নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

দল যদি একটাই থাকে তবে এক দলীয় শাসন না থেকে উপায় কি?

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৫



বহু দলের খায়েশে ৭৫ ট্রেজেডি ঘটানো হলো, এখন সে বহু দল কই? এক দলের কৃপায় চার দলের ১৪ সীট। যাঁকে বিদায় করা হলো এখন তাঁর কন্যার নিকট সবাই ধরাশায়ী।বিরোধী আন্দোলন খাদে পড়ে গেলো। এখন তারা ভাবছে কে তাদেরকে ক্ষমতা দিবে!অনেক চড়াই উতরাই পেরিয়ে সেই এক দল এখন মসনদে পাকা-পোক্ত অবস্থায় বসে আছে।

অন্য দলের ক্ষমতার জন্য অনেক কিছু করা হলো। সেই তারা দেশের জন্য কি করে ছিলো, আমি তাদেরকে অনেক জিজ্ঞাস করেও কিছু জানতে পারিনি। এখন অন্য দলের ক্ষমতা পাওয়ার উপায় কি? এখন সুমন কান্ড নামক একটা কান্ডের কথা বলা যায়। সেটা হলো ব্যক্তিগতভাবে বেসরকারী জনসেবা। তারপর স্বতন্ত্র হয়ে ভোটের লড়াইয়ে নেমে পড়া। এরকম স্বতন্ত্ররা যদি কখনো জাতীয় সংসদে নিরংকুশ সংখ্যা গরিষ্ঠতা পায়। তারপর তারা যদি স্বতন্ত্র ঐক্যজোট গঠন করে সরকার গঠন করতে পারে তবেই কেবল একদলকে বিরোধী দলে ঠেলে দেওয়া যায়।

যেই দল ক্ষমতায় আছে তারাই স্বাধীণতা এনেছে এবং এখন তারা স্বাধীণতার সুফল ঘরে ঘরে বিতরণ করছে। তো ভুল করে তারা স্বাধীণতার সুফল পরের ঘরের বদলে নিজের ঘরে বিতরণ করলে এর জন্য কিছু বলা যায় না। কারণ ভুল মানুষ মাত্রই আছে। ইনু সাহেবের নিকট থেকে নির্বাচন বিষয়ে কিছু কথা শুনলাম। তিনি বললেন তাঁর নির্বাচনী এলাকার আঠার কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ হয় নাই। আর সব কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ হয়েছে। কথাটা আমার মনে ধরেছে। এজন্যই হয়ত কেউ বলেছে নির্বাচন সুষ্ঠ হয়েছে এবং কেউ বলেছে নির্বাচন সুষ্ঠ হয় নাই। ঘটনা হলো যরা নির্বাচন সুষ্ঠ হয়েছে বলেছে তারা সেই সব কেন্দ্রে গেছে যেই সব কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ হয়েছে এবং যারা নির্বাচন সুষ্ঠ হয়নি বলেছে তারা সেই সব কেন্দ্রে গেছে যে সব কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ হয়নি।

এদিকে ডা. দিপুমণি জাতীকে যথেষ্ট শিক্ষা দেওয়ার পর এবার জাতির কল্যাণের দায়িত্ব গ্রহণ করেছে। আশা করা যায় তাঁর কল্যাণে জাতির কল্যাণের ষোলকলা পূর্ণ হবে। আমরা কেমন আছি কেউ জিজ্ঞাস করলে বলবেন- আলহামদুলিল্লাহ। এটা মুসলিম রীতি। এ রীতি ভঙ্গ করা যাবে না। তাহলে আল্লাহ নারাজ হবেন। নতুন শিক্ষা উপমন্ত্রী বলেছেন, আমাদের ঈমান অনেক শক্ত। সুতরাং আমাদের ধৈর্যের বাঁধ শীষা ঢালা প্রাচীরের মত শক্ত। সুতরাং যেমন সেবাই আমরা পাই না কেন আশা করি কোন দিন তাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাবে না। নতুন সরকারের অগ্র যাত্রা দূর্বার গতিতে এগিয়ে চলুক এ কামনা থাকলো।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন:

