নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

কোথাও কেন নেই প্রিয়া?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১১



রোদেলা বৃষ্টির মত হঠাৎ এলে
তারপর মিলিয়ে গেলে নিমিষে
খুঁজেছি সন্ধ্যা তারায় অপলক
জোনাক মেলায় চাঁপার তলে।

পূর্ণিমার চাঁদ দেখে দিঘির জলে
গিয়েছি দিঘির ঘাটে হন্যে হয়ে
সেথা নেই কোন জনপ্রাণী
অন্তর তাড়নায় হাঁটি অন্তহীন।

অবষন্ন ক্লান্ত দেহ আমি
কোথাও কেন নেই প্রিয়া?
হৃদয়ে ঘনিয়ে আসে রাত
সেথা নেই কোন নির্মল জোছনা।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

মিরোরডডল বলেছেন:




কবিতার শিরোনামে এবং লাস্ট প্যারায় বানান ঠিক করতে হবে মুরুব্বি।
কোখাও না, কোথাও হবে।

সেকেন্ড লাইন নিমেষে বা নিমিষে আর থার্ড লাইনে সন্ধ্যা হবে।


২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: জী ঠিক করে দিয়েছি। কৃতজ্ঞতা জানবেন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এক অনুভব-------কবি দা

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা আপনার থেকে দেখে শিখছি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



রংধনু-প্রিয়া, এসেছিলো গগনে, মিশে আছে মনে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এভাবে আরো কয়েক লাইন লিখে পোষ্ট দিয়ে দেন।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ জনাব।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

কামাল১৮ বলেছেন: জান্নাতের পথ থেকে কবিতা অনেক সুন্দর হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথায় মুগ্ধ হয়ে দু’টি বড় গ্রুপে কবিতাটি পোষ্ট করলাম। দেখি কেমন লাইক পাওয়া যায়।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
- দেখে মুচকুন্দ চাঁপা মনে হচ্ছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: যে চাঁপা হয় হোক। চাঁপা নিয়ে আর চাপচাপির দরকার নাই।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৭

কামাল১৮ বলেছেন: লাইক পাওয়া দিয়ে পোষ্টের মান নির্ধারণ করবেন না। হুজুররা পোষ্ট দিলে মাদ্রাসার ছাত্ররা হাজার হাজার লাইক দেয়।নবীর এক জোড়া ছেড়া কেডস পাওয়া গেছে ছবি দিয়ে পোষ্ট দেন।কোটি কোটি লাইক পাবেন।এক জনও চিন্তা করবে না সেই সময় কেডস ছিলো কি না।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি পোষ্টে লাইক পেতে ভালোলাগে।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল।

শুভকামনা থাকলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.