নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তারারা সবাই আছে চাঁদ শুধু নেই
সোলেমানি ব্যান খেয়ে হারিয়েছে চাঁদ
ব্লগটিম করলেন কিসের আবাদ?
জনতার দাবী মেনে তাদের খুশিতে?
চাঁদের কলঙ্ক আছে? তাতো থাকবেই
তাই বলে চাঁদ কিহে কভু হয় বাদ?
হারিয়ে চাঁদ পাবে কি জোছনার স্বাদ?
আহা একি কান্ড হলো ব্লগ রাজ্যটিতে?
চাঁদের মন্তব্য মন্দ? পোষ্ট দেয় ভুল?
গুরুতর অপরাধ! ব্লগটিম ঠিক
এজন্য থামাল চাঁদ। সিদ্ধান্ত অতুল
একশতে একশত হয়েছে সঠিক।
তথাপিও ক্ষমা পেয়ে আর একবার
ব্লগাকাশে সেই চাঁদ উঠুক আবার।
০৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: উপভোগ্য মন্তব্য। দারুণ হইছে।
২| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩২
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, ব্লগিং'এ যাঁদের সমস্যা ছিলো, তাঁরা দল বেঁধে সামুকে চাপে দিয়েছিলো। কেহ আমাকে বেত দিয়ে পিটানোর কথা বলছিলেন, একজন লাথি মারার কথা বলেন এখনো; দল বেঁধে এরা আমার ব্যান চেয়েছিলেন। এখন দেখছি, খুব একটা খারাপ হয়নি।
০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগে আমি দু’জন মুক্তিযোদ্ধাকে চিনি। তারমধ্যে আপনি একজন। তো আপনার সোনাগাজী নিকে যেহেতু ব্লগিং চলছে সেহেতু চাঁদগাজী নিক অবমুক্ত করণে সমস্যা দেখছি না।
৩| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৩
সোনাগাজী বলেছেন:
সনেটের জন্য ধন্যবাদ; আপনি সব সময় ব্লগারদের উৎসাহিত করে আসছেন।
০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: একজন বীর মুক্তিযোদ্ধ হিসাবে স্বাধীনতার মাসে আপনাকে সম্মান জানাই। যেখানেই থাকুন ভালো থাকুন হে জাতীয় বীর।
৪| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫৩
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: ব্লগে আমি দু’জন মুক্তিযোদ্ধাকে চিনি। তারমধ্যে আপনি একজন। তো আপনার সোনাগাজী নিকে যেহেতু ব্লগিং চলছে সেহেতু চাঁদগাজী নিক অবমুক্ত করণে সমস্যা দেখছি না।
-আমি নিজের থেকে কখনো বলিনি যে, আমি মুক্তিযোদ্ধা, অন্য ১ জন মুক্তিযোদ্ধা (ব্লগার "ভুমিহীন জমিদার" আমাকে অকারণে পরিচয় করিয়ে দিয়েছিলেন); কারণ, ব্লগে অনেকে অপমান করতে চায়, তারা আমাকে অপমান করতে গিয়ে, বাকী মুক্তিযোদ্ধদেরও জেনারেলাইজড করে অপমান করে। এখন ব্লগে আমাকে যারা অপছন্দ করেন, তাদের সংখ্যা অনেক; আমি লো-প্রোফাইলে থাকতে চাই।
০৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যে কারণেই হোক আপনার ব্লগিং অনেকের অসন্তুষ্টির কারণ হয়েছে। আর আপনার সরকার বিরোধীতার ধরণ ব্লগ টিমের পছন্দ হয়নি। কারণ ব্লগের ঝামেলায় পড়ার পিছনে সরকারের হাত থাকতে পারে বলে কেউ কেউ মনে করেছেন। সরকার করলে অনেক কিছুই করতে পারে। সেজন্য সরকার বিষয়ে রয়েসয়ে চলতে হয়। সরকার সইতে পারে এ মাত্রায় সরকারে সমালোচনা করতে হবে। আপনি যদি ব্লগার ও ব্লগ টিমের মনভাব বুঝতে পারেন, সেটা ভালো বিষয় হবে।
৫| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:২৬
