নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আয়না ঘরের কথা শুনার পর তাঁর প্রতি কোন শ্রদ্ধা অবশিষ্ট থাকেনি

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৬




কোন লোককে গুম করে আয়না ঘরে আটকে রাখা কোন আইনে পড়ে? সুতরাং তিনি বে-আইনি লোক ছিলেন। তাহলে অন্যের বে-আইনি কাজের সমালোচনা করার কি অধিকার তাঁর ছিলো? কোন লোক অপরাধী হলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু বিনা বিচারে কোন লোককে গুম করে রাখার মানেটা কি? তাঁর আর বর্তমানের লুটেরাদের অপরাধের তফাৎটা কি? আর অনেক লোককে তো গুম করে খুন করা হলো।

বিধাতা থেকে সাধারণ সবার সমালোচনা আছে। গণতন্ত্রে মন্দের ভালোকে বেছে নেওয়া হয়। জনগণ যেন মন্দকে ক্ষমতা দিতে না পারে সেজন্য গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হলো। বিপ্লবের পর তিনি পালিয়ে গেলে জানাগেল তিনি আসলে খুব জঘণ্য লোক ছিলেন। তাহলে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে কিলাভ হলো? অনির্বাচিত সরকারকে পালাতে বাধ্য করার পর আবার যদি অনির্বাচিত সরকারকেই ক্ষমতায় রাখতে হয় তাহলে অনির্বাচিত সরকারকে পালাতে বাধ্য করার কি দরকার ছিলো? গণতন্ত্র হত্যার পর বিপ্লবের অপশন থাকে। সেই অপশনে বাংলাদেশের পাঁচ সরকার বিদায় হলেন। বঙ্গবন্ধু, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা সবার একই পরিণতি। খুনখুনে বুড়িরাও দলনেতার পদ ছাড়তে চায় না, এটা কি মুশকিল?

রাজাকার আর স্বৈরাচারের তফাৎটা কি? এরা একে অন্যের বদনাম করলে কেমন লাগে? স্বৈরাচার রাজাকার পুত্রকে আয়না ঘরে আটকে রাখলো। এসব বিচ্ছিরি কান্ড। নজরুল বলেছেন বলেই কারাগারে লাথিমেরে বন্দীরা পালিয়েছে। তাদের আর কি দোষ? বিম্পি-জামায়াত মন্দ সেটাতো বুঝলাম। আম্লিগ কতটা ভালো তার প্রমাণ আয়না ঘর। রবীন্দ্র নাথ বলেছেন- হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোন খানে। এখন যিনি আসছেন তাঁর একটা মোক্ষম খেতাব আছে। সেইটা থাকুক। তারপর দেখি তিনি কি করেন এবং তাঁর ভক্ত কোমলমতিরা কি করেন?

আমি আমাদেরকে অসভ্য জাতিই বলব। নতুবা কোন কিছু হলেই সংখ্যা লঘুদের উপর হামলে পড়তে হবে কেন? এ জানোয়ারগুলোকে আমরা কেন এতদিনেও সামলাতে পারিনি। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে? তো রাজার কাজ তো প্রজা পালন। আমরা তাদেরকে চোষণ ও লুন্ঠন করি কেন? মরার আগে দেশটাকে সভ্য লোকের দেশ হিসাবে দেখতে পেলে শান্তি পেতাম। ভারত ও মায়ানমার অসভ্য বলে আমাদেরকেও অসভ্য হতে হবে কেন? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? সাহিত্য সম্রাট বঙ্কিমের কথাটা কি আমরা ধারণ করতে পারি না? আমরা উত্তম হয়ে ভারত ও মায়ানমারকে উত্তম হতে বললে মন্দ হবে কি? ভারত অবশ্য আমাদের থেকে উত্তম। কারণ তাদের গণতন্ত্র আছে। বিম্পি-জামায়াত ঠেঁকাতে কতকাল এভাবে আমাদের এখানে গণতন্ত্র ঠেঁকাতে হবে? তাদেরকে ঠেঁকাতে আয়না ঘর বানালো হলো। বিচার ব্যবস্থা বলতে কিছুই থাকলো না। উত্তেজিত জনতা সুযোগ পেলেই প্রধান বিচারপতির বাড়ীতে হামলা করে কেন? আটকুঠুরী নয় দরজা আঁটা- তার উপর আছে সদর কোঠা- আয়না মহল তায়। সেখান থেকে আয়না ঘর। যাতে আছে শুধু হাঁড় আর হাঁড়। মানুষ খেকো কুকুরেরা মানুষ খেয়ে হাঁড় গুলো ছেড়ে গেছে। কি জঘণ্য! তাদের জন্য কেঁদে আমরা চোখের পানি শুকিয়ে ফেলেছি ।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাতারাতি এই জাতি চেইঞ্জ হবে না। আমরাও মনে হয় না এই জীবদ্দশায় ভাল কিছু দেকে যেতে পারব। কিছুদিন পরই আবার আগের রূপে ফেরত যাবে ঘুষখোর আমলা/সরকারী প্রজাতি। তবে এবার বালিশ, পর্দার দাম কম হবে যাতে সমালোচনা বেশী না হয়...

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এদেশে ভালো কিছু পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট হতাশা বিদ্যমাণ।

২| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২০

সোনাগাজী বলেছেন:




কোন কোন সুরাহে এগুলো সম্পর্কে কি কি বলা হয়েছে, কবি?

