নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ভারত একটা দেশের নাম

০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৩



আমারদের পরম বন্ধু ভারত। আমরা তাদের কোলে শান্তিতে বসবাস করি। তবে কারো কোলে থাকলে কি যেন মারা খাওয়া লাগে। আমাদেরকে অনেক সময় সেইটা মারা খাওয়া লাগে। ভাষাগত সমস্যার কারণে বিষয়টা আর পরিস্কার করে বললাম না।

মাঝে মাঝে তারা আমাদের লোকদেরকে গুলি করে চিরশান্তির ব্যবস্থা করে। তাদের অস্ত্র পরীক্ষার এ কাজে আমাদের সম্মতি থাকা উচিত। তাছাড়া আমাদের তো’ জনসংখ্যার অভাব নাই। আমাদের কিছু লোক আমাদের বন্ধুর কাজে লাগলে আমাদের খুশী থাকা উচিত।

তারা একবার আমাদেরকে জলে ডুবিয়ে মারে, আবার জল বন্ধ করে মারে। তথাপি তাদের প্রতি আমাদের অঘাধ প্রেম। তাদের উপকারে কথা চিন্তা করলে আমাদের চোখে জল আসে। আমরা তাদের উপকার করতে অধীর হই। কারণ জ্ঞানী বলেছেন- তুমি অধম হবে বলে আমি উত্তম হব না কেন? ভারতের কাজ ভারত করে আমাদেরকে বন্যায় ডুবায়, তাই বলে তাদের উপকার না করা কি আমাদের শোভা পায়?

বন্ধু বলে রাত জেগে ভারতের খেলা দেখলাম। হঠাৎ সাউথ আফ্রিকা খেলা ভুলেগেলো মনে হলো। বীর ভেসে ভারত জয়ী হলো। সাউথ আফ্রিকা মনে মনে বলল কি হলো কি হলো? এরকম বড় ম্যাচে ওদের খেলা ভুলে যাওয়ার অতীত ইতিহাস আছে। তবে ফাইনাল ফাইনালের মত হওয়ায় দু’দলকেই ধন্যবাদ। অন্তত খেলা দেখে পুষিয়েছে বলে মনে হলো।

সুপার এইটে উঠে আমাদের উদ্দেশ্য হাসিল হওয়ায় আমরা আর সামনে আগাইতে যাই নাই। একবার একটা ক্যাপশন দেখেছিলাম- এবার পারেনি তো কি হইছে আগামীতে পারার জন্য আপনার শিশুকে ব্যাট-বল দিন। আজি হতে শতবর্ষ পরে হয়ত আমরা পারব। তবে তত দিনে একালের আমরা হয়ত থাকব না।

ব্লগে কিছু একটা ক্যাচাল চলছে বলে মনে হলো। ব্লগের ক্যাচাল নিয়ে ভাবার আমার টাইম নাই। সেজন্য একজনরে কইছি আমি কি কইতাম? সোনাগাজীকে আবার আনব্যান করলে মনে হয় ভালো হবে। বয়স্ক মানুষ! মরেগেলে আর আনব্যান করা যাবে না। চাঁদগাজীতে সমস্যা হওয়ার পর, সোনাগাজী হলো। তাতেও সমস্যা। একজন বলছিলো সোনাগাজীর সোনা কেটে লাল করে দিলে ভালো হবে। কিন্তু সোনাগাজী সেটা আমলে নেননি।

কোথায় হারিয়ে গেল ব্লগের রানু। তার গল্প কি শেষ? নাকি আবার আসিবে ফিরে, সামহোয়্যার ইন ব্লগের তীরে এই বাংলায়? হয়ত কোন মাল্টির ভেসে। কে জানে কি হবে?

আমার অফিসে বদলি চলছে। সেটা হলে ধানসিঁড়ি নদিটিরে বড় মিস করব। আবার ধানসিঁড়ি নদিটির তীরে আসার আমার আর বয়স নাই। মাল পত্তর নিয়ে অন্য স্টেশনে যাওয়ার চিন্তায় আছি।সবশেষ বাংলার বুক চিরে গন্তব্যে পৌছেঁ যাক ভারতের ট্রেন। পরের কারণে মরণেও সুখ। সেই সুখেই আমাদের কাটুক তামাসার জীবন।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১:২১

নয়া পাঠক বলেছেন: কী মন্তব্য করব বলুন, সব তো আপনিই বলে দিয়েছেন! পোষ্টের সাথে সহমত। হাজার হলেও বন্ধু/দাদা! তাই তাদের বিরুদ্ধে কিছু বলার চিন্তা করাটাও পাপ বলে গণ্য হয়।

০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা দাদাদের পদসেবা করে শান্তি পাই। বিনিময়ে দু’চারটা চড় থাপপড় খেলে চেপে যাওয়াই ভালো। ঘরের কথা কি পরকে বলা যায়?

২| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: যারা বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট এরাই বড় রাজাকার।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: শুনেছি কথাটা রেজাকার হবে।

৩| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১:৩৭

রানার ব্লগ বলেছেন: কোলে বসবেন অথচ কিছু হার্ড আঁচ করবেন না , এটা হয় !!!

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বন্ধুর কোলে বসে আমাদের জনগণ অনেক হার্ড আঁচ করছে। যারা হার্ড আঁচ করছে না তারা হয়ত হার্ড আঁচ না করার মত কিছু ব্যবহার করে। তাদের আবার বুদ্ধি বেশী।

৪| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১:৩৮

রানার ব্লগ বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: যারা বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট এরাই বড় রাজাকার।

আইচ্ছা আইজ থেকে কইতাম ফাকিস্থান আমাগো ল্যাংটা কালের দুস্ত !

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের দোস্তামির কথা আমাদের দেশের মানুষ ভুলছে না।

৫| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আবার ধানসিঁড়ি নদীটির তীরে ফিরে আসার আমার নেই ---- মিস করবেন খুব বুঝতে পারছি। আকুলতা ছিল।

বাংলার বুক চিরে গন্তব্যে পৌঁছে যাক ভারতের ট্রেন।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধানসিঁড়ি নদিটির তীরকে খুব মিস করব বলেই মনে হয়।

৬| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ২:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: ট্রেন হলে মজাই হবে ঘরে সামনে যাওয়া যাবে
ঘুরাফিরা আলো বাতাস দেখা যাবে পাওয়া যাবে

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রেনে অনেক মজা। বগি ছুটে গেলে একটু সমস্যা হয়।

৭| ০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

কামাল১৮ বলেছেন: মার কোলে শিশু।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এতে অবশ্য সমস্যা নাই। হার্ড কিছু অনুভব করতে হয় না। তাদেরকে মা বলা যায় কি?

৮| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





জয়বাংলা।

০৩ রা জুলাই, ২০২৪ রাত ১০:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ চিরজীবি হোক।

৯| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১:৩৩

অহন৭১ বলেছেন: জাগতিক ভাইয়া, একটু বুঝার চেষ্টা করেন, প্লিজ!

তাহলে ভাইয়া "পেয়াজ রসুন আদা লবন গরু ডিম মুরগি", "তুলা সূতা শাড়ি গয়না থ্রী-পিস ব্যাগ কসমেটিকর্স", "ঔষধ স্যালাইন ভারতে যেয়ে চিকিৎসা সেবা কলকাতা মাদ্রাজ, ব্যাঙ্গালুর বোম্বে", "ভ্রমনে দার্জিলিং সিকিম, কাশ্মির" ........... সব বয়কট করে শুধু সৌদি খেজুর আর জমজমের পানি খাওয়ার অভ্যাস করেন।

০৫ ই জুলাই, ২০২৪ রাত ৩:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত বিষয়ে আপনি যা বললেন তা’ ঠিক আছে। তবে ইয়ে মেরে সর্বনাশ করে।

১০| ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১:৩৭

অহন৭১ বলেছেন: জাগতিক ভাইয়া, আপনার ঈদ কেমন কাটালেন? ঢাকায় ছিলেন, নাকি অন্য কোথাও............... পরিবারের সবাইকে ঈদের সুভেচ্ছা।

০৫ ই জুলাই, ২০২৪ রাত ৩:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঈদ লক্ষ্মীপুরে নিজ বাড়ীতে কেটেছে। আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে।

১১| ০৪ ঠা জুলাই, ২০২৪ বিকাল ৪:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ''পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও
তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও।

০৫ ই জুলাই, ২০২৪ রাত ৩:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কথাটি কবি কামিনী রায়ের। তাঁর গ্রাম ঝালকাঠির বাসন্ডা গ্রামেই এখন আমি বসবাস করি।

১২| ০৪ ঠা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

নতুন বলেছেন: আমাদের দেশ ১৮ কোটি মানুষের দেশ। এই বাজারে সবাই পন্য বেচতে চাইবে। আমরা দেশপ্রমিক হইলে এই ক্ষমতা ব্যবহার করে আমরা প্রতিবেশীদের কাছে অনেক আদরের হইতে পারতাম।

০৫ ই জুলাই, ২০২৪ রাত ৩:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.