নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার গড়ল

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৯




গড়লের ইচ্ছা হোক সকল মনের
একান্ত মহান ইচ্ছা। যুদ্ধ যাক থেমে
প্রাণী মন ভরে থাক প্রাণীদের প্রেমে
দু’চোখ জড়ায় যেন শান্তির নিদ্রায়।
সাড়ে দশ বছরের সুদীর্ঘ ক্ষণের
গড়লের শান্তি ইচ্ছা যুদ্ধে নীচে নেমে
পদপৃষ্ঠ হয় আজ! মরণের গেমে
উন্মত্ত রাক্ষস কুল রক্তের তৃষ্ণায়।

লাখের একটি কথা গড়ল বলেন
স্বল্পভাষী শান্তমন ক্রোধ মুক্ত খুব
সেথায় গরল নেই। নিভৃতে চলেন
দিয়ে নিজ ভাবনায় চিরন্তন ডুব।
পোষ্ট তার বেশী নয় সাধ আছে তবে
মনোযুগী পাঠকের প্রতি অনুভবে।

# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙচচ

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাক আবার শুরু করেছেন সনেট লেখা।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক।

২| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



ব্লগার গড়ল বিশ্বের বড় ২/৩টি আধুনিক জাতি ও সংস্কৃতিকে বুঝার সুযোগ পেয়েছেন।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অভিজ্ঞতার বিকল্প নেই।

৩| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: একজন ভালো ব্লগারকে নিয়ে লিখেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: পৃথিবীর উন্নতিতে ভাল মানুষ অনেক প্রয়োজন। তার সকলের শান্তির ইচ্ছা আমার খুব ভাল লেগেছে।

৪| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: বিষয় এবং লেখা,
দুটোই চমৎকার

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮

শায়মা বলেছেন: প্রথম পাতায় সুযোগ হলো ভাইয়া?? :)

৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: অবশেষে সুযোগ এল। তবে সাবধান থাকতে হবে সুযোগ যেন আবার চলে না যায়। সামু তো দু’নলা চৌবাচ্চার মত। এক নল দিয়ে সুযোগ আসে এবং অন্য নল দিয়ে সুযোগ চলে যায়। সুযোগ বজায় থাকার জন্য আপনার দোয়া চাই।

৬| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সনেট রচনায় আপনার স্কিল দেখে আবারও মুগ্ধ হলাম।

'মরণের গেমে' - 'গেমে' কি ইংরেজি Game? তা হয়ে থাকলে খুব বেমানান হয়ে যায়। অন্য কোনো শব্দ হয়ে থাকলে তা জানা নেই, একটু আলোকপাত করুন।

সনেটীয় শুভেচ্ছা, ফরিদ ভাই :)

৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: গেমে ইংরেজী শব্দ। আমাদের জাতয়ি কবি তাঁর কবিতায় অন্য ভাষার শব্দ ইউজ করতেন। সেজন্যই আসলে এ শব্দটি ইউজ করলাম। আসলে আমাদের ভাষায় আগত বিদেশী অন্য শব্দের মত গেমটাও মনে হয় আমাদের ভাষার শব্দ হয়ে যাচ্ছে। আর এ শব্দের অর্থ সবাই বুঝে। অন্য শব্দ আসলে খুঁজে পাইনি। আর অন্তমিল সনেটে অন্তমিল না দিলেও হয় না। সেজন্য নিতান্ত অনন্যপায় হয়ে শব্দটা সেঁটে দিলাম আর কি! যদি পরে আরো ভাল শব্দ পাই তা’ না হয় এটি বদলে দেব।

৭| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

নূর আলম হিরণ বলেছেন: সনেটের অন্তমিল সম্পর্কে আমার আইডিয়া নেই তেমন। জানতে চাচ্ছি বাক্য যেখানে শেষ, সেখানে বিরাম চিহ্ন দাড়ি দিলে অক্ষর সংখ্যা কি সেখান পর্যন্ত কাউন্ট হবে না? আপনি যেটা করেন অক্ষর সংখ্যা মিলানোর জন্য লাইনের মাঝামাঝি এনে বিরাম চিহ্ন বসান। এভাবে বসালে তো যেকোন কবিতাকেই সনেট হিসেবে সাজানো যাবে!
গড়ল আধুনিক চিন্তা চেতনার মানুষ, তাকে নিয়ে কবিতা লিখেছেন নিশ্চয়ই তিনি উদ্ভুদ্ধ হবেন।

৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: পদ্য হবে চৌদ্দ অক্ষরে বাক্য নয়। বাক্য ছাপ্পান্ন অক্ষর হলেও সমস্যা নেই। আর বাংলা সাহিত্যে এমন দৃষ্টান্ত আরো অনেক আছে।

৮| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

গড়লকে নিয়ে সনেট, তবে গড়মিল নেই।

৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। নিজেকে কেউ হাইলাইট করতে পারে না। অন্যে করলে তা’ থেকে অন্যরাও উৎসাহিত হয় ভাল মানুষ হবার।

৯| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:৫১

গরল বলেছেন: আমি আবেগে আপ্লুত হয়ে গেছি সনেট কবি ভাই, অসাধারণ একটা সনেট লিখেছেন আমাকে নিয়ে। আমি সম্মানিত বোধ করছি যে আপনার মত একজন ব্লগার আমাকে নিয়ে সনেট লিখেছেন। অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় সনেট কবি ভাই।

৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি ব্লগারদের হাই লাইট করি যেন অন্যরা তাদের ভালটা গ্রহণ করে উপকৃত হতে পারে। সকল প্রাণী ভাল থাকার আপনার ইচ্ছাটা বাস্তবায়িত হলে সকল প্রাণী উপকৃত হবে। সেজন্যই আসলে কষ্ট করে লেখা। আপনার ভাল লেগেছে জেনে আমারো অনেক ভাল লাগলো। নতুনভাবে ফিরে আসার পর এটি আমার প্রথম সনেট।

১০| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১০:০৬

অর্ক বলেছেন: গড়ল একজন সুশিক্ষিত সুনাগরিক। একজন নিপাট ভদ্রলোক। তার জন্য আন্তরিক শুভেচ্ছা। খুবই সহনশীল বিবেকবান মানুষ। দুয়েকবার সামান্য ব্যাপারে তার সাথে ভুল বোঝাবুঝি হয়েছিলো। কিন্তু মনে রাখেনি।

আপনাকে স্বাগতম। বেশ মনে পড়ছে পুরনো কথা। পাঁচ বছর আগেও এরকম ছিলো পরিবেশ। ব্লগারদের নিয়ে নিয়মিত সনেট। সেখানে অম্লমধুর কথোপকথন। শুভেচ্ছা বিনিময়। সবমিলিয়ে দারুণ উপভোগ্য ছিলো সময়টা। বেশ জমজমাট ছিলো।

সে সময়ের অনেকেই দীর্ঘদিন অনুপস্থিত। দুয়েকজন চিরতরে পাড়ি দিয়েছে না ফেরার দেশে। হেনা ভাই, নাইম জাহাঙ্গীর নয়ন, আরও দুয়েকজন থাকবে তালিকায়। ব্যক্তিগতভাবে একজনকে মিস করি, সুমন কর। তার দীর্ঘ অনুপস্থিতি সত্যি চিন্তিত করে। আশা করি সব ঠিকঠাক। খুব নিবেদিত ছিলো ব্লগে।

সবার সব ঠিকঠাক থাক। সবার জন্য শুভকামনা। সবার কল্যাণ হোক। সুস্থ সুন্দর উপভোগ্য হোক জীবন।

৩০ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা হারিয়ে গেছেন তাদের কথা মনে থাকবে হয়ত অনেক কাল। আর যারা নতুন এলেন তাদের নিয়েও নতুন পরিবেশ গড়ে তোলা যায়। সব মিলিয়ে হয়ত আমরা হতাশ নই। আপনার মন্তব্য যেন অনেক কথার ঝিলিমিলি।

১১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গড়ল দিয়ে সনেট কবিকে
শুভেচ্ছা। ভালো থাকুন
সাথে গড়ল!

৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ।

১২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার কাছে আমার অনুরোধ দুষ্ট ব্লগারদের নিয়ে লিখবেন না।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: দুষ্ট ব্লগারদের একটা তালিকা প্রদান করুন।

১৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:০৮

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর সনেট লিখার জন্য

৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আলহামদুলিল্লাহ

১৪| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগার গড়লের পোষ্টের চেয়ে কমেন্টগুলো আকর্ষনীয়।
আপনিও আপনার ইসলামি ব্লগিঙ্গের চেয়ে সনেট কবিতা সুন্দর। ধন্যবাদ সনেট কবি।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: যার যেমন মনে হয়। মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৫| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:৫১

জটিল ভাই বলেছেন:
এক ফ্রেমে সনেট কবি ও মহাজাগতিক চিন্তা।
অসাধারণ!

৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আলহামদুলিল্লাহ

১৬| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দুষ্ট ব্লগারদের একটা তালিকা প্রদান করুন।

তালিকা এখানে দিলে আগুন লেগে যাবে।
তারপরও তিন জনের নাম দিচ্ছি আপাতত।
১। ইসিয়াক।
২। জটিলভাই।
৩। কাজী ফাতেমা।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসিয়াককে নিয়ে তো অলরেডীে পোষ্ট দেওয়া হয়েগেছে।

১৭| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৮

ছদকার ছাগল বলেছেন: কপিবাজ ব্লগারদের একটা তালিকা দেন কেউ একজন, দুষ্ট ব্লগারদের সাথে সাথে কপিবাজ ব্লগারদের তালিকাও থাকুক।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি তাহলে কপিবাজদের তালিকা প্রদান করুন।

১৮| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৩

মিরোরডডল বলেছেন:




নাম যদিও গড়ল
দেখতে সহজ সরল


খুব অল্পদিন হয় দেখছি, অনেকদিন পর হয়তো রেগুলার এখন ।
ভদ্র যুবক ।



৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমারও তাঁকে ভদ্রলোক মনে হয়েছে।

১৯| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৭

মিরোরডডল বলেছেন:




রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দুষ্ট ব্লগারদের একটা তালিকা প্রদান করুন।

তালিকা এখানে দিলে আগুন লেগে যাবে।
তারপরও তিন জনের নাম দিচ্ছি আপাতত।
১। ইসিয়াক।
২। জটিলভাই।
৩। কাজী ফাতেমা।



হা হা হা ...... ইসিয়াকতো জান প্রান বন্ধু ছিলো ।
আর এখন সে দুষ্ট ব্লগার :)

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কি যে বলব ঠিক বুঝতে পারছি না। পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না।

২০| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৩

গরল বলেছেন: @রাজীব ভাই, কেউ হয়ত কারো কাছে ভালো বা কারো কাছে খারাপ। তাই বলে দুষ্টদের লিষ্ট করে দেওয়াটা খুবই অশোভণ ও দৃষ্টিকটু। আপনার কাছে খারাপ লাগলে আপনি তাদের এড়িয়ে চলবেন।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: একদম সঠিক বলেছেন।

২১| ১১ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:২৬

অধীতি বলেছেন: অনেক ভাল লাগল, এখন অনেকের ভেতরেই একটা ভুল-বোঝাবুঝি, মতানৈক্য চলছে।

১১ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এদিকে সনেট কবিতা লিখার অপরাধে আমার গুষ্ঠি উদ্ধার করছে।

২২| ১১ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৩৩

অধীতি বলেছেন: সনেট সম্পর্কে অনেকেরই ধারনা নেই। বাংলায় মোটামুটি যা পড়েছি তাতে আল মাহমুদ, মাইকেল সহ সবগুলোই বেশ গম্ভীর শব্দের স্থান দেখেছি। ছড়ার মত করে লেখার কারনে আমার কাছে একটু অস্বস্তি লাগে। কারন সনেটে সবসময়ই উচ্চমার্গীয় শব্দের ব্যবহার ও বাক্যের জটিলতা দেখেছি। জীবনানন্দের কিছু সনেট দেখেছি এবং অধিকাংশ সনেটই বাক্যের একটা অংশকে খন্ডিত করে অপর অংশের সাথে মিলকরণ করে যা প্রথম প্রথম অস্বস্তিকর লাগলেও এখন এটা সৌন্দর্য বলেই মনে হয়। ইতালিয়ান (পেত্রার্ক) ইংলিশ (শেক্সপিয়ার) এবং স্পেনসারিয়ান সনেট যাদের একের সাথে অন্যের কিছু আলাদা বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। আপনিও জটিল শব্দের সাথে বাক্যের গম্ভীরতা বৃদ্ধি করে দেখতে পারেন গোষ্ঠী বাঁচে কিনা।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সনেট হয়ত লিখব। তবে তা’ সামুতে পোষ্ট না দিলেও চলে। সামুই যে কথা বলার একমাত্র স্থান বিষয়টা তেমন নয়। অনেকে সামুতে আছে শুধুমাত্র পড়ার জন্য। আর মন্তব্য করাতেও সমস্যা কম মনে হয়। এখানে পোষ্ট দেওয়া থেকে বিরত থাকাই নিরাপদ মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.