নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

শরীফার ইচ্ছাকে ইসলাম সমর্থন করে না

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২০




শরীফা দেহগত পুরুষ, কিন্তু মানসিকভাবে নারী। ইসলাম দেহগত পুরুষকে পুরুষ বিবেচনা করে। এমনকি তৃতীয় লিঙ্গের যার দেহে পুরুষভাব বেশী ইসলাম তাকে পুরুষ বিবেচনা করে। আবার দেহগত নারীকে ইসলাম নারী বিবেচনা করে। এমনকি তৃতীয় লিঙ্গের যার দেহে নারীভাব বেশী ইসলাম তাকে নারী বিবেচনা করে। সুতরাং ইসলামের বিধান অনুযায়ী শরিফের নিজেকে শরীফা পরিচয় প্রদান ইসলাম সম্মত হয়নি।

হাদীস অনুযায়ী শেষ জামানায় নতুন নতুন রোগ ও এর চিকিৎসার প্রচলন হবে। দেহের উল্টা মানসিকতাকে একটা রোগ বিবেচনা করে এর চিকিৎসার মাধ্যমে দেহমন এক করা ইসলাম পরিপন্থী নয়। এ ক্ষেত্রে ব্যক্তির নতুন দেহ অনুযায়ী তার প্রতি ইসলামের বিধান বলবৎ হবে। তারমানে শরীফ যদি দেহগত দিক থেকে শরীফা হয়ে যেতে পারে তবে সে তার পিতার সম্পতি তার ভাইদের সমান পাবে না, বরং সে তার পিতার সম্পত্তি তার বোনদের সমান পাবে।

ইসলাম কারো ইচ্ছা অনুযায়ী জীবন যাপন অনুমোদন করে না। কেউ যদি বিবাহ ছাড়া লিভ টুগেদার করে তবে ইসলাম তার এ কাজের অনুমোদন দিবে না। ইসলাম এর বিধানের কারণে কারো নিকট কৈফিয়ত দিবে না। ইসলাম যেমন আছে কেউ তেমন ইসলাম পালন করলে সে মুসলিম হিসাবে বিবেচিত হবে। অমুসলিমের মত জীবন যাপন করে কেউ নিজেকে মুসলিম দাবী করলেও ইসলামে তার এ দাবীর স্বীকৃতি মিলবে না।

আমাদের রাষ্ট্র হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সে হিসাবে আমাদের রাষ্ট্র কোন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে তা ইসলামের আলোচ্য বিষয় নয়। আমাদেরকে বুঝতে হবে আমাদের রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও এটা মুসলিম রাষ্ট্র নয়। কারণ আমাদের রাষ্ট্রের নাম মুসলিম প্রজাতন্ত্রী রাষ্ট্র নয়, বরং এটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। কাজেই আমাদের রাষ্ট্রের কোন পাঠ্য পুস্তকের পাতা এর কোন নাগরিকের ছিঁড়ে ফেলা রাষ্ট্রীয় সৌজন্য পরিপন্থী।

আমাদের নাগরিকগণের অধিকাংশ নিজেদেরকে মুসলিম মনে করে, কিন্তু এদের ইসলামের জ্ঞান সামান্য। শরীফার মত এরা মানসিক মুসলিম হলেও আচরণে মুসলিম নয়। যারা মানসিক এবং আচরণে মুসলিম আমাদের দেশে তাদের সংখ্যা খুব বেশী নয়। ট্রান্স জেন্ডারের মত আমরা ট্রান্স মুসলিমের দেশ।এখানে নামে রাজীব নূর ও সোনাগাজী মুসলিম হলেও এরা মানসিক মুসলিম নয়। মানসিক দিক থেকে এরা হলো ধর্মহীন। সুতরাং ধর্ম বিষয়ে এদের মতামত গৃহিত হবে না।

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ।
সুতরাং বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাষ্ট্রধর্ম ইসলাম হলেও বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়। রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে রাজনৈতিক কারণে। যেমন বাবরী মসজিদ রাজনৈতিক কারণে রাম মন্দীর হয়ে গেল। রাজনৈতিক কারণে আবার হয়ত কোন এক সময় এটা মসজিদ হয়ে যাবে। যেমন আয়া সোফিয়া গির্জা থেকে মসজিদ, মসজিদ থেকে গির্জা হয়ে আবার গির্জা থেকে মসজিদ হয়েছে।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:




শরীফার কি দরকার পড়েছে ইসলামের সমর্থনের?

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: শরীফা ইসলামের বিধান পালন করেনি সেটা শরীফার বিষয়। নিজেকে মুসলিম বলে, কিন্তু ইসলামের অনেক বিধান মানে না এমন লোকের তো অভাব নাই।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬

নিমো বলেছেন: বডি হ্যাকিং, সাইবর্গ, অ্যান্ড্রয়েড এসব কি ইসলাম সমর্থন করে ?

