নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
নাস্তিক আস্তিকে টানে এস ভাই বুকে
আস্তিক স্বরোষে বলে ছেড়ে দাও যাই
তোমার বিজ্ঞান শুনি সে সময় নাই
ঈশ্বর বিশ্বাসে কারো লাগে না বিজ্ঞান।
সাধারণ জ্ঞানেতেই বুঝা যায় যাকে
সেখানে বিজ্ঞান কেন টেনে আন ভাই
স্বজ্ঞানে ঈশ্বরে মানি আমরা সবাই
চাই না এ ক্ষেত্রে কারো বক্তব্য প্রদান।
নাস্তিক তখন বলে ধর্মান্ধের দল
পৃথিবীর আবর্জনা করবই সাফ
তোদের সকল কান্ড করব অচল
এবার আর পাবি না তোরা কেউ মাফ।
এরপর শুরু হয় সুকঠিন যুদ্ধ
জয়ী দল পরাজিতে করে ফেলে শুদ্ধ।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙচচ
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: নাস্তিকরা যুদ্ধ করে না। আস্তিকেরা যুদ্ধের নাম দিয়ে মানুষকে কুপিয়ে মারে।
আজ পর্যন্ত কোনো নাস্তিক, আস্তিকদের কুপিয়ে মারেনি।
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাশিয়ায় তারা কি করেছিল একটু খোঁজ খবর নিয়ে দেখেন।
৩| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৩
প্রতিদিন বাংলা বলেছেন: নাস্তিকতা একটি রোগ। সৃষ্টি করতে সবাই মানে ,ভিন্ন নামে
এবং প্রকাশ্যে বা নির্জনে
০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: নাস্তিকও একদিন আস্তিক হবে। তবে তখন সেটা তাদের কোন কাজে আসবে না।
৪| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ৮:২২
সোবুজ বলেছেন: ঠিক বলেছেন,সেটা তাদের কাজে আসবেনা।কাজটা কি,মৃত্যুর পর তারা হুর পাবে না।তাও একটা দুইটা না ৭২টা।আরতো কিছু দেখছি না।এর জন্য এতো সাধনা।এক এক জনের সাথে ৭০/৭০,০০০বছর এক বারের সংগমের সময়কাল।হিসাব করে বলেন তো,প্রথম যার সাথে মিলিত হয়ে ছিলেন কতো বছর পর তার সাথে আবার মিলিত হবেন।
০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপাতত জাহান্নাম থেকে রক্ষা পাওয়াই জরুরী।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১:১৩
জটিল ভাই বলেছেন:
যদিও নাস্তিকতা আর ইসলামবিরোধীতা এক নয়, কিন্তু এদেশের অনেক আস্তিক-নাস্তিকই তা বুঝে না......
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: নাস্তিকদের অনেকে ধার্মিকদেরকে ধর্মন্ধ বলে। তাতেই এরা তেঁতে উঠে।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর অন্তমিলনের সনেট কবি দা ভাল থাকবেন