নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) কোন দোষ ধরা যাবে না। কারণ এতে কোন সাওয়াব নেই। এতে উল্টা গুণাহ আছে। কারণ আল্লাহ তিনি ও তাঁর রাসূলের (সা.) দোষ না থাকার ঘোষণা প্রদান করেছেন।আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) কিভাবে দোষ নেই? অনেকে অনেক ঘটনার উল্লেখ করে এমন প্রশ্ন করে থাকে। হাসরে আল্লাহ তাদের এমন সব প্রশ্নের জবাব দিবেন। সেজন্য তিনি হাসরে পঞ্চাশ হাজার বছরের একটা লম্বা সময় নির্ধারণ করেছেন।
অনেকে হাসর পর্যন্ত অপেক্ষা না করেই অনেক ঘটনায় আল্লাহ ও রাসূলকে (সা.) দোষারফ করে। এ নিয়ে তাদের সাথে তর্কে লিপ্ত হওয়া অনেক মুমিন দরকার মনে করে না। কারণ হাসরে তারা তাদের এ অন্যায় দোষারফের প্রতিদান পাবে।তবে রাসূলের (সা.) প্রতি দোষারফ দ্বারা রাসূলের (সা.) রাসূল না হওয়া প্রমাণ করে না। আর আল্লাহর প্রতি দোষারফ দ্বারাও আল্লাহর আল্লাহ না হওয়া প্রমাণ করে না। সুতরাং এ জাতীয় কাজ অহেতুক কাজ হিসাবে বিবেচিত।
কেউ কেউ আল্লাহ, রাসূল (সা.) কোরআন ইত্যাদি বিষয়ে অনেক বাজে কথা বলে এবং আল্লাহর অনুগতদের সাথে অনেক বাজে আচরণ করে আল্লাহর কোন প্রতিক্রিয়া না দেখে আল্লাহর না থাকার বিষয়ে মতামত ব্যক্ত করে। কিন্তু কারো সাথে বাজে আচরণে তার প্রতিক্রিয়া না থাকা তার না থাকা প্রমাণ করে না। কারণ হতে পারে সে মহাপ্রতিক্রিয়া দেখাতে অপেক্ষমাণ আছে।
রানু বলে যারা আল্লাহকে মানে না তারা ভালো আছে ও সুখে আছে। সেজন্য রানু বলে আল্লাহ মানুষের সৃষ্টি। আল্লাহ কাহার সৃষ্টি সেটা বলার জন্য আল্লাহ অপেক্ষমাণ আছেন। তিনি ঝগড়াটে মহিলার মত যখন তখন প্রতিক্রিয়া দেখানোর কেউ নন। তিনি বলেছেন, তিনি যা করার হাসরে করবেন। তখন তিনি তাঁর অবাধ্যদের টুটি চেপে ধরবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন। তাঁর অবাধ্যগণ জাহান্নামে গিয়ে বুঝবে তারা কতটা ভালো থাকে।
আল্লাহ বিষয়ক সব কিছুকে অনেকে বলে, সব ঝুট হ্যায়। সব ঝুট না সত্যি তা মরার পরেই টের পাওয়া যাবে। তখন অবাধ্য লোকদের কিছুই করার থাকবে না। তো কি আর করা মরা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। রানু সত্য হলে মুমিনের আফসুস করার কিছুই নেই। কারণ মাটির সাথে মিশে যাওয়া ব্যক্তি আফসুস করতে পারে না। আর রাসূল (সা.) সত্য হলে রানুর খবর আছে।
০১ লা মে, ২০২৩ বিকাল ৫:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: রানুর মধ্যে ভরপুর অসংগতি রয়েছে।
২| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।
শুনলাম এবার ঈদ বেশ ভালো ভাবে করেছেন।
যাইহোক, সুনীল গঙ্গোপাধ্যায়ের 'রানু ও ভানু' বইটা পড়েছেন? আমি পড়েছি। ভালো লেগেছে। আপনি তো মনে হয় সারা জীবন শুধু দুটা বই পড়েছেন। এক, কুরআন দুই, হাদীস। ধর্মীয় বইয়ের বাইরেও যে এক বিশাল জগত আছে সেটা কি জানেন?