স্মৃতিভুক বলেছেন: @চাঁদগাজী, মনে হয়না কখনো আপনার প্রোফাইল হাই ছিল, সুতরাং "লো-প্রোফাইল" থাকার ইচ্ছাঘটিত যে বিনয়, তার দরকার আছে বলে মনে করিনা।
আপনার মুক্তিযোদ্ধা-বিষয়ক যে দাবি, তাতে আমার কিঞ্চিৎ সন্দেহ আছে। আপনার ভক্তকুল-বৃন্দ আপনাকে "পিএইচডি" হোল্ডার বলে মাঝে মাঝে রব তুলেন, তাতেও আমার সন্দেহ আছে।
আশাকরি কিছু মনে করবেন না, ঠিক আপনার ভাষাতেই কমেন্ট লিখছি। আপনার পোস্ট কিংবা মন্তব্য পড়ে আপনাকে গ্রামের টঙের দোকানে বসে থাকা অর্ধশিক্ষিত গলাবাজ ছাড়া আর কিছু কখনো মনে হয়নি আমার।
ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মত আরো অনেকে তাঁর প্রতি বিরক্ত ছিলেন এবং আছেন। আমি মনে করি তাঁর এ বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত।
৬| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪১
সোনাগাজী বলেছেন:
স্মৃতিভুক বলেছেন, " @চাঁদগাজী ... আপনার পোস্ট কিংবা মন্তব্য পড়ে আপনাকে গ্রামের টঙের দোকানে বসে থাকা অর্ধশিক্ষিত গলাবাজ ছাড়া আর কিছু কখনো মনে হয়নি আমার। "
-৩ সপ্তাহের বেশী হলো, আপনি এই মালটি নিকটি খুলেছেন, এখনো কিছু লিখতে পারেননি; এটাই আপনার ব্লগিং'এর ভবিষ্যত। আপনার ব্লগিং ইতিহাস:
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৩৮টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৩ সপ্তাহ ৪ দিন
০৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর মন্তব্যের জবাব তাঁর ব্লগিং এর সময়কাল নয়। আপনার মন্তব্যের জবাব প্রদান বিষয়ে কিছু ঘাটতি রয়ে গেছে।
৭| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:০৩
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: তাঁর মন্তব্যের জবাব তাঁর ব্লগিং এর সময়কাল নয়। আপনার মন্তব্যের জবাব প্রদান বিষয়ে কিছু ঘাটতি রয়ে গেছে।
-এদের মাঝে কোন সততা নেই, ব্লগের প্রতি কোন সন্মান নেই; নিকের পর নিক খুলে যাচ্ছে, এদের মুখ দিয়ে গার্বেজ বের হতে থাকে।
০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি অন্যদের সমালোচনা না ছাড়লে অন্যরাও আপনার সমালোচনা ছাড়বে বলে মনে হয় না।
৮| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:২০
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: আপনি অন্যদের সমালোচনা না ছাড়লে অন্যরাও আপনার সমালোচনা ছাড়বে বলে মনে হয় না।
-৩ সপ্তাহ ৪ দিনে ১টি পোষ্ট লিখতে পারেনি; ১ম শ্রেণীর বাচ্চা ২য় দিন ক্লাশে আসতে কমপক্ষে হোমওয়ার্ক আনে সাথে; এসব লোকজন জীবনে কিছুই লিখতে পারবে না।
০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু লিখতে না পারুক। আপনার বিরুদ্ধে সাজিয়ে গুঁছিয়ে একটা মন্তব্য তো লিখতে পেরেছে। মন্তব্যও কিন্তু ব্লগিং এর একটি অংশ। বল্লা ছোট হলেও বড় মানুষকে ঘায়েল করে ফেলে। কথায় বলে, দশচক্রে ভগবান ভুত। অবশেষে তারা সবাই মিলে চাঁদগাজীকে ভুত বানিয়ে ছেড়েছে। তাহলে আর তাদের ক্ষমতাকে খাট করে দেখেন কেন?
