![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
রাতগুলো দেখতেই বিমর্ষ লাগে
জোনাকের আলো আর লাগেনা ভালো
নদীদের কলতান কান্না শুনায়
অনুভব করি যদি তুমি কাছে নেই।
সঙ্গিনী হয়ে সে আসাতেই তার
ছোঁয়াগুলো মনে হলো সাগরের ঢেউ
কোথায় ভাসিয়ে নিলো কোন ঠিকানায়?
আমার তো সে বিষয়ে খোঁজ ছিলো না।
হয়েছে অনেক দিন তবুও সেদিন
মনে হয় যাত্রাটা হয়েছে শুরু
সাতাশ বাছর লাগে সাতাশটি দিন
অনন্ত সময় চাই সন্নিধ্য তোমার।
০৫ ই জুন, ২০২৪ রাত ১১:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: শাহ জাহান কেন তাজ মহল বানালেন, সেটা ভাবতে গিয়েই এ কবিতা লিখলাম।
২| ০৬ ই জুন, ২০২৪ রাত ১২:৪১
কামাল১৮ বলেছেন: হাদিস কোরান বাদ দিয়ে কবিতাতেই থাকুন।
০৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতাতে মন্তব্য খুব কম পড়ে।
৩| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:১৪
কালো যাদুকর বলেছেন: বেশ সুন্দর ছোট্ট কাব্য।
০৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০২৪ রাত ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার!
এটা আপনার একটা ব্যতিক্রমী পোস্ট।