নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
যমুনা টেলিভিশনের টক শো থেকে শিরোনামা গ্রহণ করা হয়েছে।লাউ আর কদুর মধ্যে পার্থক্য হলো একই বস্তুর ভিন্ন নাম। এতদিন উহারা দৌড়ের উপর ছিলো এখন ইহারা দৌড়ের উপর থাকবে। তা’ যে ঘটনা ঘটেছে তাতে ইহাদের সকল নেতাকর্মীকে মামলার এজাহার ভুক্ত করা যাবে। এতদিন মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে উহাদের বিচার হয়েছে, এখন একই ট্রাইবুনালে ইহাদের বিচার হবে।জনগণ এতদিন উহাদের অপরাধের গল্প শুনেছে, এখন তারা ইহাদের অপরাধের গল্প শুনবে। পুরনো শিহরনের স্থানে নতুন শিহরন স্থান লাভ করবে। তবে বেকারদের চাকুরী হবে কিনা, দ্রব্যমূল্য কমবে কিনা, অর্থ পাচার বন্ধ হবে কিনা, এসব বিষয় আমি তেমন কিছু বলতে পারি না।
হাওয়া ভবন হয়েছে। আয়না ঘর হয়েছে। সামনে কি অপেক্ষমান রয়েছে? ভোটের ফল যাই হোক মৃত্যূর আগে অন্তত আর একবার ভোট প্রদানের আশায় আছি। বহুকাল যারা ভোট প্রদান করতে পারেনি তারাও হয়ত সামনে ভোট প্রদানে আশাবাদী। ভরা পেটে নাহি খাই- তবু আর একবার ভোট দিতে চাই।ভোটের দিন বের হয়ে একজন কে জিজ্ঞাস করলাম খবর কি? সে বলল, একচের টাক্কায়। এখানেই পার্থক্য। জনগণ হয়ত আবার ভোট দিবে। এতকাল যাদের অপরাধের বিচার হয়নি তাদের অপরাধের বিচার হবে। একতাল যরা অবিচারের মধ্যে ছিলো তাদের অনেকে এরমধ্যে ছাড়া পেয়েছে। বেগম জিয়া চিকিৎসা করাতে এখন বিদেশ যাবেন। তিনি এখন স্বাধীন। ভোটারগণ এখন স্বাধীন। তাঁরা স্বাধীনভাবে ভোট দিবেন।
ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। ৭৬ বছরের বুড়ির বদলে ৮৪ বছরের বুড়া এসেছে। তারপর কে আসবে? সেটা না হয় আসার পর দেখব। বুড়ার জন্য শুভ কামনা। বুড়া সফল হলে দেশ এগিয়ে যাবে।
১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভোটের দরকার আছে। অনেক দিন ভোট দেওয়া হয় না, সেজন্য গাঁটের টাকা খরচ করে হলেও এবার ভোট দিতে চাই। শুধু এক বার, শুধু এক বার ভোট দিতে চাই। তারপর বাঁচলে আরো বেশী বার ভোট দেওয়ার সুযোগ হলে ভালো। ভোট প্রদান আমার অতিব পছন্দের একটি কাজ।
২| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন পার্থক্য নেই ।
যেই লাউ
সেই কদু।
আপনরা কোমলমতিরা কয়েক দিন পর চান্দা খাবে।
১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে আমি ভোট দিতে পারলে খুশী হব।
৩| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০১
রানার ব্লগ বলেছেন: দাদু কে বলেন ৬৬৬ কোটি টাকার ট্যাক্স টা পরিষোধ করে দায়িত্বভার নিতে । নিজে দুর্নিতিগ্রস্থ থেকে অন্যের বিচার করা টা মানায় না ।
১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: পূর্বের লোকেরা দুর্নিতিগ্রস্থ থেকে অন্যের বিচার কিভাবে করলো? খালেদা জিয়াকে এত্ত কষ্ট দেওয়ার কারণ কি?
৪| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১১
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: পূর্বের লোকেরা দুর্নিতিগ্রস্থ থেকে অন্যের বিচার কিভাবে করলো? খালেদা জিয়াকে এত্ত কষ্ট দেওয়ার কারণ কি?
আরে বাহ !! পুরানা জঞ্জাল মুছে ফেলে নতুন দিন শুরু করবেন তো শুরুর কারিগর কি করে দুর্নিতীগ্রস্থ হয় । তাকেও সুদ্ধ করেন ।
১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলায় কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা প্রবাদ আছে। আর এটা বাংলাদেশ। আমাদের চেয়ারম্যান ছিলেন মহাসন্ত্রাসী কাসেম জিহাদী। আমি মুগ্ধ হয়ে তাঁর নীতিকথা শুনতাম।
৫| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৯
রানার ব্লগ বলেছেন: যারে দিয়ে ভুত ছাড়াবেন সেই ভুত গ্রস্থ !!!! অতি উত্তম !! মারহাবা !!! আসেন মিলাদ পরি !!!
১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তা’ এদেশে সুনীতির লোকটা কে? এখানেতো ঠগ বাছতে গাঁ উজাড়ের দশা।
৬| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫০
কামাল১৮ বলেছেন: ভাবিকেও সাথে নিয়েন ভোট দিতে।হাদিস শুনিয়ে তাকে ঘরে রেখে নিজে চলে যাইয়েন না ভোট দিতে।ইসলামে কি ভোট ফোট জায়েজ।
১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভোট দিতে সে আমার চেয়ে উৎসাহী।
৭| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫১
জ্যাক স্মিথ বলেছেন: এই উপস্থাপিকার ভাবের চেয়ে ভঙ্গি বেশি, দেখলেই মন চায় একটা থাপ্পর দেই।
আগামী নির্বাচনে আমি জামাতে ইসলামিকে ভোট দিবো, আপনি কোন দলকে দিবেন?
১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: দল নয় যোগ্য প্রার্থী দেখে ভোট দেব। নৌকার প্রার্থীকে দেব না। সে রাস্তা ঠিক না করায় আমার দুই মেয়ের গর্বপাত ঘটেছে।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫
বাউন্ডেলে বলেছেন: ভোটের দরকার কি। ৬৬৬ কোটির ১৬৬ কোটি পাগলা পানি বর্ষন করে গদি খালি করন। লাভ ৫০০ কোটি; সাথে একখান গদি ফ্রি। জয় বাবা ভোলানাথ। নতুন উদ্যেক্তাদের মধ্যে সাজ সাজ রব শোনা যাচ্ছে। বেকার জীবনের চেয়ে শহীদ জীবন উত্তম !!!!।