নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ধর্ম বিশ্বাসী বিজ্ঞানের সব কথা বিশ্বাস করবে না

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১২



সূরাঃ ৭২ জিন, ১ নং আয়াতের অনুবাদ-
১। বল, আমার প্রতি অহি প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে এবং বলেছে, আমরাতো এক বিস্ময়কর কোরআন শুনেছি।

* জিন বিষয়ক কথা কোরআনের কথা, এটা বিজ্ঞানের কথা নয়। বিজ্ঞান এখনো জিন খুঁজে পায়নি।বিজ্ঞান এমন অনেক কিছুই খুঁজে পায়নি। জগতের যাবতিয় কথা বিজ্ঞানের পুস্তকে লেখা আছে ঘটনা এমন নয়। ধর্ম বিশ্বাসীগণের এমন অনেক কথাই বিজ্ঞানের পুস্তকে লেখা নেই। ধর্ম বিশ্বাসীগণ বিজ্ঞানের পুস্তকে লেখা নেই এমন কথা গুলো ধর্ম পুস্তক পড়ে বিশ্বাস করে।তারা মনে করে তাদের এ সব বিশ্বাসের প্রমাণের কোন প্রয়োজন নেই। অবোধ সোনাগাজী ও রাজীব নূরকে এসব কথা কেউ বুঝাতে পারে না।

বিজ্ঞানের কথার প্রমাণ আছে, ধর্মের কথার প্রমাণ নেই বলে মানুষ ধর্ম ছেড়ে দিয়েছে ঘটনা এমন নয়। বরং এখনো বিশ্বের আশি শতাংশের বেশী মানুষ ধর্মের অনুসারী। সবচেয়ে বেশী বিজ্ঞানীর দল ইহুদী এখনো ধর্ম ছাড়েনি। কোন ধর্মের অনুসারী যারা নয় তাদের মধ্যেও কিছু বিজ্ঞানী আছে, তো তাতে কি হয়েছে? বিজ্ঞান থাকুক বিজ্ঞান নিয়ে এবং ধর্ম থাকুক ধর্ম নিয়ে। তাতে কোন সমস্যা আছে বলে তো মনে হয় না।সোনাগাজী ও রাজীব নুরের ধর্ম নিয়ে এমন চুলকানী কেন বুঝা যাচ্ছে না। তাদেরকে কেউ তো জোর করে ধর্ম পালন করাচ্ছে না। ধর্ম পালন রাষ্ট্র চালনার অযোগ্যতা, এমন অদ্ভুত ভাবনা ভাবতে সোনাগাজী ছাড়া আর কোন লোককে দেখা যায়নি। এ প্রাণী কোথা থেকে পৃথিবীতে এসে পড়েছে কে জানে?

বিজ্ঞান অমৃত হলেও মানুষ এর ততটাই গিলবে যতটা সে হজম করতে পারবে। বদ হজম হতে পারে বিজ্ঞানের এমন কিছু মানুষকে জোর করেও গিলানো যাবে না। অথচ সোনাগাজী ও রাজীব নূরের কথা শুনলে মনে হয় তারা তাদের কথা জোর করেই মানুষকে গিলাতে চায়।

ধর্ম বিরোধী কথা পৃথিবীতে অনেক হয়েছে, তবে ধর্মকে পৃথিবী থেকে উচ্ছেদ করা যায়নি এটা পরম সত্য।বরং ধর্মের ত্যাজী ঘোড়া এখনো ছুটছে দূর্বার গতিতে। সুতরাং ধর্মের পিছনে না লেগে ধর্ম ও বিজ্ঞানের সমম্বয়ে ভালো কি করা যায় সেই ভাবনাই উচিত বলে আমি মনে করি।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস!

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসোস!

২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আল্লাহ সোবাহানা তায়ালা জ্বিন জাতিকে ধ্বংস করেছেন।
এখন আর জ্বিন নেই।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধ্বংসের পর তাদের আবার পুনরুত্থান ঘটেছে। আফসোস!

