নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বৈসাম্য বিরোধী ছাত্রদেরকে পনের বছর ধরে লেখাপড়া শিখিয়েছে আওয়ামী সরকার। এখন এরা জাতীয় শোক দিবসে আনন্দ প্রকাশ করছে। এরা আবার লোকদেরকে শোক প্রকাশ করতেও দিচ্ছে না। লজ্জায় জিবে কামড় দিতে গিয়ে আমার জিহবা কেটে যাওয়ার পালা। গেদা বাচ্চা বলছে, এলা কালা? এরা তো আওয়ামী শিক্ষায় শিক্ষিত ছাত্র-ছাত্রী। আওয়ামী লীগ এদেরকে চেতনার ওভার ডোজ দেওয়াতে এরা আওয়ামী লীগের এ হাল করেছে।
আমার একটা ওষধের (নেপিটান) একশন- দীর্ঘস্থায়ী হার্ট ফেইলর (এন ওয়াই এইচ এ শ্রেণী ২-৪ এবং কম ইজেকশন এর কারণে হাসপাতালে ভর্তি এবং হ্রদযন্ত্রের কারণে মৃত্যু ঝুঁকি কমাতে।
আমার সেই ওষধের (নেপিটান) রি একশন- নিম্ন রক্তচাপ, উচ্চ পটাশিয়াম, কাশি, ঝিমুনি এবং কিডনি জনিত সমস্যা। এনজিওইডিমা(যার কারণে শ্বাসকষ্টজনিত মৃত্যু হতে পারে) এবং হাইপারকেলিমিয়া করতে পারে।
তারমানে আমার উক্ত ঔষধ মাত্রা অনুযায়ী সেবন বেঁচে থাকার কারণ। আর মাত্রা বেশী হলে সেই ঔষধই আমার মৃত্যুর কারণ। যাকে বলে ওভার ডোজ। আওয়ামী চেতনা শিক্ষার ওভার ডোজের কারণেই ছাত্রদের দ্বারা আজ তাদের এ বেহাল দশা। প্রশাসনের লোকদেরকেও ওভারডোজ দিয়ে তারা বিষিয়ে তুলেছে। আওয়ামী পুলিশ লীগ কিছু দিন পরে তাদেরকে বেধড়ক পিটালে অবাক হব না।
আমরা ছাত্রদের বদনাম কিভাবে করতে পারি? কোমলমতিদেরকে আওয়ামী সরকার যেমন বিদ্যাশিক্ষা দিয়েছে তারা এখন সেটাই প্রকাশ করছে। অন্যদেরকে আওয়ামী লীগ দৌড়ের উপর রেখেছে। তারা মৃতপ্রায় অবস্থায় বেঁচে ছিলো। যারা একটু নড়া-চড়ার চেষ্টা করেছে তাদের জন্য ছিলো গুম, খুন ও আয়না ঘর। আওয়ামী পতনে সবাই এখন বলছে তারা এখন স্বাধীন। আমার দুই কন্যাকেও দেখলাম তাদের প্রফাইলের লাল পিকচারে স্বাধীন লিখেছে। এখন আমি মেয়েদেরকে কি বলতে পারি? আমিতো তাদেরকে লেখা-পড়া শিখতে পাঠিয়েছি। তাদেরকে তো লেখা-পড়া শিখিয়েছে আওয়ামী লীগ। তো তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এরা কি বলছে তা’ আমি কিকরে বলব? শেষমেস একটা প্রবাদ দিয়ে শেষ করছি- যেমন কর্ম তেমন ফল। আজ আর কোন কিছু দিয়েই আওয়ামী বিরোধীতা ঠেঁকানো যাচ্ছে না।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: যে বিপুল পরিমাণ ছাত্র রাস্তায় নেমেছে এত্তছাত্র শিবির হওয়া সম্ভব নয়। আর আমি আমার চেনাজানা কোন শিবিরকে রাস্তায় দেখিনি। তাদেরকে আওয়ামী লীগ শিবির ভেবে শিবিরের মোকাবেলা করতে যায়, অন্য দিকে অন্যরা আওয়ামী লীগের ঘাড় মটকে চলে যায়। শত্রুর ক্ষতি থেকে বাঁচতে হলে শত্রুকে সঠিকভাবে চিনতে হয়।
২| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রফেসর সাহেবের লাঠিয়াল বাহিনীর খেলা।
মাত্র তো খেলা শুরু ।
সামনে আরো অনেক খেলবে।।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাই বলে সারা দেশের এত্তছাত্র?
