নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আল-মালিক

২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:২২



আল-মালিক হে শ্রেষ্ঠ সর্ব অধিপতি
জগতের সকলের।দয়ায় উদার
অনুগতদের প্রতি।তাদের উদ্ধার
নিমিত্ত প্রস্তত আছে মহাপরকাল।
পরকালে অবাধ্যের হবে অধঃগতি
সে বিশ্বাসে অনুগত করে শুদ্ধাচার
ইহকালে।ছাড়ে তারা ঘৃণ্য অনাচার
কাজের সকল ক্ষেত্রে ইচ্ছায় বিশাল।

মালিকের অবাধ্যের বিদ্রোহের মন
অবকাশে স্বেচ্ছাচার ছড়ায়ে অনেক
প্রকাশে শ্রেষ্ঠত্ব তার। তাদের আপন
দ্রোহের সকল কিছু সময়ে প্রত্যেক।
অনুগত তথাপিও দুনিয়া প্রবাসে
মালিকেরে মনে-প্রাণে তারা ভালোবাসে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বড়ই সৌন্দর্য।
বড়ই চমেৎকার।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ্প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ২২ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৬

জ্যাক স্মিথ বলেছেন: বড়ই সৌন্দর্য।
বড়ই আচানক ঘটনা।

পোস্টে আবার আসবো, কে কি মন্তব্য করে তা দেখতে।

আল্লাই সব বাকি সব মিথ্যে।

২২ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা একটা নিরিহ কবিতা।

৩| ২২ শে মার্চ, ২০২৪ রাত ৩:৩৯

আলামিন১০৪ বলেছেন: এ ব্লগে অর্বাচীন নাস্তিকদের দৌরাত্ম বেড়ে গেছে, মহাজাগতিক ভাই, এরা টিটকিরি ছাড়া স্বাভাবিক মন্তব্য করতে পারেনা। আল্লাহ এদের যথোপযুক্ত প্রতিদান দিক, এ দোয়া করি।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা ঈমানের নেয়ামত পায়নি বলে তাদের এমন অবস্থা।

৪| ২২ শে মার্চ, ২০২৪ ভোর ৬:০০

কাছের-মানুষ বলেছেন: কবিতা ঠিক আছে। ভাল লিখেছেন।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৫| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৬| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৭:২৮

অহরহ বলেছেন: বড়ই সৌন্দর্য।
বড়ই আচানক ঘটনা।
......... ভাইয়া।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আহারে

৭| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৩৬

অহরহ বলেছেন: ছোট বেলায় আমাদের বাসায় একটা চাকর ছিল, নাম মালেক। আমরা ডাকতাম মালেক চাচা, বাবা বলতেন মালেক মিয়া আর মা ক্ষেপে গেলে বলতেন মালেইক্কা। সে কবের কথা, এখন বাবা বেঁচে নেই, মা নেই, মালেক চাচাও নেই।

২২ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এক দিন আপনেও থাকবেন না। এ জীবন বড়ই সংক্ষিপ্ত!

৮| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০০

এম ডি মুসা বলেছেন: এইবার ঠিক আছে।

২২ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আচ্ছা

৯| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: আমি বিনা দ্বিধায় বলে দিতে পারি- আপনার জান্নাত কর্নফার্ম।

২২ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.