নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ চিরস্থায়ী বন্দবস্তের দিকে এগুচ্ছে

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৮




এবার অন্য রাজনৈতিক দল ১৫ আসন পেয়েছে। তারমধ্যে নৌকায় চড়ে আসন পেয়েছে ২ জন। অন্য ১৩ জনের ক্ষেত্রেও আসন সমঝোতার বিষয়টি রয়েছে। এ দু’টি বিষয় উঠে গেলে থাকবে আওয়ামী লীগ ও ডামি। এ অবস্থা চলতে থাকলে দেশ আওয়ামী লীগের চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে পড়বে।

চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালুকরেছিলো বৃটিশ। তখন জনগণকে চালাতেন জমিদারগণ। এখন সেই স্থানে থাকবেন আওয়ামী লীগের এমপিগণ। স্থানীয় সরকারের পদগুলো তাঁদের ইচ্ছা অনুযায়ী পূরণ হবে।চিরস্থায়ী ব্যবস্থায় জনগণের দায়িত্ব খাজনা প্রদান। যে জনগণ যতবেশী খাজনা প্রদান করতে পারবেন তাঁরা তত সুনাগরিক।

আওয়ামী লীগের চিরস্থায়ী বন্দোবস্ত কিছুটা উন্নত। এতে ডামির মাধ্যমে এমপি পরিবর্তনের সুযোগ আছে। এমতাবস্থায় জনগণ অপছন্দের এমপি পরিবর্তনের মাধ্যমে খুশী থাকবে। সেই হিসাবে আওয়ামী শাসন বৃটিশ শাসন থেকেও বেশী সময় টিকে থাকার কথা।

গণঅভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগের আপাতত ভয়ের কিছু নাই। গণঅভ্যুত্থান যেন না ঘটে আওয়ামী লীগ আপাতত সেটা ভাবলেই চলবে।চার দিনের দুনিয়া। আজ আছি কাল নেই। সুতরাং ক্ষমতায় কে এল কে গেল এটা তেমন ভাববার বিষয় নয়।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৪

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ ছাড়া, ৩০০ আসনে এমপি পদ প্রার্থী দিতে পারবে, এমন কোন রাজনৈতিক দল আছে কি?

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ৩০০ আসনে এমপি পদ প্রার্থী দিতে পারবে, এমন কোন রাজনৈতিক দল আছে। তবে প্রার্থী দিলেও তারা পাস করে না।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শক্তিশালী বিরোধী দল না থাকলে এমন অবস্হার পরিবর্তন হবেনা ।
.................................................................................................
বর্তমান বিএনপির নেতৃত্ব ঠিক নাই ।
সিনিয়র নেতারা কেন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে
তার গবেষনা করা উচিৎ ।
গায়ের জোরে পরিবার চলে রাজনীতি চলেনা ।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশে রাজনীতিতে ‘নীতি’ টুকুই শুধু নেই।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭

জিকোব্লগ বলেছেন:



গণঅভ্যুত্থান ঠেকানোর জন্য ডিজিএফআই, র, ডিবি, পুলিশলীগ,
র্যাবলীগতো আছেই। হাসিনা সফল ভাবেই এই বাহিনীলীগ ব্যবহার
করে গণঅভ্যুত্থানের সম্ভবনা পুরাপুরি বন্ধ করেছেন। তবে, মনে হচ্ছে
এটা হাসিনার শেষ কামড় হলেও হতে পারে। কারণ পশ্চিমারা একটি
দেশকে সহজে উত্তর কোরিয়ার মত হতে দিবে না, আর বাংলাদেশের
মানুষরাও উত্তর কোরিয়ার মত হতে চায় না। সেক্ষেত্রে সিআইএ এর
সাথে র পেরে উঠবে না।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ সব কিছুই দক্ষতার সাথে সামাল দিচ্ছে।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: বঙ্গবন্ধুর স্বপ্ন

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বঙ্গবন্ধুর সব স্বপ্নই তাঁর কন্যা বাস্তবায়িত করছেন।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৯

বাকপ্রবাস বলেছেন: শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন এবং ১১ দেশের অভিনন্দন

উত্তর কোরিয়া কিছু না বললে ভরসা পাচ্ছিনা, সেটা বাকি আছে

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ আছে এবং থাকবে। জনগণের কাজ হলো খাজনা দেওয়া। এর বাইরে তাদের আর কোন দায়িত্ব নাই।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০২