চমৎকার উদাহরন টেনেছেন ।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা বুঝার চেষ্টা করেছি।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: রিভেন্স অফ নেচার ভয়ংকর। বিম্পি জামাতের উপর প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওসব নাম মুখে আনতে নেই। অবোধ লোকেরা তাদের নাম মুখে তোলে। সেসব এদেশে হিসাবযোগ্য বিষয় নয়।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

রানার ব্লগ বলেছেন: বিএনপি আশা করেছিলো কেউ একজন এসে তাদের গালে ক্ষমতার বিরিয়ানি তুলে দেবে । আর তারা হা করে খাবে । এই গুলারে চড়িয়ে গাল লাল করে দেয়া উচিৎ । দেশ রসাতলে যাচ্ছে সেই হুশ নাই ক্ষমতার হালুয়া রুটির আশায় রাস্তার উপর থালা নিয়া কান্নাকাটি।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশ উন্নয়নের মহা সড়কে আছে। আগের মত সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধে উঠে না। সরকারের কৃপা ছাড়া লোকেরা এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে না। বিএনপির প্রতি সরকারের অনেক রাগ রয়েছে। সেজন্য তাদের ভবিষ্যৎ অন্ধকার।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের এক সময়ের একটি প্রভাবশালী রাজনৈতিক দল ধীরে ধীরে জাদুঘরের দিকে এগিয়ে যাচ্ছে।
ভবিষ্যতের নাগরিকরা দুই টাকা দিয়ে টিকিট কেটে জাদুঘরে গিয়ে জানবে যে এক সময় এই নামে একটা রাজনৈতিক দলও ছিল।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাদু ঘরে ঐতিহ্যবাহী কোন কিছুর স্থান হয়। আপনি কি বিএনপিকে তেমন কিছু মনে করেন?

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০

সোনাগাজী বলেছেন:



জেনারেল জিয়া ও বিএনপি ক্ষমতায় থাকলে যা যা করতো, শেখ হাসিনা সেটাই করছে; বিএনপি'র বেকুবেরা ভোটের জন্য কা কা করছে কেন?

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি কি করবে সেটা বুঝে উঠতে না পারার কারণে কা কা করে ফাঁকা আওয়াজ করছে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:


জেনারেল জিয়া ও বিএনপি ক্ষমতায় থাকলে যা যা করতো, শেখ হাসিনা সেটাই করছে; বিএনপি'র বেকুবেরা ভোটের জন্য কা কা করছে কেন?

বিএনপি ও জাপা শেখ হাসিনাকে "অনারারী জেনারেল" উপাধি দিয়ে, জিয়ার যোগ্য উত্তরসুরী ঘোষণা করে, হাওয়া ভবন খুলে বসে গেলেই হতো।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা হাওয়া ভবন করলে আওয়ামী লীগ সেটা ভেঙ্গে দিবে। তারচে বরং তারা খোলা মাঠে গিয়ে খোলা হাওয়া খেতে পারে।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬

কলাবাগান১ বলেছেন: খাটি দল একটাই "ছাত্র ইউনিয়ন" ......এরা সবার হাতে মার খায়..জামাত-শিবির/ছাত্রদল এর ক্যাডার রা গুলি করে হত্যা করে ইউনিয়ন এর সম্পাদক রাজু কে (ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজু ভাস্কর্য).. আর এখন মার খায় ছাত্রলিগ এর হাতে


আকার এর পর ট লিখতে গেলেই নিচের লিখার মত উঠে আসে সামুতে...প্লিজ সামু কারেক্ট ইট
খfunction at() { [native code] }

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছাত্র ইউনিয়নের মতিয়া চৌধুরী এখন সংসদ উপনেতা। এরা নেতা বানাতে পারে তবে দল বানাতে পারে না।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮

বিজন রয় বলেছেন: আওয়ামীলীগের সাথে কেউ পেরে উঠছে না কেন?

