নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বিষয়ে হনুমান দাদা এসব কি বলেন?

২৬ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:২৪



বাংলাদেশের বাংলা ব্লগে পোষ্ট দিয়ে হনুমান দাদা বাংলাদেশকেই মসকরা করেন। বাংলাদেশের সামহোয়্যার ইন ব্লগের মত বাংলা ব্লগ আর কোথাও থাকলে হনুমান দাদা লিংক দিন, দেখে একটু প্রাণ জুড়াক। তাদের মহাভারতের কোন বাংলা ব্লগ কখনই আমাকে আকৃষ্ট করেনি, নিশ্চয়ই দাদাকেও সেই সব ব্লগ আকৃষ্ট করেনি। তা’ করলে কি আর বাংলাদেশ বিদ্বেষী দাদা এখানে পড়ে থাকতেন?

বাংলাদেশ মূলত বাঙ্গালীর গর্ব। কারণ বাংলাদেশ ছাড়া আর কোন বাঙ্গালীর দেশ স্বাধীন নয়। তারপর যে ক্রিকেট নিয়ে এত কথা। সেই ক্রিকেটে এমন কোন দেশ আছে, যাদেরকে আমরা হারাইনি? কাপের বিষয়ে নিতান্ত অনাগ্রহের কারণে আমরা নিজেরা কাপ না নিয়ে অন্যদেরকে দিয়ে দিচ্ছি। এটাকে আমাদের অযোগ্যতা না বলে মহত্ব বললেই তো চলে। আমাদের কবি কামিনী রায় বলেছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি এজীবন মন সকলি দাও। তারমত সুখ কোথাওকি আছে আপনার কথা ভুলিয়া যাও। সেজন্য আমরা খেলা-ধুলায় আপনার কথা ভুলে স্বার্থ বলি দিচ্ছি।

আমরা এশিয়া কাপ নেই নাই তো কি হয়েছে, যারা এশিয়া কাপ নিয়েছে তাদেরকে তো আমরা হারিয়েছি। এবারও যারাই বিশ্বকাপ নিয়েনেক না কেন তারা কি বলতে পারবে আমরা কখনও তাদেরকে হারাইনি? সুতরাং আমাদের সাথে অন্য কারো তুলনা দেওয়া বৃথা।আমাদের আর কিছু না থাকুক আমাদের তো একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছে।সবার সব কিছু থাকে না। কারো এটা থাকে তো কারো ওটা থাকে। আমাদেরও একটা নাই তো কি হয়েছে অন্যটা তো ঠিকই আছে। আমাদের অনেক আগে থেকে ক্রিকেট খেলে এমন বহু দেশ আছে তারাও তো বিশ্ব কাপ পায়নি। হনুমান দাদা কো তাদেরকে কিছু বলছে না? হনুমান দাদা মোল্লাদের মন খারাপের কথা বলে, অথচ তাদের পাশের দেশটাই মোল্লারা চালাচ্ছে। আর সেই দেশের লোকেরাই হনুমান দাদাদের দেশ শাসন করেছে সাড়ে সাতশত বছর। যাদের দেশ ভিনদেশীরা শাসন করেছে প্রায় হাজার বছর। তাদের এত্ত বড়াই কেন বুঝা যাচ্ছে না।

দাদাদের তুলনায় আমরা সবদিক থেকে ছোট। ছোটদের দোষ-ত্রুটি কেউ ধরে না। দাদা মনে-প্রাণে একটা হনুমান বলেই ছোটদের দোষ ধরে। মুসলিমরাও অন্যদের তুলনায় ছোট। সুতরাং মুসলিমরা হারলে এটা সমস্যা না। কিন্তু মুসলিমরা তাদের চেয়ে অনেক বড়দের হারিয়ে দিলে সেটাই বরং সমস্যা। আর আফগানরা সেকাজটাই চিরকাল করে আসছে। আমেরিকাকে সাথে নিয়ে ইসরায়েল মাস্তানী করছে তাই দেখে হনুদাদা আনন্দে কুটি কুটি। তবে দাদার এ হাসি হাওয়ায় মিশে যাবে যখন উল্টা মুসলিমরা ইসরায়েলকে বাঁশ দিতে থাকবে। কারণ মুসলিম জাতির ইতিহাস বলে তারা ঘুরে দাঁড়াতে জানে। আসলে দেখতে মানুষ হলেও মনের দিক থেকে দাদা হনুমানের মত একটা পশু বলেই দাদার আচরণ অনেক পাশবিক।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:১৩

জগতারন বলেছেন:
ঐ মাঙ্কি পোলার ব্লগে আমি একটি মন্তব্য করেছিলেম সেই মন্তব্যটি এখানে তুলে দিলেম।
মনে হয় এখনও উহা যথা প্রযোজ্য;
আজকে আপনার এই পোষ্টির জন্য আমার সুভেচ্ছা জানবেন।