৩| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১১
প্রহররাজা বলেছেন: যে জাতির প্রধান উৎসব প্রকাশ্যে পশু হত্যা আর ২য় প্রধান উৎসব ক্রিকেটে ভারতের পরাজয় সেই হারামী জাতী সারাজীবন মারা খাবে।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ জাতিকেই পনের বছর ধরে আওয়ামী লীগ গঠন করার দায়িত্বে ছিলো। তারা যেমন জাতি গঠন করেছে জাতির থেকে তারা তেমন আচরণ পাচ্ছে। আমি মনে করি তাদের চেতনার ওভার ডোজ রি একশন করেছে।
৪| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩০
সোনাগাজী বলেছেন:
আপনি শিবিরদের দেখেননি, সেটাই ঠিক; ওরা সাধারণ নির্বোধদের পুলিশের সামনে রেখে সরে পড়েছে। ছাত্রলীগ গত ১৬ বছরে ২ কোটী নিরীহ ছাত্রছাত্রীকে হেনস্তা করেছে, চাঁদাবাজি করেছে, সীটের জন্য টাকা নিয়েছে; শিবির এদের সবার সাথে যোগাযোগ করে, তাদেরকে রাজপথে এনেছিলো।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এত দূর থেকে দেশের বাস্তব অবস্থা অনুমান করতে আপনার ভুল হতে পারে। মূলত চেতনার ওভার ডোজেই সর্বস্তরের জনমত বিগড়ে গেছে। অতিরিক্ত কোন কিছুই ভালো না।
৫| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:০৬
কামাল১৮ বলেছেন: এক মসজিদের ইমামকে দেখলাম একটা বালিশ পেয়েছে।আপনি কিছু পেলেন।স্মৃতি হিসাবে রাখার জন্য।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি সুষ্ঠ ভোটের কথা বলে ছিলাম। ছাত্ররা ভোট দিতে পারছিলো না। এভাবে অনেকগুলো বিষয় মিলে ওরা মনে করেছে ওরা স্বাধীন নয়। সেজন্য স্বাধীনতার ডাক আসা মাত্রই ওরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করলো। একুশে টিভিতে দেখলাম এক সাগর রক্তের বিনিময়ে গানের চিত্রে ওদের চিত্র দেখাচ্ছে। তারমানে পুরা জাতিকেই ওরা ওদের অধীন করে রেখেছে। যে বেঁকে বসেছে তাকে গুম খুন করেছে অথবা আয়না ঘরে পাঠিয়ে দিয়েছে। এভাবে জোর করে চেপে ধরে দেশ শাসন করা সমর্থনযোগ্য নয়। গণতন্ত্রকে শাসক দল তাদের মত করে সাজিয়ে নিয়েছিলো। তারপর তাদের শ্রীলংকার মত অবস্থাই হলো। ১৫ তারিখ তাদের ঘুরে দাঁড়াবার কথা ছিলো। কিন্তু অবশেষে তারা ঘুরে দাঁড়াতে পারেনি।
৬| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১০
আঁধারের যুবরাজ বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে , যা ছিল দুঃখজনক। কিছু আওয়ামীলীগের লোকজন যদি সেখানে যেত কোনো ক্ষতি হতো না। যদিও ফোন দেখা ,মার্ ধর করা,কিছু স্থাপনা বা বাড়িঘর পুড়িয়ে দেওয়া ইত্যাদি কোনো দলের নেতারা করতে বলেন নাই । কিছু অতি উৎসাহী ,সুযোগসন্ধানী বা উচ্ছৃঙ্খল মানুষ এমনটা করেছে।
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সঠিক হলে তো ছাত্রদের কোন দোষ নাই।
৭| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:২৩
সোহানী বলেছেন: এ প্রহররাজা ভারতীয় বা তার দালাল। এর নামে আগে রিপোর্ট দরকার।
যা এখন ঘটছে তা গত ১৬ বছরের রাগের প্রতিফলন কিন্তু এটা অবশ্যই নিয়ন্ত্রন করতে হবে।
আওয়ামীর সাথে ৩২ নাম্বারের বাড়ি পোঁড়াকে আমি স্বাগত জানাই না। দেশের সম্পদ কোনভাবেই ধ্বংস মেনে নিতে পারি না।
একটু সময় প্রয়োজন গুছিয়ে নেবার জন্য।
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামীর সাথে ৩২ নাম্বারের বাড়ি পোঁড়াকে আমি স্বাগত জানাই না। সহমত
৮| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
চমৎকার লিখেছেন - আওয়ামী চেতনা শিক্ষার ওভার ডোজ!