৯| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:২২
স্মৃতিভুক বলেছেন: @সোনাগাজী, কোন কারণে আপনি এই সিদ্ধান্তে উপনীত হলেন এটা আমার মাল্টি নিক? আর এখানে রেজিস্টার করলেই যে আমাকে লিখতে হবে এমন কি কোনো বাধ্যবাধকতা আছে?
সাধে কি আর আপনাকে অর্ধশিক্ষিত বলি! আপনার যে যোগ্যতা, তাতে চেক প্রসেসিংয়ের যে কাজ আপনি করছেন (আপনার ভাষ্যমতে) ওটাই মানানসই।
হালকা-পাতলা চাপাবাজি করেন, সমস্যা নেই। বুঝি এই বয়সে ওটাই এখন আপনার একমাত্র সম্বল। জীবনে ভালো কিছু না করতে পারার ব্যর্থতা, হতে চেয়েও যা হতে পারেননি, সেই আক্ষেপ থেকেই যে এমন আচরণ, তা বুঝি।
কিন্তু খেয়াল রাখবেন, পরিমান যেন আবার বেশি না হয়ে যায়। আপনার অজ্ঞতা, মূর্খতা, মূঢ়তা - সবই প্রকাশিত এখন।
০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যের ওজন আছে সেটা মানতেই হবে। তিনি কথা শুনান; সেজন্য কথা শুনেন।
১০| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:৩৭
সোনাগাজী বলেছেন:
@স্মৃতিভুক ,
আপনার পক্ষে ব্লগিং করা সম্ভব হবে না, আপনার লেখার ক্ষমতা নেই।
০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগিং বলতে মন্তব্য করাও বুঝায়।
১১| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:৫৮
জিকোব্লগ বলেছেন:
ও আচ্ছা ! আপনিও তাহলে সোনাগাজীর ভক্ত !
আপনি ইসলামের পক্ষে পোস্ট লেখেন, নিজেকে মুমিন হিসেবে দাবি করেন,
আবার ইসলাম বিদ্বেষীর ও ভক্ত। ব্যপারটা আসলেই স্ব বিরোধী।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সূরা রুম পড়বেন। রুমের পরাজয়ে মুসলিমগণ অখুশী হয়েছিল, সেজন্য আল্লাহ জানালেন অচিরেই তারা জয়ী হবে। সুতরাং অমুসলিমদের অন্য গুণের কারণে তাদের ভক্ত হওয়াতে ক্ষতি নেই। এ ব্লগের জন্মদাতা আরিল্ড ক্লকার হাউ মুমিন নন। তাহলে মুমিনরা এখানে কেন আছে। যারা মুমিন নন আপনি তাদের প্রদত্ত সুবিধা নিবেন, অথচ তাদেরকে ভক্তি করবেন না সেটা কেমন কথা? মনে করুন কেউ একজন মুমিন নন, কিন্তু তিনি আপনার বিশাল এক উপকার করে বসলেন, তখন আপনি তার ভক্ত হলে তা’ কি দোষের কিছু হবে?
১২| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১:২১
সোনাগাজী বলেছেন:
@জিকোব্লগ ,
আপনাকে আমি উপধি দিয়েছিলাম, "ব্লগের মাছি"। আপনার ব্লগিং ইতিহাস:
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৫৬৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ২ বছর ৪ মাস
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বার বার ভুলে যাচ্ছেন। মন্তব্য করাও কিন্তু ব্লগিং এর অংশ। জিকো ৫৬৫টি মন্তব্য করেছেন। এটা কিন্তু মোটেও কম কথা নয়।
১৩| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ২:২১
সোনাগাজী বলেছেন:
@স্মৃতিভুক ,
আপনি বলেছেন, "... আশাকরি কিছু মনে করবেন না, ঠিক আপনার ভাষাতেই কমেন্ট লিখছি। আপনার পোস্ট কিংবা মন্তব্য পড়ে আপনাকে গ্রামের টঙের দোকানে বসে থাকা অর্ধশিক্ষিত গলাবাজ ছাড়া আর কিছু কখনো মনে হয়নি আমার। ..."