সেই মন্তব্যটি;
"ইদানীং দেখছি ভারতীয় এই গেছো দাদা, এই মাংকি পোলা
হাজার হাজার বছর আগের ধর্মীয় কল্পকাহিনীর রেফারেন্স দিয়ে তারা ফিলিস্তিনি মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে।
তাদের ধর্মীয় কল্পকাহিনীর রেফারেন্স দেয়া দেখলে মনে হবে মূর্খ ছাড়া আর কিছুই নয়।
অথচ এগুলো মাংকি পোলা সেরেফ মুসলমান বিরোধীতা থেকেই এ সব করে।
আমার বোধগম্য হয় না ইজরাইলি দখলদারদের সমর্থন করার তাদের কী কারণ থাকতে পারে?
সন্ত্রাসী ইজরাইলিদের সাথে তাদের নেই কোনো সামাজিক, রাষ্ট্রিক বা সাংস্কৃতিক যোগাযোগ।
শুধু শুধু এই মনুষ্য শুক্রাণুর নিদারুণ অপচয়গুলো ইজরাইলিদের পক্ষ নিয়ে বহুদিন
যাবত একটি নির্যাতিত গোষ্ঠীর বিরোধীতা করে।
"

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতীত নিয়ে খোঁচাখুঁচি করে বর্তমান ও ভবিষ্যৎ অন্ধকার করা বুদ্ধিমানের কাজ নয়।

২| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:১৮

নিক্সাসী বলেছেন: সস্তা মদের কম্বিনেশনে গো মুত্র ঘোর আর কি ভাল বলবেন।

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মিউনিটি ব্লগ পোষ্ট সে অনুযায়ী হওয়া দরকার।

৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:২২

কামাল১৮ বলেছেন: ভালো বলেছেন দাদা।

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ স্যার।

৪| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


দাদা কি খেয়ে এসেছেন ?
না যেয়ে খাবেন?

হনুমানের কোন পোস্ট আমি পড়ি না। সে বিরাট বদলোক।

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বদ লোকদের কারণেই পৃথিবী অশান্তিময় হয়ে উঠে।

৫| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩০

জ্যাক স্মিথ বলেছেন: কোলকাতাবসী বাংলাদেশের নাটক, সিনেমা, গান, সংস্কৃতির ভক্ত বাংলাদেশের প্রতি তাদের যথেষ্ট ভালোবাসা রয়েছে। গেছো দাদা নামক ফেক আইডি দিয়ে কেউ হয়তো ব্লগে অস্তিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে, ওনাকে ব্যান করার দাবী জানাচ্ছি।

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এমনিতেই কিছু লোকেরা মানসিকতা ঠিক থাকে না।

৬| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪০

সোনালি কাবিন বলেছেন: বুঝতেছিনা, উহার আইডি কি হ্যাক হলো নাকি উহার মাথা বিগড়ায়ে গ্যালো?

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাঝে মাঝে তার মাথা বিগড়ায় বলেই মনে হয়।

৭| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন কবি দা

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কবি।

৮| ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৬

বাউন্ডেলে বলেছেন: ব্লগে ভুয়া হাদিস, বানানো ইতিহাস দিয়ে যে কয়জন পশিচমা “মুহাম্মদ ও ইসলাম” বিরোধী তোষামুদে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী প্রচারনার কাজে নিযুক্ত আছে তার মধ্যে আমাদের “গেছো দাদা” অন্যতম আমি তাহার অকাল সাময়িক প্রয়ানে মর্মাহত।

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘটনা কি?

৯| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম। কেমন আছেন?
আপনার বইয়ের কাজ সম্পূর্ন শেষ হয়েছে?

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বইয়ের কাজ এখনো চলছে।

১০| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৯

বিষাদ সময় বলেছেন: প্রথম দিকে তার সমালোচনা গুলো খুব খারাপ লাগতো না। কিন্তু শেষ পোষ্টে তিনি যেভাবে লিখেছেন তা অত্যন্ত নিন্দনীয়।
তবে আমাদের কিছু ব্লগার তাকে যে ভাষায় গালিগালাজ করে তাও গ্রহনযোগ্য না।
নানা কারণে ভারতের প্রতি আমাদের বিরাগ থাকতে পারে কিন্তু পাকিস্তানের প্রতি আমাদের অনেকের সীমাহীন অনুরাগের কারণটা আমার বোধগম্য হয়না।

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: পাকিস্তানের প্রতি অনুরাগ আসতে পারে ক্ষমা চাওয়ার পর। তার আগে তাদের প্রতি অনুরাগের বিষয়টি আসলে আমারও বোধগম্য নয়।

১১| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগ তাকে সীমা বুঝিয়ে দেওয়া উচিৎ। এভাবে দিনের পর দিন চলতে পারেনা।

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সীমা লংঘন কারো জন্য মঙ্গল জনক নয়।

১২| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইচ্ছে করেই ওরা এমন করে! কিছু মানুষের মাথা আওলায়ে ওদের কাছ থেকে কটু কথা পেলে তা পুজি করে বার বার উদাহরণ টানার জন্য। আমাদেরও ভাষা ব্যাবহারের সীমানা রাখা উচিত। কেউ পচে গেলে তার সাথে সবাই কেনো পচতে যাব।

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি ঠিক বলেছেন।

১৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৪| ২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১:১৯

জিকোব্লগ বলেছেন:



মাংকি পোলার আইডি "গেছো দাদা" কে সুলাইমানি ব্যান দিলেও তো কিচ্ছা খতম।

ব্লগেতো উহা প্রতিনিয়ত বাংলাদেশ বিদ্বেষ ছড়াচ্ছে ও ব্যক্তি আক্রমন করছে ।
সামহোয়্যার ইন ব্লগ নীতিমালায় উহাকে বহু আগেই সুলাইমানি ব্যান দেওয়ার
কথা ছিল।

ব্লগ মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.