নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
মানুষ গুলো ভেজাল খাবারে
প্রতারিত, ধুসার দৃষ্টিতে পড়ে
হতাশার প্রতিচ্ছবি; যাতে দেখা
যায় চোখের পাতা ভেজা কষ্টের
বিবর্ণ রূপে। রাত্রি-দিন সংকায়
থাকে, কখন কি ঘটে যায় নিজ
জীবন আক্রান্ত হয়ে রোগ
বালাইয়ে। যাতে পরিবার পতিত
হবে আর্থিক দলনে মন্থনে,
ভেজাল ক্রেতার; বুঝে না
ভেজাল কারবারী এ নির্মম
মানব কষ্ট চিত্র। তার দৃষ্টি সজ্জিত
লাভের ফুলরা ফুটে আনন্দময়ী।
পর চিন্তায় তার সংকা হারায়
অরণ্যে বৈচিত্রে ভরা কূ-কর্মের
পর্বত সম নিত্যানন্দ সঞ্চয়নে।
# ব্লগের এক কবির কবিতা নকলের চেষ্টা।
২৫ শে মে, ২০২৩ দুপুর ১:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা কোন কবির কবিতা নকলের চেষ্টা বলতে পারেন কি? সফল হলে হয়ত একদিন আপনার কবিতাও নকল করার চেষ্টা করব।
২| ২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
ভেজাল কবিতা।
২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ১০০% ভেজাল কবিতা। এবার বলেন নকলটা কার করলাম?
৩| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:০৫
শেরজা তপন বলেছেন: কার কবিতার ভেজাল?
ভালই ভেজাল মিশাইছেন
২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব কিছুতেই যখন ভেজাল তবে কবিতা আর ভেজালের বাইরে থেকে কিলাভ!
৪| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিষয়বস্তু সময়উপযোগী হলেও কবিতা ভালো হয়নি। ভেজাল কবিতা বলেই হয়তো।
২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো না হলে আর বিষয় দিয়ে কিহবে? ভেজালও তো ভালো ভেজাল হতে পারে। এবার হয়নি তো কি হয়েছে ভবিষ্যতে ভেজাল কবিতা ভালো করতে আরো বেশী করে ভেজাল মিশাতে হবে।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২৩ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।