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: বডি হ্যাকিং, সাইবর্গ, অ্যান্ড্রয়েড - এসব বলে কি বুঝাতে চেয়েছেন আমি সেটা বুঝিনি।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সব জায়গায় ইসলাম টানা হাস্যকর।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকে সব ক্ষেত্রে ইসলাম মানতে চেষ্টা করে। আপনি কোন কোন ক্ষেত্রে ইসলাম মানেন না সেটা আপনার বিষয়। অন্য লোককে তো আপনি আপনার ইচ্ছা মত চালাতে পারবেন না। সেটা হলে এবার মাহী ফেল করতো না।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে কোরআন এবং হাদিসের বিধান অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এর কোন বিকল্প নেই ।

কেউ যদি নিজেকে মডারেট মুসলিম দাবি করে সেটাও হবে কোরআন ও হাদিসের পরিপন্থী একটি কাজ।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলামে মডারেট মুসলিম বলে কোন কথা নাই। তবে ইসলাম যে যার মত করে পালন করে। শরীফা তার নাম অনিতা রাখলেও পারতো। কিন্তু সে সেটা করেনি।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯

নিমো বলেছেন: লেখক বলেছেন: বডি হ্যাকিং, সাইবর্গ, অ্যান্ড্রয়েড - এসব বলে কি বুঝাতে চেয়েছেন আমি সেটা বুঝিনি
বলেন কী! ইহারাইতো মনুষ্যজাতির ভবিষ্যৎ।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি অথবা অন্য কেউ বিষয়টা বুঝিয়ে বললে ভালো হতো। আর আমি সব জান্তা নই।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:



ইসলাম বদলাচ্ছে: আগের মানুষ জানতো না যে, বিমানে ছড়েও নামাজ পড়তে হবে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলাম বদলাচ্ছে না। পারিপাশ্বিক প্রভাবে মুসলিম বদলাচ্ছে। যেমন আপনি ধর্মহীন হয়ে গেলেন।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

কামাল১৮ বলেছেন: ইসলাম সুধু মুসলমান হওয়া সমর্থন করে।ইসলাম বিধর্মীদের আক্রমন করে (যদি সামর্থ্য থাকে) তাদের দাস দাসী বানিয়ে,তাদের নারী দের সংগম করা সমর্থন করে।রেফারেন্স দেখতে চাইলে জানাবেন।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহানবির নামে অনেক মিথ্যা কথাও প্রচার করা হয়েছে। সেজন্য হাদিস দিয়ে বিধান সাব্যস্ত করার ক্ষেত্রে কোরআনের সাথে মিণিয়ে নিতে হয়।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৭

অগ্নিবেশ বলেছেন: চাচায় দেহী আমার মতোই কথা বলছে। ইসলামের কিছু মানলাম, কিছু বাদ দিলাম, কিছু হাদিস মানলাম, কিছু মানলাম না, আবার নিজেরে মুসলমান বলে দাবী করলাম। এইটা কিভাবে সম্ভব? চাচা জিহাদে নাইম্মা পড়েন, দুই চাইরটা কাফের না মারলে কিসের মুসলমান? কাফেরদের মাইরা তাদের মা বেটিদের তুলে এনে মুসলমান না বানাইলে বেহস্তে কিভাবে যাইবেন? দুনিয়াতে কাফের থাকা মানেই কুফুরি হবে সমকামিতা হবে এইটা স্বাভাবিক, দাওয়াত ত অনেক দিলেন, কাজ হইল না তাই দে্রী না কইরা জিহাদে নাইম্মা পড়েন। তয় চাচা ঘোড়া আর তলোয়ার নিয়ে জিহাদে গেলে, পেছনের চামড়া কি আস্ত থাকবে? কাফেরগন বড়ই বেরসিক, বড়ই জালেম। আপনে চাচা শান্তিপুর্ন ভাবে জিহাদ করে কিছু কাফের অন্তত কিছু সমকামী মারতে চান, আমার মনে হয় কাফের গন আপনাকে ওয়েলকাম জানাবে। হাজার হোক আপনে আল্লাহর বান্দা।

“আহলে কিতাবদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয় এবং আল্লাহ ও তার রাসূল যেসব বস্তুতে হারাম ঘোষণা করেছেন, সেগুলোকে হারাম মনে করে না আর মেনে নেয় না দীনে হককে, তোমরা সেসব কিতাবধারীদের সাথে যুদ্ধে লিপ্ত থাক, যতক্ষণ না তারা অধীনতা ও বশ্যতা স্বীকার করে নিজেদের হাতে জিজিয়া দানে স্বীকৃত হবে”। -(সূরা আত তাওবা)

“বের হয়ে যাও (জিহাদের উদ্দেশ্যে) অস্ত্র-শস্ত্র হালকা হোক বা ভারী হোক এবং আল্লাহর পথে তোমাদের জান-মাল লাগিয়ে দিয়ে জিহাদ কর”। -(সূরা আত তাওবা)