এই ওভার ডোজের পার্শ্বপ্রতিক্রিয়াতেই সব কিছু ঘটছে, ঘটবেই!
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: এদের অনেক কাজেই জনগণ মহাবিরক্ত ছিলো।
৯| ১৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০
নতুন বলেছেন: লেখক বলেছেন: যে বিপুল পরিমাণ ছাত্র রাস্তায় নেমেছে এত্তছাত্র শিবির হওয়া সম্ভব নয়। আর আমি আমার চেনাজানা কোন শিবিরকে রাস্তায় দেখিনি। তাদেরকে আওয়ামী লীগ শিবির ভেবে শিবিরের মোকাবেলা করতে যায়, অন্য দিকে অন্যরা আওয়ামী লীগের ঘাড় মটকে চলে যায়। শত্রুর ক্ষতি থেকে বাঁচতে হলে শত্রুকে সঠিকভাবে চিনতে হয়।
আপনি শিবির চেনেন না। গাজী ভাই চেনেন। এই ছেলেগুলি পাকি ট্রেইনিং পেয়েছে।
গাজী ভাইয়ের থিউরি অনুযায়ী শেখ হাসিনার আরো কয়েক হাজার শিবির হত্যা করে ক্ষমতায় থাকা উচিত ছিলো। মোট ২০-৩০ হাজার শিবির রাস্তায় ছিলো, শেখ হাসিনা মাত্র ৪-৫ শত হত্যা করছে। আরো করতে পারতো।
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সারা দেশেই ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে এসেছিলো। এরা শিবির হলে তাদের নেতাদের ফাঁসির সময় এরা কোথায় ছিলো?
১০| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
পবন সরকার বলেছেন: ছাত্রলীগরা যা করেছে এরাও তাই করতেছে শুধু দাবার ঘুটি উল্টে গেছে
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ছাত্রলীগের দাবায়া রাখার বিপরীতে এদের ক্রোধ প্রকাশ পাচ্ছে। আমিও ডরে আছি। একসময় সাবেক প্রধানমন্ত্রীর খুব সুনাম করতাম। ছাত্ররা এক দিন এসে আমাকে সে কথা মনে করিয়ে দিয়ে গেছে। সেজন্য ঘর থেকে খুব একাটা বাহির হই না। লাহাওলা অটা কুউয়াতা ইল্লা বিল্লাহ।
১১| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
অস্বাধীন মানুষ বলেছেন: আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নেই না।এতাই হলো আমাদের প্রধান সমস্যা।
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রশ্নফাঁসে পাশকরা জাতি ইতিহাস পড়েই না, এর থেকে শিক্ষা নিবে কি?
১২| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪
নতুন নকিব বলেছেন:
মনে হচ্ছে, লুটেরার দলে কেয়ামতের ভয়াবহতা নেমে এসেছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫২
সোনাগাজী বলেছেন:
আপনার ভাবনার সাথে কোমলমতিদের মিলায়ে দেখেন, এরা কারা? এখন স্পেশাল ট্রেনিংপ্রাপ্ত শিবির; মুল প্ল্যানে ছিলো নির্বোধ ছাত্রদের এরা ক্যাম্পাস থেকে পুলিশের সামনে এনে, পুলিশের প্রতি ককটেল মারবে কোমলমতিরা, এতে নির্বোধরা ২/৩ শত মরলে, মানুষ ঢাকা অবরোধ করবে।