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪১

নাহল তরকারি বলেছেন: ধর্ম যার যার। বিজ্ঞান সবার। প্রকৃতিই বিজ্ঞান।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে সেটা ধর্ম বিরোধী হলে ধার্মীক তা’ মানে না।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০২

হাসান রাজু বলেছেন: আমাদের দেশে এবং বলতে গেলে তাবত দুনিয়ায় বিজ্ঞান এবং ধর্ম নিয়ে সবচেয়ে বেশি যারা কথা বলেন তারা বিজ্ঞান পড়েন না। বরং বিজ্ঞান বিষয়ক প্রাতিষ্ঠানিক কোন লেখাপড়া থাকে না। আরও সত্য হল, এই বিষয়ে মুখে ফেনা তোলা বক্তাদের পড়ালেখার কারিকুলামে বিজ্ঞান শুধু চরমভাবে অবহেলিতই নয়, রীতিমত বিরোধী। ইনারাই বক্তৃতায় বিজ্ঞানের আজকের আবিস্কার ১৫০০ বছর আগের আল্লাহর বাণীর সাথে কেমনে মিলে গেল সেটা প্রমান করেন। তারপর বিজ্ঞান এবং বিজ্ঞানিদের এক হাত নেন । কেন প্রমান থাকা স্বত্বেও এই ইহুদি নাসারার দল ইসলাম কবুল করল না। আমার মত পাপীরা চিন্তা করে পাই না, এত বুঝার পরও কেন তোরা বিজ্ঞান আর বিজ্ঞানীদের সম্মান করিস না।

পোস্টটা পড়ে যে জিনিসটা আমার মাথায় নক করল (আমি আগেও এটা ভেবেছি) সেটা হল, জ্বীন হল আল্লাহর আরেকটা সৃষ্টি যারা অনেকটা মানুষের মতই বুদ্ধিমান। জ্বীন বিষয়ে বিজ্ঞান এখনো কোন প্রমান পায় নি। তাই স্বীকার ও করে না।
আমার কথা হল, বিজ্ঞানের একটা অংশ এলিয়েন বিশ্বাস করে এবং এটা নিয়ে তাদের বিস্তর গবেষণা আছে। Ancient Aliens নামক history channel এ রীতিমত কয়েকটা সিজন আছে যেখানে বিজ্ঞানীরা দাবি করেন বা বিশ্বাস করেন পৃথিবীর জন্মলগ্ন থেকে এলিয়েনদের অস্তিত্ব আছে। এলিয়েন নামক যে কাল্পনিক বুদ্দিমান প্রাণীর কথা বলা হচ্ছে সেটা তো কোন না কোন ভাবে কোরআনের জ্বীনের অন্য নাম। তাই নয় কী ?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিজ্ঞান কি বলে সেটার দিকে নজর না দিয়েই কোরআন কি বলে মুসলিম সেটা বিশ্বাস করবে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

কামাল১৮ বলেছেন: হাজার কথার এক কথা বলেছেন।যারা আজগুবি কথা বিশ্বাস করে তারা সত্যি কথা বিশ্বাস করতে চায় না।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: যা আপনার নিকট আজগুবী তা’ অন্য একজনের নিকট সত্য্। সুতরাং যার বিশ্বাস নিয়ে তাকে থাকতে দিন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিজ্ঞান জ্বিন খুঁজে পেয়েছে অনেক আগেই কিন্তু তা তারা স্বীকার করছে না । কারণ স্বীকার করলে একটি বিশাল জনগোষ্ঠীর বিশ্বাস নড়ে যাবে । তা ছাড়া হাজার হাজার কোটি টাকা ব্যয়ে এলিয়েন খোজার প্রজেক্ট ও বন্ধ হয়ে যাবে । ধর্ম কোন স্বৈরাচারের পৈত্তিক সম্পদ নয় তাই একে দাবিয়ে রাখা যাবে না । পৃথিবীর শেষদিন পর্যন্ত তা টিকে থাকবে । বুঝদারেরা তাই বলুন ইনশাআল্লাহ ।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধর্মকে দাবিয়ে রাখার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০

হাসান রাজু বলেছেন: " বিজ্ঞান কি বলে সেটার দিকে নজর না দিয়েই কোরআন কি বলে মুসলিম সেটা বিশ্বাস করবে। " - আল্লাহ কি এটাই বলেন?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ কোরআনের সাথে গরমিল বিশ্বাস থেকে দূরে থাকতে বলেন।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

হাসান রাজু বলেছেন: যা আপনার নিকট আজগুবী তা’ অন্য একজনের নিকট সত্য্। সুতরাং যার বিশ্বাস নিয়ে তাকে থাকতে দিন।

তাহলে আপনার পোস্টের উদ্দেশ্য কি?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার পোষ্টের উদ্দেশ্য হলো কোন বিষয় নিয়ে অযথা চুলকানি থেকে দূরে থাকা।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমরা যাকে শয়তান বলে জানি তিনি কিন্তু জিন। সব জিনকে মেরে ফেলার সময় এক মাত্র তাকেই বাঁচিয়ে রাখা হয়েছিল। কেননা, সে ছিল অনেক পূণ্যবান। পরে আল্লাহর ইচ্ছায় তিনি শয়তান পদে অধিষ্ঠিত হয়েছেন।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে যাই হোক জিন নামক একটা জাতি আছে, যা কোরআন বলেছে। সুতরাং যে মুসলিম জিন বিশ্বাস করবেই। তাকে এ বিশ্বাস থেকে ফিরানো যাবে না।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

