|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
জাতির জনক বললেন, তোমরা আমাদেরকে দাবায়া রাখতে পারবা না। কথা সত্য! তারা আমাদেরকে দাবায়া রাখতে পারে নাই। তারপর তিনি যে জাতির জনক হলেন তিনি সে জাতিকে দাবায়া রাখতে পারেন নাই। এখন তাঁর কন্যা দাবায়া রাখার কাজ করছেন। তিনি কি দাবায়া রাখতে পারবেন? দেশের পিচ্চি পোলাপানও দেখি তাঁর বিরুদ্ধে কথা বলে! 
ফখরুল কহিলো জাতির জনকের কন্যার পায়ের নীচে মাটি নাই। তবে তাঁর পায়ের নীচে আছে কি? আর্মি ও পুলিশ? ওগুলা যদি জনগণ সরায়া ফালায় তবে তাঁর পায়ের নীচে থাকবে কি? অকর্মা বিম্পি-জামায়াত এত্ত বড় কান্ড ঘটালো? দেশের জনগণ কি এসব বিশ্বাস করে? 
জনগণ সরকারের প্রতিপক্ষ হয়ে গেলে আর্মি ও পুলিশ কতকাল সরকারের পক্ষে থাকবে? আমি সরকারের পক্ষে কোন হিসাব মিলাতে পারছি না। যত হিসাব করছি সব হিসাব সরকারের বিপক্ষে চলে যাচ্ছে। অতপর সরকারের পতন হলে জামাত বলবে সরকার বলেছে আমরা সরকারের পতন ঘটিয়েছি। প্রমাণ তাদেরকে নিষিদ্ধ করা বা নিষিদ্ধ করার কথা বলা। তারপর যে সরকার আসবে জামাত তাদের লাভের গুড়ে ভাগ বসালে অবাক হতে হবে কি? সব মিলে এসব কি হচ্ছে? চিন্তা করে দেখলাম চিন্তা করে কোন লাভ নাই। এক পক্ষের ভুলে অন্য পক্ষ লাভবান হয় এটাই নিয়ম। এদিকে সরকার রাজাকার খেতাবটাকে গৌরবের বানিয়ে দিলো। ভবিষ্যৎ প্রজন্ম জানবে যারা তাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা হলো রাজাকার!
হত্যাকারী কারা জনগণ যখন জানে তখন এ দোষ কিভাবে অন্যকারো ঘাড়ে চাপানো যাবে? এটা তো শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা মাত্র। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে। গরু মেরে জুতা দান। ইত্যাদি আরো অনেক প্রবাদ এখন প্রাসঙ্গিক। আমি বুঝি না সমম্বয়ক আটকে কি সুবিধা পাওয়া যায়। সমম্বয়ক কি দল নেতা? এক সমম্বয়ক আটকালে হাজার সমম্বয়ক সমম্বয় করবে। এটাতো অতি সাধারণ হিসাব। মাথামোটা লোক ডিবি কর্তা হলে তা’ দিয়ে আসলে কাজের কাজ কিছুই হয় না। 
দাবায়া রাখা যায় না, সমঝোতায় কাজ হয়। অথচ সমঝোতার পথ ছেড়ে লোকে দাবায়া রাখার পথেই হাঁটে। আর তাতেই ইতিহাসের পূনরাবৃত্তি ঘটে। লোকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। কেউ কেউ বলে এটা মরা মানুষের কাহিনী। অথচ মরা মানুষের কাহিনির মাঝে জীবিত লোকের জন্য অনেক শিক্ষা থাকে। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল। সমঝোতার পথটাও মনে হয় এখন বন্ধ হয়ে গেলো। এখন মনে হয় গণেশ উল্টে যাওয়ার অপেক্ষা। কখন কি ঘটে এটাই এখন দেখার বিষয়। প্রতিপক্ষে কম নির্যাতন করা ভালো। কারণ গণেশ উল্টে গেলে প্রতিপক্ষে করা নির্যাতন দ্বিগুণ হারে নিজের দিকে ফিরতে পারে।    
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১০:৫৭
৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১০:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের পরিস্থিতি এখন চিন্তা-চেতনার বাইরে চলে গেছে।
২|  ৩০ শে জুলাই, ২০২৪  দুপুর ২:২৪
৩০ শে জুলাই, ২০২৪  দুপুর ২:২৪
সোনাগাজী বলেছেন: 
চিন্তা করে লাভ আছে, যদি জ্ঞানী লোক চিন্তা করে; মফিজ চিন্তা করলে, মফিজী চিন্তা করে, সেই চিন্তা খারাপ ফলও দিতে পারে।
আফগানিস্তানের গণেশ উল্টায়ে  দিয়েছে ছাত্ররা (তালেবান )।
  ৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১০:৫৯
৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১০:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: নির্যাতন সইতে সইতে নির্যাতীত এক সময় ঘুরে দাঁড়ায় নির্যাতক এটা ভাবতে চায় না।
৩|  ৩০ শে জুলাই, ২০২৪  দুপুর ২:৩৪
৩০ শে জুলাই, ২০২৪  দুপুর ২:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনে রাখতে হবে; বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হেফাজতে ইসলাম না।
  ৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১১:০০
৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১১:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফিরেগিয়েও ঘুরে দাঁড়াতে জানে।
৪|  ৩০ শে জুলাই, ২০২৪  দুপুর ২:৩৫
৩০ শে জুলাই, ২০২৪  দুপুর ২:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: এই পথ থেকে ফেরার কোন উপায় নেই, মেরেই বেঁচে থাকতে হবে, যতদিন পারা যায়! সব কিছুর শেষ আছে!
  ৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১১:৪০
৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ফেরার পথে ব্যারিকেড পড়ে গেছে।
৫|  ৩০ শে জুলাই, ২০২৪  বিকাল ৩:১৪
৩০ শে জুলাই, ২০২৪  বিকাল ৩:১৪
জ্যাক স্মিথ বলেছেন: সরকার উৎখাতের যে কোন অপচেষ্টাকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে, হায়েনার দল দেশটাকে খুবলে খুবলে খাওয়ার জন্য হুক্কা হুয়া করছে!!!
  ৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১১:৪৪
৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১১:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা সবাই করে। পাকিরাও করেছিলো। তবে তারা উৎখাত হয়ে গেছে। ইতিহাসের পূণরাবৃত্তি ঘটে। সুতরাং বেপরোয়া না হয়ে সামলে চলা বরং ভালো।
৬|  ৩০ শে জুলাই, ২০২৪  বিকাল ৩:৪৭
৩০ শে জুলাই, ২০২৪  বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: যতদিন যাবে জনপ্রিয়তা হ্রাস পেতে থাকবে একসময় শূণ্যের কোঠা চলে আসবে হেটার বাড়তে বাড়তে আকাশচুম্বী হবে। তাই যতদ্রত গদি ছাড়া যায় তত ভালো । এখন জনসাধারণ বনাম সরকারি দল খেলা চলছে । এটা একটা ভয়াবহ খেলা ।ধ্বংস অনিবার্য ।
  ৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১১:৪৫
৩১ শে জুলাই, ২০২৪  সকাল ১১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেইটাই ভাবছি।
৭|  ৩০ শে জুলাই, ২০২৪  বিকাল ৫:১৯
৩০ শে জুলাই, ২০২৪  বিকাল ৫:১৯
কাঁউটাল বলেছেন: 
  ৩১ শে জুলাই, ২০২৪  দুপুর ১২:০৬
৩১ শে জুলাই, ২০২৪  দুপুর ১২:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে এখনো হাল ছাড়েনি।
৮|  ৩০ শে জুলাই, ২০২৪  বিকাল ৫:৩৪
৩০ শে জুলাই, ২০২৪  বিকাল ৫:৩৪
জটিল ভাই বলেছেন: 
পিপীলিকার পাঁখা কখন গজায়?
  ৩১ শে জুলাই, ২০২৪  দুপুর ১২:১৮
৩১ শে জুলাই, ২০২৪  দুপুর ১২:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব কথা অনেকের অনেক সময় মনে থাকে না।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২৪  দুপুর ২:১৮
৩০ শে জুলাই, ২০২৪  দুপুর ২:১৮
মিথমেকার বলেছেন: চিন্তা করে দেখালাম চিন্তা করে কোন লাভ নাই
এই শিরোনাম পড়ে মানুষ হাসতে বাধ্য!