-আমার ১টা পরিচয় আছে, "ব্লগার সোনাগাজী", সামুতে লিখি; আপনার পরিচয়টা কি যে, আপনার কথায় আমাকে কান দিতে হবে? আপনি যদি মন্ত্রী নাহিদের সময়ের ছাত্র হয়ে থাকেন, উহা আমাকে জানাতে পারেন।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কে কোন সময়ের চাত্র এটা ব্লগিং এ বিবেচ্য বিষয় নয়। আপনি সোনাগাজী, তিনি স্মৃতিভুক। আপনি পোষ্ট দেন, তিনি মন্তব্য করেন। অনেকে আছেন শুধুই পাঠক। সবাই ব্লগিং এর অংশ। কারো মর্যাদা খাটো করে দেখার অধিকার কারো নেই।
১৪| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ২:২৫
জিকোব্লগ বলেছেন:
গলুদের কাজই হচ্ছে অযথায় অকারণে ঘেউ ঘেউ করা।
উহাদের কর্ণপাত না করাটাই উত্তম কাজ।
উপরের কথাটি ব্লগীয় গলুকে নিয়ে । তাই আপনি কিছু মনে করবেন না।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কাকে গলু বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। সুতরাং গলুর কথায় আপনিও কর্ণপাত করবেন না।
১৫| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ২:৪৮
স্মৃতিভুক বলেছেন: @সোনাগাজী, দুঃখিত, ক্ষুদ্র মানুষ আমি, দেওয়ার মতো তেমন কোনো পরিচয় নেই। বুঝলাম, আপনার ব্যক্তিজীবনেও দেয়ার মতো কোনো পরিচয় নেই, একমাত্র সামু'র ব্লগার ছাড়া।
আমি এখানে কিছু লিখতে পারছি না, এজন্য আক্ষেপটা আমার হওয়া উচিত, তাই না? কিন্তু দেখছি উল্টো - আপনার আক্ষেপ আমার চেয়েও বেশি। দয়া করে এই বিষয়ে আর শীৎকার না করে, নিজের আচরণগত সমস্যার দিকে নজর দিন।
যে সম্মান আপনি হারিয়েছেন, প্লিজ চেষ্টা করুন (এখন থেকে) তা ফিরিয়ে আনতে পারেন কিনা। বয়োজোষ্ঠ্য মানুষ আপনি, জানার কথা, বিনয় কখনো দুর্বলতার প্রতীক কিংবা রূঢ় আচরণ কখনো শক্তিমত্তার প্রতীক হতে পারে না।
ভালো থাকবেন আপনি।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য ভালো হয়েছে।
১৬| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ৩:০৫
সোনাগাজী বলেছেন:
@স্মৃতিভুক ,
সামুতে আমার অন্য পরিচয়ের দরকার নেই, আপনারও অন্য পরিচয়ের দরকার নেই; আপনি লিখতে পারেন না, এটা সামুর জন্য একটি বিষয়; আপনি যদি মন্ত্রী নাহিদের সময়ের ছাত্র হয়ে থাকেন, সেটা আমাকে জানাতে পারেন।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কে কোন সময়ের ছাত্র, দয়াকরে এমন অবান্তর বিষয়ের অবতারণা করবেন না।
১৭| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ৩:০৬
সোনাগাজী বলেছেন:
@জিকোব্লগ ,
ব্লগে এসে লাভ নেই, জটিল ভাই পরাজিত হয়ে পালিয়ে গেছে।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: জটিল ভাই আপনার সাথে পরাজিত হন নাই। ব্লগ টিম তাঁর উপর বিরক্ত হয়েছেন।
১৮| ০৯ ই মার্চ, ২০২৩ ভোর ৫:২৩
সোনাগাজী বলেছেন:
