন চলছে যখন যেমন
তবুও সত্য, তবুও সুন্দর।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩২
ফারিয়া এজাজ বলেছেন: জি অবশ্যই। জীবন মানেই তালে তাল মিলিয়ে চলা।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮
সিনবাদ জাহাজি বলেছেন: সময় চলবে তার আপন গতিতে আর আমাদেরকেউ তার সাথে মানিয়ে চলতে হবে