অক্পটে বলেছেন: ধন্যবাদ আলমগীর লিটন, মনের ভাবনা আপনি লিখে রেখেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করলো তার কন্যা। বঙ্গবন্ধু আরো কিছুকাল শাসন করতে পারলে আজ তার কন্যা যা করলেন তিনিও তাই করতেন এতে কোন সন্দেহ নাই, তিনি সবেমাত্র শুরু করেছিলেন তার আগেই ধপাস হয়েছেন।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বঙ্গবন্ধু থাকলে আমরা বাংলাদেশে বাকশাল সরকার ছাড়া অন্য কোন সরকার দেখতে পেতাম না।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬

অক্পটে বলেছেন: প্রিয় সনেট কবি, সুন্দর যৌক্তিক সম্ভাবনার প্রকৃয়া গুলো আঁচ করতে আপনার কোন সমস্যা হয়নি। শেখ হাসিনা ভারতের নিয়োগকৃত বাংলাদেশের একজন জমিদারই বটে, অবশ্যই আপনার ধারনার সাথে একমত পুরনো জমিদারীর চেয়ে উন্নত আজকের জমিদারী ব্যবস্থা।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন জমিদার পাল্টানোর ব্যবস্থা আছে। তবে তারা একই দলের হয়ে থাকে। এবারের নির্বাচনে অন্য দলের ১৫ জমিদার থাকলেও আগামীতে হয়ত তাও থাকবে না।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১

জ্যাক স্মিথ বলেছেন: যতদিন আল্লাহ পাক শেখ হসিনার সাথে আছেন ততদিন শেখ হাসিনার কেন ভয় নেই। একটা জাতির জন্য স্বয়ং আল্লাহপাক নিজে যৌগ্যতম শাসক নির্ধারণ করিয়া দেন। ক্ষমতা দেয়া এবং ক্ষমতা কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ। বর্তমানে যারা ক্ষমতায় নেই তাদের ধৈর্য ধারণ করা উচিৎ, আর যারা ক্ষমতায় আছেন তাদের শুকরিয়া আদায় করা উচিৎ। একদিন না একদিন আ্লাহ পাক বাংলাদেশকে ইহুদী নাসাড়ার দেশ আমেরিকার থেকেও বেশী শক্তিশালী করে দিবেন, সারা পৃথিবীতে বাংলাদেশের পতাকা পতপত করে উড়িবে। - আমিন।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহর দান মুশকিলে আসান।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এই দেশে পাকিস্তানপন্থি দলগুলো আর কখনো মাথা তুলে দাড়াতে পারবে না।
এদের গণের সাথে কোন সম্পৃক্ততা নাই তাই গণঅভ্যুত্থান গঠন করার সক্ষমতাও নেই। বড়জোড় কিছু চোরাগুপ্তা হামলা চালাতে পারে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার এসব থোড়াই কেয়ার করে।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

কথামৃত বলেছেন: স্বপ্ন পূরণ হয়েছে

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আর একটু বাকী আছে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

শাহ আজিজ বলেছেন: খুবই সমসাময়িক প্রসঙ্গ টেনে এনেছেন । আসলেই তো আওয়ামী লীগের বিপরীতে কেউ নেই । এটাও বিপজ্জনক কিন্তু কারন প্রতিবাদ করার প্রতিরোধ করার কেউ রইল না । ইতিহাসে দেখা যায় অপুষ্টির এই বঙ্গে কেউ স্থায়ী হতে পারেনি সঙ্গত কারনে । ধান কাটার কাচি আর মাছ মারার কোচ কিন্তু ভয়ঙ্কর অস্ত্র । খাদ্যের মুল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত থেকে গরিব বিপদে পড়বে । লীগের বড় বিপদ আসন্ন বা চলতি মূল্যস্ফীতি । সারা পৃথিবীতেই এর প্রভাব পড়তে শুরু করেছে । করোনার সময় আমরা দেখেছি লীগের ব্যার্থতা । জেতার আনন্দে খেই হারা হলেই বিপদ আর সেই বিপদেই পড়তে যাচ্ছে লীগ সরকার । বাজার ব্যাবস্থা ক্যাডারদের হাতে আর এদের মন্ত্রী আবার পাশ করে এসেছে । দেখা যাক কতটুকু সামাল দিতে পারে চিরস্থায়ী বন্দোবস্তের দিকে ধাবমান লীগ সরকার ।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের ভীষণ বলে তারা ক্ষমতায় এসেছে চলে যাওয়ার জন্য নয়।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

বিজন রয় বলেছেন: তাহলে আওয়মীলীগ অনন্তকাল ক্ষমতায় থাকুক।
বিএনপির সবাই আওয়ামীলীগে জয়েন করুক।

০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: উত্তম প্রস্তাব

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।
চাচা আগামী ৫ বছর আওয়ামীলীগ সুন্দর ভাবে পার করতে পারবে না। একটা অন্যায় দীর্ঘদিন চলতে পারে না।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে তাদের মোকাবেলা করার মত কেউ আছে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.