@লেখক,
স্যরি, পোষ্টে মাছি আসায় ইহার সৌন্দয্য নষ্ট হয়েছে
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: দয়া করে কোন ব্লগারকে অসম্মান করে কথা বলবেন না, প্লিজ।
১৯| ০৯ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৩৩
জগতারন বলেছেন:
জ্বনাব চাঁদগাজী আমার প্রিয় ব্লগার।
সে আবার ফিরে আসুক কামনা করি।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি সব সময় তাঁর পক্ষে ছিলেন এবং আছেন। এখন আমাদের ইচ্ছার প্রতি ব্লগটিম সম্মান প্রদর্শন করবেন কিনা সেটা তাঁদের বিষয়। তবে চাঁদগাজীর প্রতি ব্লগটিম প্রচন্ড রকমের বিরক্ত।
২০| ০৯ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৩৫
জগতারন বলেছেন:
জ্বনাব চাঁদগাজী-কে নিয়ে সনেট লিখে তাহাকে সম্মানিত করার জন্য
কবি মহাজাগতিক চিন্তা -এর প্রতি আমি অভিন্দন ও ভালোবাস জানাই।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য প্রদান করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য ্পনাকে অনেক অনেক ধন্যবাদ।
২১| ০৯ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৫৬
স্মৃতিভুক বলেছেন: বেচারা @ সোনাগাজী, আপনার জন্য করুনা ছাড়া আর কিছু নাই। যৌক্তিক উত্তর দিতে না পেরে খামাখা অন্য মানুষকে এখানে টেনে আনেন কেন? ওই ভদ্রলোক কি আপনার মতো অকালকুষ্মান্ডকে চেনেন? নাকি যৌবনে সেই যে মারা খেয়েছিলেন, সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন? ফলাফলঃ চুলকাইতে চুলকাইতে পশ্চাৎদেশে দগদগে ঘা করে ফেলেছেন।
এখানে যদি অন্য পরিচয় দেয়ার দরকার নাই থাকে, অনুরোধ আপনি যা নন, তা নিয়ে চাপাবাজি করবেন না। যেমন ধরেন, আপনার ভক্তকুল যদি বলেন, আপনি মুক্তিযোদ্ধা কিংবা পিএইচডি হোল্ডার, সরাসরি সত্যি কথাটা বলে দেবেন ওনাদের, যে আপনি তা নন। মিচকা বিলাই এর মতো চুপ করে থেকে বরং এই মিথ্যাকে আপনি প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছেন।
আগেও বলেছি, এখনো বলছি - আপনার পোস্ট এবং মন্তব্যের নমুনা দেখে কিংবা বাংলা লেখার মান দেখে, আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমার হয়ে গেছে। বিশ্বাস করেন, এতটা মানহীন লেখা অথবা অযৌক্তিক মন্তব্য কেউ যে করতে পারে, আপনার মতো অর্ধশিক্ষিতকে না দেখলে জানাই হতো না।
আপাতত পার্ট টাইম চেক প্রসেস আর ফুল টাইম ব্লগিং করেন।
ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: কথা শুনানোর কারণে তাঁকে কথা শুনতে হচ্ছে, বিষয়টা তিনি যত দ্রুত বুঝতে পারেন ততই মঙ্গল।
২২| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ৮:০২
সাইফুল১৩৪০৫ বলেছেন: আমি ব্লগিংয়ে নতুন এসেই ছেড়ে যাই যেসব কারণে তার মধ্যে একজন ছিলেন চাঁদগাজী। আপনি কি তার কথাই বলছেন?
