নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

চোর থেকে লুটেরা, হাওয়া ভবন থেকে আয়না ঘর

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১০



তারা চুরি করতো বলে এরা লুট করেছে। তারা হাওয়া ভবন বানিয়েছে বলে এরা বানালো আয়না ঘর। রাজাকার মন্দ বলছে মন্দ লোক, সেজন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে শ্লোগান উঠলো, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার। ৭১ এর স্বাধীনতার পর দেখলাম চোর। ২৪ এর স্বাধীনতার পর দেখলাম লুটেরা। সুতরাং গণতন্ত্র ফিরিয়ে দাও। জনগণ যারে ভোট দেয় তার হাতে দাও শাসন ভার।এখন শুনছি ভোট হবে তিন থেকে ছয় বছর পর। কোটা থেকে, ১ দফা, তিন থেকে ছয় বছর। সব ইসুতে জনসমর্থন সমান আছে কি?

তখন তিনি বলেছেন আমেরিকায় যাব না। এখন আমেরিকা বলছে আপনি আমাদের দেশে আসবেন না। আর বাড়াবাড়ি না হয়ে এবার অন্তত গণতন্ত্র হোক। এরা দেশে বসে আন্দোলন করে, এরপর বিদেশ গিয়ে সেখানেও আন্দোলন করে। আপার বদনাম করবেন তাঁর থেকে দেশটা আরো ভালোভাবে চালানোর পর। আপাতত নো উত্তেজনা। কথা কম কাজ বেশী। পুলিশ মেরে কেটে একাকার করার পর দেখা গেলো জনতার পাশে কেউ নেই। তারপর ইবলিশের খালাতো ভাইগণ যখন লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করলো তখন দেখা গেলো তাদেরকে থামানোর কেউ নেই। আবার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণেও কেউ নেই।সেজন্যই বলে অতিরিক্ত কোন কিছুই ভালো না। অবশ্য কিছু অতিরিক্ত পদধারী আছে সেগুলো আবার ভালো।

ইহুদী হামাস মারছে। হামাস বলশালী হলে একটাও ইহুদী রাখবে না। দাবায়া রাখতে পারবানা যারা বলে তারাই আবার দাবায়া রাখতে গিয়ে বিতাড়িত হয়। আবার কিছু লোককে দাবায়া না রাখলে তারা লুট করে, সন্ত্রাস করে। সুতরাং কাজ করতে হবে ওজন বুঝে। হাওয়া ভবনের বদনাম করে যারা আমাদের কান ঝালাপালা করলো তাদের পাওয়া গেলো আয়না ঘর। যেখানে পাওয়া গেলো হাড় আর হাড়। ‍বিরোধী দমনে র‌্যাব গঠন করেছিলো বিএনপি। তারপর তারা আচ্ছা রকমে তাদেরকে দমন করেছিলো। বিচার বিভাগের মাধ্যমে অবিচারের ব্যবস্থা করে ছিলো আওয়ামী লীগ। এরপর দেখা যাক এ বিভাগ তাদের সাথে কেমন আচরণ করে? সজীব ওয়াজেদ জয় বলেছেন, পনর বছর পর বিএনপি নামে কোন দল থাকবে না। এখন দেখা যাক আওয়ামী লীগের কি দশা ঘটে।

আবার আসব ফিরে ধানসিড়ি নদিটির তীরে এই বাংলায়। তারপর দেখা যাক কারা কিভাবে ফিরে আসে এবং কারা কিভাবে হারিয়ে যায়। আমি বুঝি বেশী উত্তেজিত হয়ে মূলত কোন লাভ নাই।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২২

বাউন্ডেলে বলেছেন: কথা ঠিক । ৪০০ কোটী টাকা ফিরিয়ে না দিয়ে ১০০ কোটী ইনভেস্টে একটা ম্যাপ কেনা লাভজনক নয় কি ? =p~

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা অপরকে শিক্ষা দিতে গিয়ে নিজেরাই শিক্ষা প্রাপ্ত হই।

২| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২২

সোনাগাজী বলেছেন:



এখন আপনার পোষ্টে আপনাকে বুঝা যাচ্ছে; আগে আপনি যা লিখতেন, সেগুলো আপনার আসল কথা ছিলো না।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা বার বার আশাহত হওয়া জাতি। সেজন্য আমাদেরকে বুঝেশুনে আশা করতে হবে।

৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৪

নয়া পাঠক বলেছেন: অথচ হাজার কোটির লুটের ভাগ পাওয়া কিছু ব্লগার উঠে পড়ে লেগেছে দেশের ক্ষতি করার। না পারলে যা ইচ্ছা তাই বলে গালাগাল করে। আর বর্তমানে 'আওয়ামীলীগ' একটা গালিতে পরিণত হয়েছে, এটা তারা বুঝেও না বোঝার ভান করে। সাথে তো দোসর সন্ত্রাসলীগ, কামলালীগ ইত্যাদি রয়েছেই।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তুই তো মানুষ না তুই একটা আওয়ামী লীগ- এ কথাটা বহু আগে শুনেছিলাম। এখন লোকেরা তবে কি বলে?

৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন স্বাধীনতা দেখতে বের হয়ে দেখি লোকেরা ভাংচুর করছে। তবে কি এটা ছিলো ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের স্বাধীনতা? বিধাতা আমাদেরকে বাঙ্গালী করেছেন, মানুষ করেননি!

৫| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: আপনি হাসাতেও পারেন বটে
ঘুমাতেও পারেন খাটে
কেমন গন্ধ উড়ুক নাকে-------------------

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সর্দির কারণে ঘ্রাণশক্তি অনেক সময় ঠিকঠাক কাজ করে না।

৬| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯

আহলান বলেছেন: আপনি এখন কোন ঘর বানাতে চান? বাসর ঘর? খারাপ না ..

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি চাই গণতন্ত্র ও সুবিচার। আমেরিকা ও ভারতে গণতন্ত্র আছে। তারা শক্তিশালী রাষ্ট্র।

৭| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আমি চাই গণতন্ত্র ও সুবিচার। আমেরিকা ও ভারতে গণতন্ত্র আছে। তারা শক্তিশালী রাষ্ট্র।

আমেরিকা , ভারতে কি আসলেই গনতন্ত্র আছে ? আপনার এমন কেনো মনে হলো ?

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের গণতন্ত্রের বিরুদ্ধে অভিযোগ নাই। সেখানে জতীয় ইসুতে সরকারের ডাকে বিরোধীরা সাড়া দেয়।

৮| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪১

নতুন নকিব বলেছেন:



ভালো পোস্ট। ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকেও ধন্যবাদ।

৯| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৮

ঊণকৌটী বলেছেন: আপনার তৃতীয় নয়ন জাগ্রত হচ্ছে মনে হয়

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: হঠাৎ আপনার এমনটা মনে হলো কেন?

১০| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের বড় দুটি দল আওয়ামীলীগ আর বিএনপি দুইটা দলই আসলে খারাপ। কেউ কম কেউ বেশী। সামনে বিএনপি বাঁদরামি করলে ছাত্ররা শায়েস্তা করবে। এটা আগে শুনলে কল্পকাহিনী মনে হতো কিন্তু এখন এটাকে বাস্তবে রূপ দেয়া সম্ভব।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তৃতীয় শক্তির উত্থানের একটা সুযোগ এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.