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভোট সরকারী লোক নেয়। সরকারী লোক সরকারের অনুগত থাকে। সেজন্য সরকারী দল ক্ষমতায় থাকলে তারাই নির্বাচনে জয়ী হয়। বাংলাদেশে সরকারী দলের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে সরকারী দলের পরাজয়ের কোন ঘটনা নেই। আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করলে বুঝাযেত আসলেই তাদের সাথে কেউ পারে কিনা।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৮

তানভির জুমার বলেছেন: অস্র দিয়ে যদি সব সম্ভব তো তাহলে পৃথিবী এতো সুন্দর হতো না। গত দুই টার্ম আওয়ামীলিগ শুধুমাত্র অস্র দিয়ে ক্ষমতায় আছে এবারও অস্র দিয়ে ক্ষমতায় বসেছে। স্বৈরাচাররা একটা সময় পর্যন্ত অস্র দিয়ে ক্ষমতায় থাকতে পারে। তারপর তারা ইতিহাসে ঘৃনার পাত্র হিসাবেই থাকে। পৃথিবীর সব স্বৈরাচারের পরিনতি একই হয়েছে। আওয়ামীলিগের অবস্থা এমনই হবে।

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: হাজার বছর পরে হলেও তাদের পতন হতে পারে।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯

বিজন রয় বলেছেন: আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করলে পাশ করতো না। বর্তমানে কারণ বাংলাদেশে ৮০% লোক আওয়ামীলীগকে পছন্দ করে না।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা অবশ্য সেরকম নির্বাচন না করে বলার উপায় নেই।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। বিএনপি ১৫ বছর হল, আরও ৬ বছর যাক...

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সময় বলে দিবে কখন কি হবে।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ মন্দের ভালো। তারা দূর্নীতি করলেও দেশের জন্য কাজ করেছে। আর বিএনপি শুধু দূর্নীতি। দেশের জন্য কাজ করে না। কাজেই আওয়ামীলীগই থাকুক।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: শক্ত প্রতিপক্ষ না থাকায় আওয়ামী লীগ বেশ নিরাপদেই আছে।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের আরো সচেতন হওয়া দরকার।
বিশেষ করে নিজেদের অধিকার ও প্রাপ্য সম্পর্কে তাদের আরো বেশি সচেতন হতে হবে।
যে কোন রাজনৈতিক দলেরই শেষ পর্যন্ত দায়বদ্ধতা থাকে জনগণের উপর ।
তাই কোন রাজনৈতিক দল যদি মনে করে যে জনগণ বেকুব তাহলে সেটা একটা বিরাট ভুল ধারণা হবে তাদের জন্য।
এই কারণেই দেখা গেছে একটি দল জনগণকে হুমকি দিয়েছে তারা যেন ভোটকেন্দ্রে না যায় ।

সাধারণ নাগরিকদের অনেকেই নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে ষ ভয় পেয়ে গেছে ।
তারা নির্বাচন কেন্দ্রে যেতে পারেনি।
কিন্তু এদের মধ্যে যারা সচেতন শ্রেণী ছিল তারা ঠিকই ভোর দিতে গিয়েছে ।
যদিও ভোট নিয়ে কিছু প্রশ্ন থাকলেও থাকতে পারে ।

বলা যায় যে একটি সাংবিধানিক ধারাকে চলমান রাখার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই।
অনেকেই মনে করছেন যে নির্বাচনের বিকল্প আছে ।
আসলে তারা ভুল পথে আছেন।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: দলীয় সরকারের অধীনে বিরোধীরা কখনই জয়ী হতে পারে না, এটা একটা বিষয়।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: স্বতন্ত্ররা আলাদা জোট করলে খারাপ হবে না।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার চাইলে স্বতন্ত্রদের জোট হতে পারে।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০২

জ্যাক স্মিথ বলেছেন: নতুন সরকারের অগ্র যাত্রা দূর্বার গতিতে এগিয়ে চলুক এ কামনা থাকলো।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদেরকে কোন কিছুতে বারণ করতে পারে সাধ্য কার?

১৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার জামাই বিএনপি করায় ইদানীং বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন। ঘটনা কী?

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি। জামাই এর ফুফাতো আপন মামা আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আমাদের স্থানীয় এমপি। তিনি ভাগ্নেকে তাঁর দল করার আমন্ত্রণ জানিয়েছেন। দেখা যাক জামাই শেষকত কি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.