“রাসূলের যুদ্ধে চলে যাওয়ার পর যারা জিহাদ থেকে বিরত থেকে ঘরে বসে থাকলো এবং আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করে ও প্রাণ বিলিয়ে দিয়ে জিহাদ করা অপছন্দ করলো-বললো, তোমরা এ তীব্র গরমে বের হয়ো না, এর খুবই উৎফুল্ল হয়ে পড়েছে। হে নবী, তুমি বলে দাও যে, জাহান্নামের আগুন এর চেয়েও বেশী গরম-যদি তাদের বোধশক্তি কিছু থেকে থাকে”। -(সূরা আত তাওবা)

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলমানরা আক্রান্ত হলে তাদের আত্মরক্ষার অধিকার থাকবে। আর জুলুম নিবারনে তাদের আক্রমণ করারও অধিকার ধাকবে। আর এভাবে ন্যায় প্রতিষ্ঠিার জন্য জিহাদের প্রয়োজন আছে।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০

নাহল তরকারি বলেছেন: এই ট্রান্সজেন্ডার জিনিসটা যে কত বড় বিপদজনক জিনিস সেটা আমি তাদের বুঝাতে পারলাম না।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: েউ কোন বিষয় বুঝতে হলে বিষয়ের প্রতি তার মনোযোগ থাকতে হবে। অধিকাংশ লোকের কোন কিছু না বুঝার কারণ বিষয়ের প্রতি তার মনোযোগ না থাকা।

১১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইসলামের সহজ, সুন্দর সমাধান না মেনে কি সব আগডুম বাগডুম নিয়ে পড়েছে মানুষ।+++

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা বিষয়ের প্রতি মনোযোগী নয় তারা সহজ বিষয়কে জটিল করে শান্তি পায়।

১২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ইসলাম সমর্থনের ধারধানে না মানুষ। ইসলাম নিয়ে মানুষ চিন্তিত নয়।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা ইসলাম মানে তারাও নিজেদেরকে মানুষ বলেই মনে করে। তারা তাদের প্রতি আপনাদের মত মানুষের সমর্থনের ধারধারে না।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: “কেউ কোন বিষয় বুঝতে হলে বিষয়ের প্রতি তার মনোযোগ থাকতে হবে। অধিকাংশ লোকের কোন কিছু না বুঝার কারণ বিষয়ের প্রতি তার মনোযোগ না থাকা”
বিষয়টা যে আপনার বেলাও প্রযোয্য সেটা কি বুঝতে পারেন।চিন্তা করবেন বিষয়টা নিয়ে।

২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কোরআন হাদিসের বাইরে গিয়ে যে যার মত করে ইসলাম পালন করার কোন সুযোগ নেই ।
সেটা আপনিও পারবেন না।
অন্য কেউ পারবে না।
ইসলাম চলবে কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী।
এর বাইরে কোন সুযোগ নেই।
যদি সুযোগ থাকে সেটা ইসলাম হবে না।
অন্য কোন ধর্মে পরিণত হয়ে যাবে।
আফসোস!!

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসোস!

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: তো এখন বেচারা কি করবে?

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: চিকিৎসার মা্যেমে সে হয়ত তারে দেহকে শরীফা বানাবে, নয়ত সে শরীফ হয়ে থাকবে।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

রানার ব্লগ বলেছেন: শরিফ থেকে শরিফা হতে গেলে ১৮০ টা সার্জারির মধ্য দিয়ে যেতে হয়। ব্যাপার টা আমাদের হুজুগে মুমিনরা যেমন ভাবে দেখছে উহা মোটেও তেমন না।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুতরাং তার শরীফ হয়ে থাকাই ভালো।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: সুতরাং তার শরীফ হয়ে থাকাই ভালো।

ভালো কি মন্দ তা ব্যক্তির ইচ্ছার উপর ছেড়ে দিন । ইহাই সুন্দর ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন ব্যক্তিকে তার ইচ্ছা অনুযায়ী অকাজ করতে দেওয়া যায় না।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: কোন ব্যক্তিকে তার ইচ্ছা অনুযায়ী অকাজ করতে দেওয়া যায় না।

অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা কে কি বলে ?

ধরুন আপনার একজন সন্তান হলো সে অসম্পুর্ন, চিকিৎসা বিজ্ঞান সেই অসম্পুর্নতা কে সম্পুর্ন করারা তরিকা জানে , তখন আপনি কি করবেন , অকাজ বলে সন্তান কে অসম্পুর্ন রাখবেন না কি তাকে সম্পুর্ন করে সন্তানের জীবন কে স্বাভাবিক করবেন ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি চিকিৎসা গ্রহণের পক্ষপাতি।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: সুতরাং তার শরীফ হয়ে থাকাই ভালো।

ভালো কি মন্দ তা ব্যক্তির ইচ্ছার উপর ছেড়ে দিন । ইহাই সুন্দর ।


আসলে উহাকেই একজন স্মার্ট মানুষের মন্তব্য/বক্তব্য /অভিব্যক্তি বলা হয়ে থাকে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে সব কিছু ব্যক্তির ইচ্ছার উপর ছেড়ে দেওয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.