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুরায় বলা হয়েছে তাদেরকেও আয়না ঘরে পাঠালে আল্লাহ গুণাহ দিবেন না।

৩| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩২

দি এমপেরর বলেছেন: আয়নাঘরের এই হাড়গোড়ের ছবিগুলো কতটুকু সত্য আমি জানি না। তবে আয়নাঘরের নির্যাতনের যে কাহিনি সামনে এসেছে তা শুনে আসি স্তম্ভিত। মানুষ এত নির্মম হতে পারে!

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা বেঁচে ছিলো তাদের থেকেই এসব প্রকাশ পেয়েছে। এ এক সীমাহীন বর্বরতা।

৪| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: এতদিন নাৎসি কন্সেন্ট্রেশন ক্যাম্পের কথা বইতে পড়েছি, পড়েছি রাশিয়ার কেজিবি আর পূর্ব জার্মানীর স্টাসির টর্চার সেল, টিভিতে দেখেছি আমেরিকার গুয়ান্তানামো বে, উত্তর কোরিয়ার আর চীনের কন্সেন্ট্রেশন ক্যাম্পের খবর। জীবনের ভাবি নাই আমাদের বাংলাদেশেও হাসিনা সরকার একই জিনিস বানিয়ে বসে আছে, একটা দুইটা না, সারাদেশে নাকি এরকম ২৩-২৪ টা আয়নাঘর আছে। কয়েকটা রিপোর্টিং দেখলাম গা শিউরে উঠছে।

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব জঘণ্যতম বিষয়।

৫| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০১

নূর আলম হিরণ বলেছেন: আপনি আজ দেখতে পেলেন এই ছবি! এই ছবি গুলো ২০১৯ সালেই প্রকাশ করা হয়েছিল। দেখুন বিস্তারিত এখানে হাসিনা সরকারের আরো আয়নাঘরের ছবি!

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্ষমতার জন্য মানুষ কত কি করে। অবশেষে এক দিন সবার পতন হয়।

৬| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আয়না ঘরের কথা মানুষ প্রথম জানতে পারে ০৫ আগস্ট ২০২৪-এ। এর আগে খুব কঠোরভাবে এটা সম্পর্কে গোপনীয়তা রক্ষা করা হয়। শেখ হাসিনা কত ভয়ঙ্কর খুনি ছিলেন, তার প্রমাণ এই আয়নাঘর এবং পদত্যাগপত্র স্বাক্ষরের সময়কার তার কথাগুলো। তার আসনে তাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে শত শত মানুষকে মেরে ফেলার আদেশ দেন তিনি। তিন বাহিনী প্রধান, ডিজিএফআই তাকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে, এতেও তাকে রক্ষা করা সম্ভব হবে না। আরো অনেক কথা। পরে সজীব ওয়াজেদ ও শেখ রেহানার কথায় তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন।

গত ১৫ বছরে আরো কত বীভৎস ও অমানবিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এখন সবই বেরিয়ে আসবে ধীরে ধীরে, আর তা থেকে মানুষ বুঝবে, শেখ হাসিনা ছিলেন হিটলারের চাইতেও ভয়ঙ্কর খুনি। আল্লাহ তাকে হেদায়েত দিন।

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব বিষয় ভাবতেও কষ্ট হয়।

৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪২

আদিত্য ০১ বলেছেন: সব সরকারের আমলে আয়না ঘর ছিলো, ভবিষ্যতেও থাকবে এইটা আমি আপনি সবাই জানি, কারন দক্ষিন এশিয়ার রাজনীতি জিঘাংসার, তবে পাশের হাড়ের স্তুপের ছবি দেখে মনে হচ্ছে কয়েক লাখ মানুসের হাড়, এইটা যে ফেইক তা আপনি কি বুঝতে পারছেন? যাইহোক, যার দুর্দীন আসে, তার ফেইক কিছুও মানুস বিশ্বাস করবে।

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: যতটুকু রটে তার কিছু না কিছু তো ঘটে!

৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৪

আদিত্য ০১ বলেছেন: এমন আয়ানা ঘর ভবিষ্যতে বানাবে জামাত আর বিএনপি, কারন ক্ষমতা না পাইতে যে লেলিহানের শিখা জালাইছে, বিএনপি ইতিমধ্যে বাসার রাস্তা ঘাট সবকিছুতে চাদাঁর পসরা বাসাই দিছে

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুবকই জঘণ্য কাজ এসব।

৯| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১২

করুণাধারা বলেছেন: কী ভয়ানক। নাৎসিদের কন্সেন্ট্রেশন ক্যাম্পের মতো একেবারে!! সাধে কি আর হায়েনাকে লেডি হিটলার বলা হতো!!

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এদের নিজের দোষের অন্ত নাই, অথচ এরাই পরের দোষ নিয়ে মহা হৈচৈ করতো।

১০| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৯

নূর আলম হিরণ বলেছেন:
করুনধারা এটা দেখুন। গত কয়েকদিন বেশ আবোলতাবোল বলেই যাচ্ছেন। আপনাকে বুদ্ধিমান ভাবতাম!

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবটাই তাঁর বদনাম নয়। যা রটেছে তার অনেক কিছুই সত্য।

১১| ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন:

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: মর্মান্তিক বিষয়!

১২| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪১

দূর মিয়া বলেছেন: ভাই আয়ানার ঘরের মানুষ কে আয়নার ঘরে না রেখে কি জাদুঘরে রাখবে

১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আয়না ঘরই যদি লাগবে তাহলে আর আদালত কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.