নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

সরকারের সুকাজ

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪



হে দেশ তোমার কোলে সুখে আছি বেশ
কষ্টরা হারিয়ে গেছে আনন্দ আড়ালে
ব্যবস্থা সকল ভালো। দু’হাত বাড়ালে
সুখের পায়রা ছুঁই, কি চমৎকার!
আগের মতন নেই এখন এ দেশ
সমৃদ্ধি হয়েছে ঢের। নয়ন জুড়ালে
তা’ দেখে, কি দোষ হয় সুনাম ছড়ালে
সরকারের সুকাজে, দিয়ে চিৎকার?

কালোকে কালোই বল ভালোকে তা’ নয়
না হয় হারাবে ভালো অবমূল্যায়নে
হোক না এবার থেকে ভালোদের জয়।
সকলেই করকাজ স্বদেশের টানে
আমরা উন্নত হব জনগণ সব
আমাদের ইচ্ছা হলে এটাই সম্ভব।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ বেশ দাদা...

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকারের সুকাজের সুনাম করলে সরকার যদি আরো বেশী সুকাজ করে তবে সেটা জাতির জন্য অবশ্যই মঙ্গল জনক।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৪

নজসু বলেছেন:


প্রথম দেখতে চাই। :-B

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ইচ্ছা পূর্ণ হোক।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

কামাল১৮ বলেছেন: প্রথম ও দ্বিতীয় কে?

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: জানি না।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তিনি একজন অসাধারণ মানুষ ।
বাংলাদেশে এই মুহূর্তে তাঁর উপর নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই।
উনার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করি।

৩০ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতির দক্ষ নেতৃত্ব জতীয় সম্পদ

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের মানুষের জন্য শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পারফেক্ট।
তিনি আস্তিক, নাস্তিক, ভারতীয় দালাল, কওমি, সুন্নী, চরমোনাই, ভান্ডারি সবাইকে ব্যলান্স করে নেতৃত্ব দিতে পারেন। শুধু মাত্র বিম্পি-জামাতকে দৌড়ের উপ্রে রাখেন।

৩০ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:



এই ৫ বছর উনি গড়ায়ে কাটিয়ে দেবেন; ব্যুরোক্রেটরা জানে যে উনার বয়স হয়েছে; দলের লোকেরা জানে যে, উনার সামনে পড়লে মান-ইজ্জত থাকবে না।

৩০ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা কেমন হলো জনাব?

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সৎ ভেবে জান্নাত পাব
আল্লাহ আমায় স্বর্গ দাও
জনোগণ বলছে আমি সৎ
জান্নাত দিবে না কেনো
তবু আমি আছি খুব বেহেস্তে
আল্লাহ আমায় স্বর্গ দাও!--------------

শুভ কামনা রইল কবি দা

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আচ্ছা

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

এম ডি মুসা বলেছেন: দুর্নীতি বন্ধ হয়নি, গতবছর ২৩ প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা দুর্নীতি করে পরীক্ষা দিয়েছে তারপর পরীক্ষা বাতিল করেনি! এই সব কবে বন্ধ হবে, আমি আওয়ামীলীগ করি, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন বিশ্বাস করি, তিনি দুর্নীতি কে এক বিন্দু ছাড় দেন নাই, অধিকার সবাই পেতে বাকশাল প্রতিষ্ঠা করেন! বঙ্গবন্ধুর কন্যা এত বছর রাষ্ট্র চালাচ্ছেন, কিভাবে দুর্নীতি পরেও পরীক্ষা কার্যক্রম চলমান রাখে... বড় দুঃখ জনক

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে কারণেই মনে হয় তিনি তৃতীয়।

৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০

বিজন রয় বলেছেন: এখন সবাই সবাইকে অবমূল্যায়ন করে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এমনটাই দেখছি।

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী ভালো কবিতা লিখেছেন।
উনাকে আমি সৎ বলব না। কারন উনি দূর্নীতিবাজদের ধরছেন না।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্য তিনি তৃতীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.