নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ইসিয়াক

৩১ শে মার্চ, ২০২২ ভোর ৫:৫২





ইসিয়াক অনবদ্য সাহিত্য সম্ভার
রচনায় সিদ্ধ হস্ত। অমৃত মতন
কথাদল দলবদ্ধ মানিক-রতন
যেন ঝরে জোছনায় চাঁপার তলায়।
হে কবি হে সাহিত্যিক প্রাণের সঞ্চার
করেন কথার দলে। ছন্দের পতন
না হয় সেথায় যেন করেন যতন
পাঠেতে আকুল মনে অপার বিস্ময়।

যাদু জাল ছিন্ন করে বের হয়ে যাই
এমন উপায় কার মন মাঝে আছে?
হেথায় সকল আছে কি নাই কি নাই?
অবশেষে পড়ে থাকি কথাগুচ্ছ কাছে।
লিখুন হে সাহিত্যিক সুছন্দে নির্ভিক
ছড়াক সাহিত্য রূপ হিরক অধিক।

# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙচচ

ইসিয়াক


মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ ভোর ৬:৩৬

গরল বলেছেন: ব্লগার ইসিয়াকের প্রতি রইল অভিনন্দন ও শুভকামনা।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৮:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সনেটের নামে আপনার পাগলামি আবার শুরু হয়েছে! কী মুশকিল! এভাবে লিখতে থাকলে একদিন মধুসূদনকে ছাপিয়ে যাবেন।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার সাজেশন কি? সনেট লিখব নাকি লিখব না?

৩| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর। এইভাবে সনেট লিখলে আপনি আরো দক্ষ হবেন।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য বলেছেন এটা পাগলামী।

৪| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন:



প্রিয় ব্লগার আমি সত্যি সত্যি আপনার কবিতাটি পড়ে ভীষণ আপ্লুত হলাম।
যদিও এতটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই। তবুও এ ভালোবাসা আমি সাদরে গ্রহন করলাম।
ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো ভাই।


ভালো থাকুন সবসময়।


৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আপনার পোষ্ট পড়ে সে অনুযায়ী মন্তব্য লিখেছি।

৫| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে। ইসিয়াক ভাই আমার প্রিয় ব্লগার
শুভকামনা দুইজনের প্রতি। ভালো থাকুন লিখতে থাকুন সনেট

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ আদেশ করে আর কেউ নিষেধ করে, আমি তবে কি করব?

৬| ৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কারো আদেশ নিষেধে আপনার কী? আপনার মন যা করলে ভালো লাগবে সেটাই করবেন। মানুষকে আনন্দ দেয়া খুব কঠিন। আনন্দ দিতে পারলে মানুষ কী পরিমাণ খুশি হয় তা তো দেখতেই পাচ্ছেন।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিষয়ে মডুর মনভাব জানতে পারলে ভাল হত। আমি তো এযাবৎ অনেক ভোগান্তিতে পড়লাম।

৭| ৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৭

অপু তানভীর বলেছেন: ব্লগার ইসিয়াক একজন সজ্জন মানুষ, ভাল মানুষ ! তার গল্প আমাকে আনন্দ দেয় সব সময় !
তাকে কবিতা লেখার জন্য ধন্যবাদ আপনাকে !

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজীব নুর বললেন, তিনি নাকি দুষ্ট লোক।

৮| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই একজন দক্ষ
কথা শিল্পী। তাকে নিয়া
সনেট লিখে আপনি উদারতার
পরিচয় দিলেন। আপনাক ও
ইসিয়াক ভাইয়ের কল্যান
কামনা করছি।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজীব নুর তাঁকে নিয়ে কবিতা লেখার বিরোধীতা করছে।

৯| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার,

আপনি কারও কথায় মন খারাপ করবেন না প্লিজ। অনেক দিন পরে আপনি ব্লগে প্রথম পাতায় লিখছেন। মন খুলে আপনার যা ভালো লাগে লিখুন। কি দরকার তর্ক বিতর্ক করা। লেখকের লেখা চলবে মসৃণ গতিতে। শুধু মনে রাখবেন একজন সকলকে সন্তুষ্ট করতে পারে না। অতএব...

লিখুন। লিখুন। লিখুন।

শুভকামনা।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যখন বলেছেন তখন দেখি খানিকটা আরো লেখা যায় কিনা।

১০| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: রাজীব নুর তাঁকে নিয়ে কবিতা লেখার বিরোধীতা করছে।

ক্য্র কখন কি বললো
তাতে কিইবা এমন আসে যায়
দিনকে কেউ বললে রাত
আলো কি তার কমে যায়।

খান সাবকে তো এই
পোষ্টে দেখলাম না।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে যা বলার গড়ল সংক্রান্ত পোষ্টে বলেছে।

১১| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৩:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি ইশিয়াক কে নিয়ে সনেট লেখার চেষ্টা করলে তূর্য্য বৈরাগী সাহেবের সমস্যা কি বুঝলামনা!!

০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্যক্তির পোষ্টের মূল্যায়নে দোষ নেই। কিন্তু ব্যক্তির সামগ্রিক মূল্যায়নে দোষ। সেইটা আবার সনেটে করলে বেশী দোষ। এটার কারণ কি সেটা আমিও বুঝি না।

১২| ০১ লা এপ্রিল, ২০২২ সকাল ৯:০৯

জ্যাকেল বলেছেন: আপনার আক্ষরিক অর্থে সনেট ঠিক আছে তবে এইভাবে যথেচ্ছ ব্যবহার সনেটের উদ্দেশ্য নষ্ট করে ফেলেছে। তাই আমি সহ অনেক লোক বিরক্ত।

০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিরক্ত হলে এভোয়েড করা সহজ সমাধান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.