নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ছোট আপাকে দায়িত্ব দিয়ে বড় আপা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলে ভালো হবে

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৭




বড় আপার দোষের অন্ত নাই। সুতরাং বড় আপা আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ালে আওয়ামী লীগের জন্য ভালো হবে।এরপর ছোট আপা আওয়ামী লীগের হাল ধরতে চাইলে তাঁকে সে দায়িত্ব দেওয়া উচিত। ছোট আপা দায়িত্ব নিতে না চাইলে ভাগ্নে জয় দায়িত্ব নিতে প্রস্তুত আছে। সে হিসাবে তাকে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া যায়।

নতুন কেউ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর কাদামাখা নেতাদের পিছনে সরিয়ে ক্লিন নেতাদের সামনে আনা যায়। তারপর নির্বাচন হলে আওয়ামী লীগ বিরোধী দল অন্তত হবে।আপাতত আওয়ামী লীগ বিরোধী দল হতে পারলেই সন্তুষ্ট হবে।

বিধাতা এবং তাঁর নবিরও (সা.) সমালোচনা শুনতে পাওয়া যায়। সুতরাং সমালোচনার বাইরে কেউ নেই। কাজেই মানুষকে ভোট দেওয়ার জন্য মন্দের ভালো খুঁজতে হয়। সেই হিসাবে যে এলাকার আওয়ামী প্রার্থী মন্দের ভালো হবে সেই এলাকার আওয়ামী প্রার্থী এমপি হবে। আর যে এলাকায় আওয়ামী অন্ধ চাপোর্টার বেশী সে এলাকায় আওয়ামী প্রার্থী মন্দ হলেও ভোট পেয়ে এমপি হবে। আওয়ামী লীগকে একবারে ফেলে দেওয়া গেছে সেটা আমার বিশ্বাস হয় না। সুতরাং আওয়ামী লীগকে আমাদেরকে এখনও হিসাবের মধ্যে রাখতেই হচ্ছে। গোয়ালালগঞ্জ থেকে থেকে বুঝা যাচ্ছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। আর অতীতে তাদের ঘুরে দাঁড়ানোর রেকর্ড আছে। অতি কথন যারা বলছে আওয়ামী সাপ এখনো তাদের থেকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং সামলে চলা সবার জন্য মঙ্গল জনক।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: আপনার ছোট আপারত রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই। আর ভাগ্নে সকালে এক কথা বললে রাতেই ভুলে গিয়ে নতুন কথা বলে। ঠিক মতো তদন্ত হলে , ভাগ্নে এবং তার নয়া শশুর ( দুষ্ট লোকেরা বলা বলি করতেছে ) জেলে যাবে !

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজনীতির অভিজ্ঞতা খালেদা জিয়ারও ছিলো না।

২| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:



ঐ গোষ্টীতে জ্ঞানী মানুষ ছিলো না কখনো; হাজার বছরের জ্ঞানীকে হত্যা করার পেছনে বড় ফ্যাক্টর ছিলো ছাত্রলীগ; এবারও শেখ হাসিনার পতনের মুলেও ছাত্রলীগই বড় ফ্যাক্টর, গত ১৬ বছর প্রতিটি ছাত্রছাত্ীর উপর অত্যাচার করেছিলো; এই নির্বোধদের আর নয়; রেহানা এরশাদের মতো লোভী ও চোর।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সমালোচনা সবার আছে এবং থাকবে। আওয়ামী লীগ হয়ত বড় আপার পর ছোট আপকে নেতৃত্বের জন্য পছন্দ করবে। আর আওয়ামী লীগ তাঁকে তাদের নেতৃত্বের জন্য পছন্দ করলে এ বিষয়ে অন্য কারো মূলা্য়ন গুরুত্বহীন।

৩| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৭

আদিত্য ০১ বলেছেন: আওয়ামীলীগে যেদিন সালমা্ন এফ রহমানের মত চোর ডাকাতগুলা ঢুকছে, সেদিন থেকে আওয়ামীলীগ হোচট খাওয়া শুরু করেছে, এখন দুঃসময় যাচ্ছে, এমন দুঃসময় ১৯৬৬ ও ১৯৭৫-এ গেছে্‌ সেই দল আবার শেখ হাসিনা পুনর্গঠন করেছে, কিন্তু তার ভুল সিদ্ধান্ত আর চোর ডাকাতদের দলে নিয়েই এখন দুঃসময় যাচ্ছে,পৃথিবীতে ভাঙ্গা গড়ার খেলা থাকবেই, আওয়ামীলীগের তৃণমূল কর্মী সমর্থকই সবসময় দলকে পুনর্গঠন করে তুলে এনেছে, তারাই আবার আনবে, আওয়ামীলীগের ইতিহাস এমনই, আইয়ুবের মার্শাল শাসনকে কাপিয়ে যে দল হাজার আন্দোলন সংগ্রাম যুদ্ধের নেতৃত্ব দিয়ে স্বাধিনতা এনেছে, সে দল আবার ফিরে আসবে, আসতে হবে, আওয়ামীলীগ গরীব মধ্যবিত্তের দল, খেটে খাওয়া মানুসের দল।
হয়ত একটু সময় লাগবে, কিন্তু ফিরে আসব
এক আওয়ামীলীগের পিছনে সবাই যেভাবে লাগছে, অন্য দল হলে গন্ধও পাওয়া যেত না।

কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া মানুসগুলা নাকি ছাত্র , তারা নাকি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলন চান না, তারা ঠিকই ঢাবিতে ছাত্রদল আর শিবির নিয়ে মিটিং করে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বাদ দেওয়ার জন্য, মানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কিন্তু ছাত্রলীগ থাকতে পারবে না,

বাহ! এগুলোর হিসাব তারা ঠিকই দিবে

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু কিছু লোক মনে করছে কি জানি কি হয়ে গেছে। আমি তাদের মত উত্তেজিত নই।

৪| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩১

কামাল১৮ বলেছেন: সব থেকে ভালো হয় আপনাকে দায়িত্ব দিলে।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এক আপার বদনাম হলেও অন্য আপা আছেন। তাঁকে আইনে আটকানোর কোন উপায়ও দেখছি না। সুতরাং তিনি তাঁর বোনের আসনে বসলে ভালোই হবে মনে হয়। রাজনীতিতে আবেগও লাগে। তিনি দলকে আবেগ তাড়িত করতে পারবেন বলে মনে হয়। অন্য কারো সে সুবিধা নাই।

৫| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩১১

কামাল১৮ বলেছেন: সব থেকে ভালো হয় আপনাকে দায়িত্ব দিলে।




আপনার কথায় যুক্তি আছে। সমর্থন করছি।


১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছোট আপা দলকে যেভাবে আবেগ তাড়িত করতে পারবেন, অন্য কেউ সেভাবে দলবে আবেগ তাড়িত করতে পারবেন না। আমি তাঁদের ভক্তদেরকে খুব কাছে থেকে দেখেছি। তাদের আবেগ অন্য রকম। তাঁদের জন্য তারা অনেক কিছু ত্যাগ করতে পারে। অনেকটা শিয়াদের হযরত আলীর (র) ভক্তির মতই অনেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ভক্ত। এরা কিছুই পাবে না তথাপি তারা তাদের ভক্তি ছাড়বে না।

৬| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: কিছু কিছু লোক মনে করছে কি জানি কি হয়ে গেছে। আমি তাদের মত উত্তেজিত নই।

-আপনি আসলে অবস্হা বুঝে ব্যবস্হা করেন; দেশের বা মানুষের জন্য চিন্তিত নন।

১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশ বা মানুষের জন্য চিন্তা থাকলেও আমি পরিস্থিতি বুঝতে চেষ্টা করি। আওয়ামী লীগ হেরে গেলেও হারিয়ে যায় না। এটা তাদের অতীত ইতিহাস।

৭| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৭

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: দেশ বা মানুষের জন্য চিন্তা থাকলেও আমি পরিস্থিতি বুঝতে চেষ্টা করি। আওয়ামী লীগ হেরে গেলেও হারিয়ে যায় না। এটা তাদের অতীত ইতিহাস।

-শেখ হাসিনা দলকে লাঠিয়ালে পরিণত করেছেন; দলে ১ জনও আধুনিক সময়ের রাজনীতিবিদ নেই! ওরা জাতির যেই পরিমাণ ক্ষতি করেছে, ইহা কোন কালে পুরণ হবে না।

১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা বলে তারা জাতিকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে। জাতি এখন উন্নয়নে ভাসছে। আপনি বলছেন তারা ক্ষতি করেছে। কার কথা সত্য মানব?

৮| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৭

রবিন_২০২০ বলেছেন: বাটপার জয় এর বিরুদ্ধে FBI ইনভেস্টিগেশন চলছে মানি লন্ডারিং আইনে। ব্যাটাকে যে কোনো সময় লালঘর ঢুকতে হতে পারে।

১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: যখন তিনি লাল ঘরে ঢুকবেন তখন না হয় অন্য কেউ ভারপ্রাপ্ত হবেন।

৯| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সম্ভবত তিনি আগুন নিয়ে খেলা শুরু করেছেন।
অনেক জটিল খেলা।

১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কার কথা বলছেন?