০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগে চাঁদ মূলত একটাই।
২৩| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! বেচারার কী করুণ পরিণতি।স্মৃতিভুক অয়েলিং করা কথা না বলাতেই কান্নাকাটি শুরু করেছেন।@ স্মৃতিভুক ওনাকে নিয়ে আপনার সন্দেহের কারণ নিয়ে বলতে চাই না।ওটা আপনার নিজস্ব ব্লগিং পর্যবেক্ষণ। ব্যক্তিবিশেষে নিজস্বতা থাকবেই। কিন্তু একজন বয়স্ক মানুষদের এমন কান্নাকাটির জন্য একটু দয়া করে ওনার কাছে যদি মুরিদ হবার কথা ঘোষণা করেন তাহলে দেখবেন আপনার উজ্জ্বল ব্লগিং সম্ভাবনার কথা দ্বারে দ্বারে উনি বলে বেড়াবেন। আমাকে উনি তেলের ডিলার নিয়োগ করায় আমি সেই কবে থেকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে সমস্যা হলো- কতবার বললাম আপনাকে আপনার পছন্দের তেল দিবো। কিন্তু কিছুতেই উনি আমাকে মুরিদ করছেন না।এর ফলে আমি কুলিন ব্লগার হতে না পেরে যন্ত্রণায় ছটফট করছি। আপনাকে তাই পরামর্শ ওনার শিষ্যত্ব হলে বিনোদন ফ্রি গুরু পাবেন।অন্যথায় আপনার ব্লগিং ঠিকুজি কুষ্ঠি নিয়ে উনি মহা কাঁদুনি শুরু করবেন।
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: চৌধুরি সাহেব। আপনি অবশ্যই কুলিন ব্লগার। আপনার পোষ্ট আমারা খুব পছন্দ করি। কেউ একজন আপনার পোষ্ট পছন্দ না করলেও কারো কিচ্ছু যায় আসে না।
২৪| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২১
রানার ব্লগ বলেছেন: চাঁদগাজী আইডি নিয়ে ব্যাপক সমস্যা ছিলো কিছু এলার্জি রোগে আক্রান্ত ব্যাক্তিদের । তাই তারা একের পর এক ভুয়া আইডি বানিয়ে চাঁদ্গাজী কে আক্রমন করেছেন । এর ফলে ব্লগে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় । তাই ব্লগ কর্তৃপক্ষ বাধ্য হয়ে চাঁদ্গাজী আইডি কে ব্লক করে দেয় । ব্যাপারটা এমন না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি। তাই আমার মনে হয় ওই আইডি টা কে আপাতত ভুলে থাকাই উচিৎ । সোনাগাজী আইডি টা বেশ ভালই । আমরা সদরে গ্রহণ করে নিয়েছি তাকে।
** সোনাগাজী অবশ্যই আমার এই কমেন্টের বিপরিতে হাজার টা যুক্তি দেখাতে পারেন । কিন্তু মাঝে মাঝে যুক্তি কুযুক্তি মতো কাজ করে ।
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য ভালো হয়েছে।
২৫| ০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৯
সোনালি কাবিন বলেছেন: ব্লগার স্মৃতিভুকের ঝাঁঝালো যুক্তিময় মন্তব্যগুলো দুর্দান্ত হয়েছে।
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যের মাধ্যমেও অনেকে ভালো ব্লগিং করেন।
২৬| ০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫৩
চারাগাছ বলেছেন:
আপনার লেখায় 'চাঁদ রানু সোনা' ফিরে ফিরে আসে ।
ব্যাপারটা আপনাকে কি খুব 'পীড়া' দেয় না 'প্যারা' দেয় ?
