নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আওয়ামী লীগের প্রতি আমরা মানুষের ক্ষোভ দেখেছি। পনের বছরে বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি বিধায় আওয়ামী লীগ যা ইচ্ছা তা’ করেছে। অন্য দল গুলোর প্রতি জনসমর্থ খুব একটা নাই।এমতাবস্থায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল গঠন করাকে সমর্থ করা বিষয়ে আমি ফেসবুকে একটা পোষ্ট দেই। এখন পর্যন্ত বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল গঠন বিষয়ে জনমেতের ৯০% এর ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
পুরাতন দু’টি বড় দলে পরিবারতন্ত্র বিদ্যমাণ। শেখ হাসিনা শেষ। খুনখুনে বুড়ি খালেদা জিয়া এখনো অবসরে যাওয়ার ভাবনা ভাবতে পারছেন না। শেষ হওয়ার পরেও শেখ হাসিনা দলীয় প্রধানের পদটা ছাড়ার কথা ভাবতে পারছেন না। আরেক খুনখুনে বুড়ি রওশন পার্টি নিয়ে টানা হেঁচড়ায় লিপ্ত। জামায়াতের গায়ে রাজাকারের সিল মারা।অন্য দলগুলো বনসাই হয়ে পড়ে রয়েছে।বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতির জন্য কাজ করার সুযোগ পেয়েছে। আপাতত তাদের প্রতি ৯০% জনসমর্থন পরিলক্ষিত। তারমানে অন্য দলের নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ এখন বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছে।
বড় দু’টি দলের নেতা-কর্মীরা পদ হারানোর ভয়ে দলের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে পারছে না। কিন্তু সাধারণ জনগণের ক্ষেত্রে পদ হারানোর বিষয়টি নেই বিধায় তারা ঝাঁক বেঁধে বড় দল দু’টি থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছে। ঘটনা এভাবে বজায় থাকলে তবে তিন মাস পরেই নির্বাচন হোক।তাতে জনতার ভোটে তারা পাঁচ বছরের জন্য দায়িত্ব পেলে সেটা চমৎকার হবে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা সেই সব লোক যারা দলীয় পদ-পদবীর সুবিধা ভোগ করছেন। ওবায়দুল কাদের নতুন দলে এসে সাধারণ সম্পাদকের পদ পাবেন না। সুতরাং তাঁর অবস্থান নতুন দলের পক্ষে হবে না। এধরণের লোকেরাই নতুন দল সমর্থন করবে না। এছাড়া যাদের পদ-পদবীর সমস্যা নাই তারা নতুনদের সাথে এখন আছেন। তারা কতক্ষণ এদের সাথে থাকেন সেটা এখনই বলা যাচ্ছে না। আর সূরা হলো ন্যায়ের পক্ষে। এরাও ন্যায়ের পক্ষে থাকলে সূরার সাথে তাদের অন্তত একটা মিল তো থাকবেই।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৪
সোনাগাজী বলেছেন:
কবি সাহেব এখন জরীপবিদ, সংখ্যাবিজ্ঞানী! সবই উপরওয়ালার ইচ্ছা।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবি হলেই আর কিছু করা যাবে না ঘটনা এমন না।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৬
কামাল১৮ বলেছেন: মাদ্রাসায় করলে ঠিক আছে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: Click This Link
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৬
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: কবি হলেই আর কিছু করা যাবে না ঘটনা এমন না।
-আপনি যে "বিগ ব্যাং থিওরী" অনুসারে আল্লাহের জন্মের কথা বলেছেন, কোমলমতিরা উহা জানতে পারলে, লেজে রশি দিয়ে ঝুলায়ে রাখবে।
০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি নিয়মিত পোষ্ট দেই। আমি আমার বিরোধীতা কখনো দেখিনি। কে কি রিএকশন দেখাবে সেটা ভেবে বসে থাকলে আমি আমার জানা সত্য প্রকাশ করতে পারব না। কথায় বলে নো রিস্ক নো গেইন।
৫| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯
দূর মিয়া বলেছেন: কোটা আন্দোলনকারি কি জিনিস এখন বুজলাম. কোটা আন্দোলনকারি নিজেরাই কোটা মেরেদিল.
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কাজ করার জন্যই তারা কাজের যায়গায় অবস্থান নিয়েছে।
৬| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বৈষম্য বিহীন আন্দোলন কোথায়?
অন্তর্বর্তী সরকার হওয়ার কথা ছিল ধর্মনিরপেক্ষ বৈষম্যবিহীন।
কিন্তু প্রথম অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে গীতা ও ত্রিপিটক পাঠ বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। মানে বৈষম্য আরো প্রকটভাবে আরোপিত হল।
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ত্রুটিহীন কেউ নয়। তবে জনগণ বিগত সরকারের অনেকগুলো ত্রুটিকে বড় করে দেখছে।
৭| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
জটিল ভাই বলেছেন:
আংকল, "জরিফ" কি জিনিস???
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: নথিভুক্ত ইতিহাসের শুরু থেকেই মানব পরিবেশের উন্নয়নে জরিপ একটি উপাদান। এটি নির্মাণের বেশিরভাগ ফর্মের পরিকল্পনা এবং সম্পাদনে ব্যবহৃত হয়। এটি পরিবহন, যোগাযোগ, ম্যাপিং এবং জমির মালিকানার আইনি সীমানার সংজ্ঞাতেও ব্যবহৃত হয়। এটি অন্যান্য অনেক বৈজ্ঞানিক শাখায় গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪১
সোনাগাজী বলেছেন:
কোন ১০ ভাগ আবার বেয়াদবি করছে? ঐ ১০ ভাগের ইমান নিয়ে সমস্যা আছে, ওদের উদ্দেশ্য কোন সুরাহ বলতে পারবেন না?