নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

হৃদয় আকাশের চাঁদের সাথে ছিলাম কয়েক দিন

২১ শে জুন, ২০২৪ রাত ১১:৩৯



হৃদয় আকাশে চাঁদ একটাই থাকে কারণ
চাঁদ একটার বেশী হয় না কোন দিন
সেই চাঁদটাই যাদের নেই তাদের হৃদয়
আঁধারে ঢাকা থাকে সুনিশ্চিত চির কাল।

যাদের একটার বেশী থাকে তাদের সব
তারা হয়ে থাকে। কারণ তারারাই হয়
সংখ্যায় অনেক বেশী। তাদের হদয়ে চির
মিটি মিটি আলো জ্বলে অস্পষ্ট আবছায়।

আমার একটাই পূর্ণিমার চাঁদ সেজন্য
আমার হৃদয় জোছনায় পরিপূর্ণ যেন
অন্তহীন। তার সাথে ছিলাম একান্তে
ঈদে কয়েক দিন নির্মল আনন্দে।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৪ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: যাক, এবারের ঈদটা তাহলে আপনার নির্মল আনন্দে কেটেছে, পূর্ণিমার আলোকে, আপনার 'একমাত্র চাঁদ' এর সাথে, একান্তে!
বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী আমাদের পৃথিবীটার কেবল একটি মাত্র চাঁদ থাকলেও, অন্যান্য কিছু গ্রহের কিন্তু একাধিক চাঁদ রয়েছে। তবে হৃদয়াকাশের কথা অবশ্যই ভিন্ন।

২১ শে জুন, ২০২৪ রাত ১১:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: দৃশ্যমান আকাশে চাঁদ একটাই। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অকৃত্রিম ধন্যবাদ।

২| ২২ শে জুন, ২০২৪ সকাল ৮:৪৭

আদিবাসী শামুক বলেছেন: আপনি যে মেয়েছেলেটির ছবি দিয়েছেন, তা ইসলামসম্মত হয় নি। ছবিটি চেঞ্জ করে ফেলুন।

২৭ শে জুন, ২০২৪ রাত ১২:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি একটা ছবি দিন।

৩| ২২ শে জুন, ২০২৪ সকাল ৯:১৮

সোহানী বলেছেন: বাহ্ আপনার একমাত্র পূণিমার চাঁদের সাথে আনন্দে ঈদ কাটিয়েছেন সেটা অবশ্যই চমৎকার বিষয়। তবে হৃদয়াকাশের একাধিক চাঁদের উদয় শুধু বিড়ম্বনাই বাড়ায় :P ;)

২৭ শে জুন, ২০২৪ রাত ১২:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: একদম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.