০৯ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি পীড়া, প্যারা এসব নিয়ে ভাবি না।
২৭| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৮
সোনাগাজী বলেছেন:
@পদাতিক চৌধুরি,
বাংলাদেশের মানুষ পশ্চিম বাংলার লোকদের চেয়ে অনেক সরল, আপনার উপর জন্মস্হানের সংস্কৃতি কাজ করছে। আপনার মতো লোকজন বাংলাদেশেও সামান্য আছে, ওরাই আপনার বন্ধু।
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: পদাতিক চৌধুরি ভালো মানের পোষ্ট করেন, সেজন্যই ব্লগে তাঁর অনেক বন্ধু আছে।
২৮| ০৯ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫০
সোনাগাজী বলেছেন:
@সাইফুল১৩৪০৫,
আপনার ব্লগিং'এর ইতিহাস:
পোস্ট করেছি: ৮১টি
মন্তব্য করেছি: ৪৩২টি
মন্তব্য পেয়েছি: ৪৭৯টি
ব্লগ লিখেছি: ৭ বছর ৬ মাস
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর ব্লগিং ইতিহাস দেখছি বেশ সমৃদ্ধ।
২৯| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: @ সোনাগাজী আপনি বাংলাদেশের কোথায় জন্মেছিলেন মনে করতে পারলে বায়োডাটা আকারে লিখে জানান।নইলে বহুজন বিশ্বাস করে আপনার পি এইচ ডি, মুক্তিযোদ্ধার দাবি সহ স্নাতকোত্তর ডিগ্রি সবই ভূয়া। এমনকি বাংলাদেশের জন্মানোর বৃত্তান্তোও সন্দেহের উর্ধ্বে নয়।।২১ নম্বর কমেন্টে @ স্মৃতিভুক ইতিমধ্যে সেই প্রশ্ন তুলেছেন। বাংলাদেশে জন্মালে সেখানকার দুঃখে কষ্টে আপনি সাথী হতেন। দরিদ্রদের জন্য কোনো না কোনো দান ধ্যান দুঃস্থ অসহায়দের বিভিন্নভাবে আর্থিক সহায়তা কিম্বা অনাথ শিশুদের দুটি পেন খাতা বই দান করে নিজেকে সত্যিকারের একজন বাঙালি হিসেবে তুলে ধরতে পারতেন।আর এমন কোন সুহৃদ কর্মসূচি না করায় নিজেকে অন্তঃসারশূন্য চাপাবাজি সম্রাট হিসেবে ব্লগে প্রমান করছেন। বাংলাদেশ কি একি সঙ্গে একজন নাগরিকের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করছে? তর্কের খাতিরে ধরে নিলাম আপনি বাংলাদেশী। সেক্ষেত্রে বছরের পর বছর বাইরে আছেন নাগরিকত্ব না নিয়ে বিশ্বাসযোগ্য নয়।আর সেক্ষেত্রে আম্রিকার নাগরিকত্ব পেলে বাংলাদেশে আপনি নন রেসিডেনসিয়াল নাগরিক।নিজে ভালো থাকবেন ভালো খাবেন দারিদ্র্যতা দেখবেন না বলে আম্রিকায় পালিয়েছেন অন্তরে দগ্ধ ঘা নিয়ে ব্লগে পাড়ার চায়ের দোকানের আড্ডা বাজের মতো সস্তার ১৫/১৬ লাইনের গালগপ্প লিখে দিলেই দেশপ্রেমিক হবা যায়না।তাই বলছি বয়স যা হয়েছে সেদিকে খেয়াল দিয়ে চাপাবাজি না দিয়ে একটু সত্য পথে চলুন সত্য কথা বলুন। অবশ্য আপনার ইহ জীবনে বোধদয় হবে বলে আর মনে হয় না।
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মত সজ্জন লোকের সাথে তাঁর সম্পর্ক ভালো থাকাই উচিত ছিল। আপনি একজন বাঙ্গালী হিসাবে অন্য দেশের নাগরিক হলেও আপনার প্রতি আমাদের যথেষ্ট পরিমাণে অন্তরের টান রয়েছে।
৩০| ১০ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪৩
জিকোব্লগ বলেছেন:
লেখক বলেছেন: মনে করুন কেউ একজন মুমিন নন, কিন্তু তিনি আপনার বিশাল এক উপকার করে বসলেন, তখন আপনি তার ভক্ত হলে তা’ কি দোষের কিছু হবে?
- সোনাগাজী কি আপনার বিশাল উপকার করেছে ?
