নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করলেই জাতির জনকের কন্য আমাদেরকে একটা সুন্দর গণতন্ত্র উপহার দিতে পারেন

১৬ ই মে, ২০২৩ রাত ১:৪২



বাবার মত তিনি সাহসী হতে পারেন। অন্যরা অধম হলেও তিনি উত্তম হবেন না কেন? প্রতিবেশী ভারতের গণতন্ত্র দেখেও হিংসা হয়। মৌলবাদী মদীও সে গণতন্ত্র নষ্ট করেনি। অথচ আমাদের এখানে যে আসে সে গণতন্ত্রে বাঁ হাত দেয়্। কেনরে বাপু তোরা কি লেপ্ট হ্যান্ডেড নাকি? জাতির জনকের কন্যা সেরকম হবেন কেন্? তাঁর ডান হাতটা তো দূর্বল হওয়ার কথা না। তাহলে তিনি বাঁ হাতে কাজ সারবেন কেন?

কামনা করি তিনি আবারও দেশের প্রধানমন্ত্রী হোন। তবে তা’ হোন একটি চমৎকার গণতন্ত্রের মাধ্যমে। নতুন ভোটাররা যখন ভোট দিতে না পেরে আক্ষেপ করে তখন মনে অনেক কষ্ট হয়। তাদের কি ভোট দানের আশা করতে নেই? ভোট নাকি সুষ্ঠ হয়। তবে যারা বলে তারা ভোট দিতে পারেনি তারা কি মিথ্যা কথা বলে?

এখন জনগণ কথা বলে না। জখন তাদের ভিতরের জমানো কথা বের হতে শুরু করবে তখন কি তা’ আটকে রাখা যাবে? সুতরাং কথাকে বের হতে সুযোগ দিতে হবে। যেন তা’ একসাথে বেরুতে গিয়ে বিপত্তি না ঘটায়। ইতিহাসের কথা আমাদের মনে থাকে না। অথচ ইতিহাস বার বার ফিরে এসে অনেকের মুখের হাসি কেড়ে নেয়। সব সময় হাসার মত একটা ব্যবস্থা কি করা যায় না?

বাঁশের চাষ হবে। বিপদের বৈতরনী পার হওয়ার সাঁকো তৈরীর জন্য। সেই বাঁশ কারো পশ্চাৎদারে প্রবিষ্ঠ করতে হবে কোন কারণে? চুলায় যাক ঐ বাঁশ। ভালো রান্না হোক তাতে। তা’ যেন কারো কান্নার কারণ না হয়। বাঁশের সঠিক ব্যবহারের জন্য এ জাতির উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন। রাজনীতিবীদগণ অপরকে বাঁশ দিতে গিয়ে নিজের পাছা কেন উদোম করেন? সেকারণেই তো বাঁশ দেওয়ার পরেই আবার বাঁশ খেতে হয়। সাবাস বাঙ্গালী সাবাস।

ক্ষমতায় থাকাকালিন কি এমন সুকাজ হরা হয় যে ক্ষমতা সমাপ্তির পর পলায়ন করতে হয়? পলায়ন অত:পর অর্থ পাচার। কতকাল এ অকাজ চলতে থাকবে। কেন চোরে চোরে মাসতুতো ভাই হতে হবে? পুস্তকে লেখা আছে বলেই কি এমন অকাজ চলতে থাকবে? ছোট স্থানে অনেক লোক। মহাগন্ডোগোল তাতে। তার উপর আরো পাওয়া যায় উপহার হিসাবে। আমরা কোথায় আছি ভাবতে পারি কি? এর থেকে উত্তরণে সততা লাগবে কি? অনেকে বলে সততা এদেশের জন্য নয়। এটা অন্য দেশের জন্য। এদেশে অসৎদের বরং কদর বেশী। আর ভাবতে পারি না। শান্তিতে একটা নিশ্বাস ফেলে মরতে পারব কি? জানি না এর জন্য আর কত কাল অপেক্ষায় থাকতে হবে।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৩ সকাল ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,




আশায় থাকা ভালো কিন্তু সে গুড়ে যে বালি.......

১৬ ই মে, ২০২৩ দুপুর ১:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাইকে ভালো কথা বলার চেষ্টা করি। কিন্তু সে কথা তারা না শুনলে আমি কি করতে পারি?