১০| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩২

নয়া পাঠক বলেছেন: আমাদের উচিত দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার ফিরিয়ে আনা, সেই সাথে দেশ থেকে দূর্ণীতি, ঘুষ, অপরাজনীতি, সন্ত্রাস, সকল প্রকার বৈষম্য দূর করার ব্যবস্থা গ্রহণ করা। আমরা তেলে ভাজা কড়াই থেকে লাফিয়ে চুলার আগুনে ঝাঁপ দিতে চাই না। আমরা দুটো ডাল-ভাত খেয়ে শান্তিতে রাতে ঘুমাতে চাই। রাজনীতি এদেশে এখন একটা অিনেক বড় ব্যবসায় রূপান্তর হয়েছে, যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে / আসতে পারলেই লক্ষ-কোটি টাকা ইনকাম। দেশের কথা কেউ ভাবে নি তা আমরা দেখেছি গত ১৯৯০ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত।

১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা কারা কিভাবে বাস্তবায়ন করতে পারে বলে মনে করেন?

১১| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৬

আহলান বলেছেন: ভালোই উপদেশ দিয়েছেন, কিন্তু এই পরিবার তন্ত্র থেকে আমাদের দেশের রাজনীতি বের হতে চায় ...

১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি পরিবার তন্ত্রের ভক্তদেরকে উপদেশ দিয়েছি। আমাদের দেশের রাজনীতি পরিবার তন্ত্র থেকে কার মাধ্যমে কিভাবে বের হতে চায়?

১২| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৭

নূর আলম হিরণ বলেছেন: আবার আপা!!

১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: পরিবারতন্ত্রের সূত্রেতো সেটাই হবার কথা।

১৩| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০২

বাকপ্রবাস বলেছেন: ওরা রাজা, চিন্তাটা ওদের মাথায় থাকবে, আপনিতো রাজা নন, রাজতান্ত্রিক মনোভাব আপনার কেন থাকবেন, আপনি গণতান্ত্রিক পরামর্শ দেন, বোন গেলে সেখানে গণতান্ত্রিক পদ্ধতি খাটান, রাজতান্ত্রিক পদ্ধতিতে অন্য বোন আনার পরামর্শ কেন দিচ্ছেন

১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ পরামর্শ ওদের জন্য। দলটি পরিবারতন্ত্রের ভক্ত। ওরা বঙ্গবন্ধু ও তার পরিবারের ভক্ত। অন্যদল জিয়া ও তার পরিবারের ভক্ত। খালেদা জিয়াকে রাষ্ট্রের ক্ষমতা থেকে নামানো গেলেও তাকে দল প্রধানের পদ থেকে রামানো যায়নি। শেখ হাসিনাও দলীয় প্রধানের পদ আঁকড়ে পড়ে থাকেন কিনা সেটাই দেখার বিষয়।

১৪| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। তবে সেটা অনেক সময় লাগতে পারে। আপনি, আমি নাও থাকতে পারি এই দুনিয়ায়। বিএনপি বা অন্য দলগুলো এত দ্রুত সেই সুযোগ দিবে বলে মনে হয় না...

১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আগামী নির্বাচনে অংশ নিলে তারা বিরোধী দল হতে পারবে মনে হয়।

১৫| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে ক্ষেত্রে ছোট আপা অথবা তথ্য বাবাকে দায়িত্ব নিতে হবে। এরা ছাড়া অন্য কেউ দলের দায়িত্ব নিলে জাতীয় পার্টির চেয়েও কম ভোট পাবে...

১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী ভোট ৩০% এর নীচে কখনও নামে নাই। আর জাতীয় পার্টির ভোট তো ১০% এর নীচে।

১৬| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৮

জুন বলেছেন: ভাইয়ায়ায়া য়া য়া আপাতত বড় ছোট কোন আপারেই চাই নায়ায়ায়ায়া :-/ :-/

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি নিশ্চয়ই আওয়ামী লীগ নন। আমি কিন্তু উপদেশটা আওয়ামী লীগকে দিয়েছি। অনেক আত্মিয়-সজন আছেন আওয়ামী লীগের। তারা যেন ভালো থাকতে পারেন সেজন্যই এমন উপদেশ দেওয়া।

১৭| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩০

অশুভ বলেছেন: আপনার ছোট আপার কুকীর্তি কিছুদিনের মধ্যেই প্রকাশ পেয়ে যেতে পারে। এস আলম গ্রুপ যে পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে সেটার সাথে ছোট আপার অন্তরঙ্গভাবে জড়িত আছে বলে আনঅফিসিয়াল অনেক মিডিয়াতে দেখলাম। হয়তো কিছুদিনের মধ্যেই তিনি অফিসিয়ালি ফেসে যাবেন অর্থ পাচার কেলেংকারীতে। সোনাগাজী ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত রেহানা এরশাদের মতো লোভী ও চোর

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সমস্যা হলে তাঁকে পদে রেখে ভারপ্রাপ্ত দিয়ে দল চালানো যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.