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনাগাজী সব সময় আমার উপকার করে।
৩১| ১০ ই মার্চ, ২০২৩ রাত ২:০৫
জিকোব্লগ বলেছেন:
জিকোব্লগ বলেছেন:
ও আচ্ছা ! আপনিও তাহলে সোনাগাজীর ভক্ত !
আপনি ইসলামের পক্ষে পোস্ট লেখেন, নিজেকে মুমিন হিসেবে দাবি করেন,
আবার ইসলাম বিদ্বেষীর ও ভক্ত। ব্যপারটা আসলেই স্ব বিরোধী।
উত্তরে
লেখক বলেছেন: এ ব্লগের জন্মদাতা আরিল্ড ক্লকার হাউ মুমিন নন। তাহলে
মুমিনরা এখানে কেন আছে। যারা মুমিন নন আপনি তাদের প্রদত্ত সুবিধা নিবেন,
অথচ তাদেরকে ভক্তি করবেন না সেটা কেমন কথা?
---এই ক্ষেত্রে ইসলাম বিদ্বেষীর পার্থক্য উদাহরণ দিয়ে বলি :
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় একজন ইসলাম বিদ্বেষী কিন্তু সামুর
প্রতিষ্ঠাতা সৈয়দা গুলসান ফেরদৌস জানা এবং উনার স্বামী আরিল্ড ক্লোক্কেরহৌগ
ইসলাম বিদ্বেষী নন। আর এই জন্যেই আপনি ইসলামের পক্ষের পোস্ট সামুতে
নিশ্চিত মনে লিখতে পারছেন।
ইসলাম বিদ্বেষী যেকোনো লোক সে যেই হোক না কেন আমি উহাকে ঘৃনা করি।
ভক্তির তো প্রশ্নই ওঠে না। কারণ এরা আল্লাহর রসূলের (সাঃ) দুশমন। এদের
আল্লাহর রসূল (সাঃ) কে কটাক্ষ করতে মুখ হাত কোন কিছুই কাঁপে না। আর যে
ইসলাম বিদ্বেষী, মুসলিম নাম নিয়ে ইসলাম বিদ্বেষী আচরণ করে যাচ্ছে সে তো
আরো বেশি ভয়ংকর।
কোন ইসলাম বিদ্বেষী মুসলিমদের সুবিধা দেয় না। যদি তারপরেও আপনি
ইসলাম বিদ্বেষীর কাছে থেকে মুসলিমদের সুবিধা পেতে দেখতে পান , তাহলে
আমি নিশ্চিত আপনি ভয়ংকর ভ্রান্তির মধ্যে আছেন। এটা ঠিক এই রকম যেমন
ইহুহীদিরা মুসলিমদের সুবিধা দেখিয়ে ভ্রান্তির মধ্যে রেখে মুসলিমদের ক্ষতি
করেই যাচ্ছে।
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যত হিসাব করছেন সমাজে চলতে গেলে অত হিসাব করে চলা যায় না। আর নেকের পল্লা ভারী হলেই জান্নাতে যাওয়া যায় এতে ১০০% নম্বর লাগে না। আপনার জ্ঞানকে আরো সমৃদ্ধ করেন। তাহলে বিভিন্ন বিষয় সহজে বুঝতে পারবেন।
৩২| ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কদিন আপনাকে দেখছি না !
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু জরুরী কাজে ব্যস্ত থাকায় ব্লগ থেকে দূরে থাকতে হয়েছে।
৩৩| ১৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে আর চারাগাছকে দেখছি না !
ব্লক-টলক খাইছেন নাকি ?
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা ব্লক সংক্রান্ত নয়।
৩৪| ১৯ শে মার্চ, ২০২৩ সকাল ৯:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: বিষয়টা ব্লক সংক্রান্ত নয়।
ধন্যবাদ। চারাগাছ কে দেখলাম। আপনাকেও দেখছি , ভালো লাগছে। আমি ভেবেছিলাম ব্যান হয়েছেন কিনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
চাঁদের কলঙ্ক আছে তাই আমাদের পতাকায়ও চাঁদ নেই, পতাকাও চাঁদে নেই।