২| ১৬ ই মে, ২০২৩ সকাল ৯:১২

ধুলো মেঘ বলেছেন: ইচ্ছে করলেই পারেন, কিন্তু তিনি কোন ঝুঁকি নেবেন না।

১৬ ই মে, ২০২৩ দুপুর ১:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপাতত তাই মনে হয়। এদেশে কেউ উত্তম হতে চায় না।

৩| ১৬ ই মে, ২০২৩ দুপুর ১২:১১

নতুন বলেছেন: উনির সেই রকমের ক্ষমতা আছে।

কিন্তু উনি করতে পারবেন? জবাব হচ্চে না উনি পারবেন না। :|

সুস্ঠ ভোট হলে আয়ামীলীগ ক্ষমতায় আসবে? -- জবাব হবে .... না আসবেনা। :|

১৬ ই মে, ২০২৩ দুপুর ১:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশে দেশ প্রেমের চেয়েও ক্ষমতাটাই বড়।

৪| ১৬ ই মে, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: উনি অন্যসব প্রধানমন্ত্রীর চেয়ে খুব উন্নত নন।

১৬ ই মে, ২০২৩ দুপুর ১:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ ক্ষেত্রে তিনি অন্যদের চেয়ে অন্য রকম হতে পারলে আমরা শান্তি পেতাম।

৫| ১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৩

শাওন আহমাদ বলেছেন: ইচ্ছে করেই কিন্তু....

১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন:

ইচ্ছে করেই কিন্তু সুন্দর গণতন্ত্র উপহার দিচ্ছেন না। আল্লাহ তাঁকে জনগণের ইচ্ছা পূরণের মত মানসিক ক্ষমতা প্রদান করুন- আমিন।

৬| ১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:৫৬

শাওন আহমাদ বলেছেন: আল্লাহ অধিকতর ভালো কিছু দিন যা জনগনের জন্য ভীষণ প্রয়োজন।

১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য অস্পষ্ট হয়েছে।

৭| ১৭ ই মে, ২০২৩ রাত ১২:২৬

জ্যাক স্মিথ বলেছেন: এত গণতন্ত্র, গণতন্ত্র করে কি হবে? গণতন্ত্র কায়েম করা কি ফরজ যে যেকোন মূল্যে এটাকে কায়েম করতেই হবে? গণতন্ত্র কায়েম হলেই যে দেশের ভালো হবে সে গ্যারান্টি কে দিবে? যে গণতন্ত্রের মাধ্যমে অজ্ঞ, মাথা মোটাদের ক্ষমতায় বসানোর সম্ভবনা আছে সে গণতন্ত্রের প্রয়োজন নেই।

১৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তালেবানদের মত অজ্ঞ ও মাথামোটারা ক্ষমতা দখল করলে বিষয়টা কেমন হবে?

৮| ১৭ ই মে, ২০২৩ বিকাল ৩:২০

জ্যাক স্মিথ বলেছেন: তৃতীয় বিশ্বের দেশগুলোেতে গণতন্ত্র কখনোই ভাল কিছু দিতে পারে নি, ঘুরে ফিরে আজে বাজে লোকরাই ক্ষমতায় আসে পাবলিক সেন্টিমেন্ট ইউজ করে। উন্নত দেশুলোর নাগরিকদের ভুলভাল বুঝানো খুব একটা সহজ কম্ম নয় যে কারণে ওসব দেশে তুলনামুলক ভাবে যোগ্য দলই ক্ষমতায় আসে, কিন্তু আমাদের দেশে হয় উল্টোটা। ১০ জন মাথা মোটা লোক যখন একজন বাজে সরকারকে ভোট প্রদাণ করে তখন আপনার মত বুদ্ধিমান ৯ জন মানুষের ভোট মূল্যহীন হয়ে যায়, এভাবেই এসব অঞ্চলে মাথা মোটারাই জয়ী হয়।

৯| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৫:২৬

নতুন বলেছেন: ভালো মানুষের জন্য গনতন্ত্র।

আমাদের দেশের মতন দেশে ভালো ১ জন মানুষ দরকার। যে সত্যিকারের ভাবেই দেশের জন্য কাজ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.