০১ লা মে, ২০২৩ বিকাল ৫:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মুখে সালাম-কালাম ভালো লাগে না। তারচে শুভ দুপুর বললে ভালো হতো।
৩| ০২ রা মে, ২০২৩ রাত ১২:০৫
কামাল১৮ বলেছেন: আপনার দৃষ্টিতে আল্লহ এক অদৃশ্য শক্তি।তার আবার দোষগুণ কি?কিন্তু নবী তো একজন মানুষ।তাছাড়া চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি মুসলমান ছিলেন না।তার দোষ গুণ থাকতে পারে।
০২ রা মে, ২০২৩ রাত ১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বনু কোরায়জার হত্যাকান্ড, বালিকা বিবাহ ও বহু বিবাহের কারণে অনেকে মহানবির (সা) অনেক সমালোচনা করেছে। কিন্তু তাদের এ সমালোচনাকে কেউ তাঁর নবি না হওয়ার প্রমাণ হিসাবে বিবেচনা করেনি। যেমন হুর সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে নারীদেরকে ইসলামের বিরুদ্ধে খেঁপিয়ে তুলতে চেষ্টা করে। অথচ এ বিষয়ে নারীদেরকে খুব কম খেঁপে উঠতে দেখা যায়।
৪| ০২ রা মে, ২০২৩ সকাল ১০:০১
কামাল১৮ বলেছেন: এসব যারা বলে তাদের সাথে যুক্ত হয়ে, তাদেরকে দাঁত ভাংগা জবার দিন।তারাতো ওপেন চেলেঞ্জ দিয়েই রেখেছে যেকোন ইসলামিক স্কলারকে আলোচনার জন্য। তিন থেকে চার ঘন্টা লাইভ হয়। যুক্ত হয়ে আলোচনা করতে পারেন।সবার জন্য উন্মুক্ত
০২ রা মে, ২০২৩ দুপুর ১২:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের সাথে আলোচনা করা যে খুব একটা দরকারী বিষয় নয় সেটাই এ পোষ্টে বলা হয়েছে।
৫| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মুখে সালাম-কালাম ভালো লাগে না। তারচে শুভ দুপুর বললে ভালো হতো।
মুসলিম দেশে থাকি, তাই সালাম দেই। অভ্যাস হয়ে গেছে।
শুভ দুপুর না বলে যদি নমস্কার বলি, চলবে?
০২ রা মে, ২০২৩ দুপুর ১:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: নমস্কারও ধর্মীয় কথা। সেটাও সালামের মতই। সুতরাং শুভ দুপুর বলাই উত্তম হবে। ধর্ম নাই, বাংলা ভাষা- এটাই সব দিক থেকে ভালো।
৬| ০৩ রা মে, ২০২৩ ভোর ৫:২৯
জটিল ভাই বলেছেন:
আল্লাহ কাহার সৃষ্টি সেটা বলার জন্য আল্লাহ অপেক্ষমাণ আছেন।
মানতে পারলাম না। কেনোনা, এটা ইতিমধ্যেই সূরা ইখলাসে প্রকাশিত।
০৩ রা মে, ২০২৩ দুপুর ১২:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা বলে আল্লাহ মানুষের সৃষ্টি তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তারা কিভাবে আল্লাহ মাুষের সৃষ্টি সেটা বলতে না পারলে তাদেরকে চরম শাস্তি পেতে হবে।
৭| ০৩ রা মে, ২০২৩ দুপুর ১:১৭
মাহফুজবিড২৪ বলেছেন: অনেক সুন্দর বলেছেন
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৩ দুপুর ১:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: রানু ধর্ম নিয়েও পোস্ট দিয়ে থাকে। সত্যিই বিস্ময়কর একটা ব্যাপার।