নতুন বলেছেন: লেখক বলেছেন: বিজ্ঞান কি বলে সেটার দিকে নজর না দিয়েই কোরআন কি বলে মুসলিম সেটা বিশ্বাস করবে।


শুধুই বিশ্বাস করলে তো সমস্যা ছিলো না।

সমস্যা হইলো গোলপাতা নড়তেছে দেখে বাঘ লুকিয়ে আছে প্রমান করতে চায় সেটা।

জ্বীন আছে সেটা প্রমান যখন করতে যাবেন তখন আমি সেই প্রমানের সত্যতা জাচাই করতেই পারি তাই না?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি বিশ্বাস করতে গেলে আমার প্রমাণের দরকার নাই। আমি আপনাকে বিশ্বাস করাতে গেলে আপনাকে আমাকে প্রমাণ দিতে হবে। আপনি অবিশ্বাস করতে গেলে আপনার প্রমাণের দরকার নাই। আপনি আমাকে অবিশ্বাস করাতে গেলে আপনাকে প্রমাণ দিতে হবে।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

হাসান রাজু বলেছেন: আমার পোষ্টের উদ্দেশ্য হলো কোন বিষয় নিয়ে অযথা চুলকানি থেকে দূরে থাকা

ক্ষমা করবেন। উদ্দেশ্য এবং পোস্ট সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। খেয়াল করে দেখেন আপনি পোস্টে চুলকানির উপসর্গ বপন করে রেখেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি যেটাকে চুলকানির মলম মনে করেছি, আপনি সেটাকেই চুলকানি মনে করছেন।সব জায়গায় শুধু মতভেদ আর মতভেদ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজী ও উহার চামচাদের উপরেই তো শয়তান জ্বীন ভর করেছে।
ব্লগে উহাদের বিভিন্ন উপসর্গ ইহাই প্রমাণ করে।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: শুনেছি কারো উপর জিন ভর করলে সে আবোল-তাবোল কথা বলে।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ইহা ইহুদি নাসারাদের কালচার। মমিন মুসলমানরা ইহা পালন করিতে পারে না।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইহা এই স্থানের কমেন্ট নয়।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: তবে কেন ধর্ম বিশ্বাসীরা নির্ল্লজের মতো বিজ্ঞানের সুবিধা ভোগ করবে?

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিজ্ঞানীদের সবচেয়ে বড় দল বিশ্বাসী হলে তারা বিজ্ঞানের সুবিধা কেন গ্রহণ করবে না?

১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিজ্ঞানের বহু কিছু জানার বাকি। অনেক কিছুর ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নাই জ্ঞানের অভাবের কারণে। কিন্তু ইসলাম ধর্মের বাণী সর্ব জ্ঞানী আল্লাহতায়ালার। তাই দীন ইসলামের বাণীতে কোন ভুল নাই।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ সহজ কথাটাই অনেকে বুঝে না।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আফসোস।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসোস।

১৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এবার হাদিস কোরআন ঘেঁটে হুরদের নিয়ে সুন্দর একটা পোস্ট দেন।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি আবার আফসোস লেখার জন্য?

১৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ইসলাম পরিপূর্ণ ধর্ম। কোরআন একমাত্র অবিকৃত ধর্মগ্রন্থ। এখানে গায়ের জোরের কোন বিষয় নেই। সঠিক উপলব্ধির বিষয়। তারা সৌভাগ্যবান যাদের অন্তরে স্রষ্টা ঈমানের মতো দৌলত দিয়েছেন। হেদায়েত এর জন্য ঈমান প্রথম শর্ত।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক বলেছেন।

১৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮

অপু তানভীর বলেছেন: পৃথিবীর এখনও ৮৫ শতাংশ মানুষই কোন ধর্মে বিশ্বাসী । এই ব্যাপারে কিন্তু শুভংকরের ফাঁকি আছে । তারা উচ্চতর কোন না কোন শক্তির উপরে বিশ্বাস রাখে কিন্তু ধর্ম গ্রন্থে বর্ণিত কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে না । আপনি আমাদের দেশেই এমন প্রচুর মানুষ পাবেন যারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু জ্বীন ভুতে বিশ্বাস করে না । মোল্লাদের কথায় তাদের বিশ্বাসই নেই। ধর্মে বিশ্বাস থাকা প্রচুর মানুষ বিবর্তণে বিশ্বাস করে।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ জিনের কথা বলেছেন। জিন বিশ্বাস না করলে আল্লাহ বিশ্বাস হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.