নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বাচ্চারা ৫ আগস্ট স্বাধীনতা অর্জনের কথা বলছে। ট্রাম্প জয়ী হওয়ায় ট্রাম্প ও মোদী মিলে সেই স্বাধীনতা হরনের কথা অনেকে বলছে। শেখ হাসিনার সাথে বাচ্চারা জয়ী হলেও ট্রাম্প ও মোদীর সাথে তারা জয়ী হতে পারবে কি? উক্ত দুই মহাবীরের সাথে বাচ্চারা পরাজিত হলে তাদের অনেককেই উপরে চলে যেতে হবে বলে প্রতিয়মাণ হচ্ছে।বাচ্চাদের মহান নেতা প্রফেসর ইউনুস যুদ্ধের ময়দানে ঘুমিয়ে পড়েন কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ তাঁর বয়স হয়েছে।
জনগণ বলছে দেশে পরিবর্তন বলতে শেখ হাসিনার বদলে প্রফেসর ইউনুস এসেছেন ঘটনা এ পর্যন্ত। আর পরিবর্তন হলো বিম্পি-জামায়াত চাঙ্গা হয়েছে এবং আম্লিগ ঘুমিয়ে পড়েছে। পনের বছরের চেতনা জাগ্রত করার প্রচেষ্টার পর তারা অচেতন হয়ে পড়েছে। এদিকে বাচ্চারা উল্টা চেতনায় ঠিক কি বলছে তা’ অনেকের বোধগম্য হচ্ছে না। শেখ হাসিনাকে তাড়ানোর বিষয়টি সবাই বুঝেছে, তারপর বাচ্চারা এমন কিছু বলছে যা জনগণ বুঝতে পারছে না।
অনেকের কথায় মনে হচ্ছে মহান সম্রাট ট্রাম্প সুবেদার শেখ হাসিনাকে কিছু দিনের মধ্যে নিজ হাতে বাংলার মসনদে বসিয়ে দিবেন। কেউ কেউ বলছে শেখ হাসিনা বাংলার পর এবার ভারতের প্রধানমন্ত্রী হলে ভালো হবে। তারপর তাঁকে আম্রিকার প্রেসিডেন্ট বানালে আরো ভালো হবে। কারণ তিনি এক বনের এক বাঘিনী। মহান এ মহিয়সীর বাংলা ছেড়ে যাওয়ার সময় বাংলায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। যার জন্য দায়ী জামায়াত-শিবির দমনে মেঘা প্রকল্প বাস্তবায়ন হবে বাংলার মাটিতে। এর হাওয়া বাতাস বিম্পির গায়ে লাগতে পারে মনে করে তারা কি বলতে কি বলে বুঝতে পারছে না। কাঁচা মাথার কারণে বাচ্চাদের বিষয়টা বুঝতে আরো কিছু সময় লাগতে পারে।
জনগণকে কেউ কেউ ছাগলের তিন নম্বর বাচ্চা মনে করছে। যাদের জাতীয় পশু বাঘ তাদের ছাগলের সাথে তুলনা করা অপরাধ। এমনিতেও দেশটা জলে ডুবে যাওয়ার কথা অনেকে বলছে। তারপর না হয় হিন্দুরা ভারত যাবে। অন্যরা কোথায় যাবে? চিন্তার মাত্রা বেড়ে যাওয়ায় আমি চিন্তা করা ছেড়ে দিচ্ছি।
১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: চিন্তা করে দেখলাম চিন্তা করে কোন লাভ নাই।
২| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩৮
ইলি বলেছেন: বাচ্চারা পরাজিত হলে তাদের অনেককেই উপরে চলে যেতে হবে।
১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: শুনেছি শেখ হাসিনার নিজের হাতে জবাই করার অভ্যাস আছে।
৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:১৬
নান্দাইলের ইউনুছ বলেছেন:
মে
ভাই
তো
দেহি
কোরআন
হাদিস
ছাড়ি দি
ফলিটিক্স
নিয়াও
ফোস্ট
দেন।
১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ আর নতুন কি?
৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৫১
নান্দাইলের ইউনুছ বলেছেন:
পৃথিবীতে পাপ বলে কিছু নেই।
প্রচলিত আইনের বাইরে কোন কাজ করাটা অন্যায়।
সেটা থেকে বিরত থাকাই প্রতিটি দায়িত্বশীল নাগরিকের কর্তব্য।
১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: মাথার উপর দিয়া গেল।
৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৩৯
আহরণ বলেছেন: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মূল শক্তি বাংলাদেশের জনগণ। পদ্মা, মেঘনা, যমুনা............ @ জাগতিক ভাইয়া?
১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে পালিয়ে গেলেন কেন?
৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৯
কামাল১৮ বলেছেন: পুলিশ হত্যা করলো কারা?একজন দুইজন না ৪৪ জন।যারা পুলিশ হত্যা করেছে তারাই অনেককে হত্যা করেছে।এরা পাকা খেলোয়াড়।
১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: যাদের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে তারা বুঝে এর কষ্ট। সুতরাং যারাই এটা করেছে তারা এটা ভালো কাজ করেনি।
৭| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪
আহরণ বলেছেন: লেখক বলেছেন: তাহলে পালিয়ে গেলেন কেন?
না ভাইয়া, তিঁনি মোটেও পালিয়ে যান নি। জামাত-শিবিরের হাতে নির্বোধ ছাত্র দের রক্তপাত এড়াতে সাময়িক বিরতিতে আছেন।
১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিরতি শেষ হলেই তিনি ফিরে এসে কিছু লোককে উপরে পাঠিয়ে দিবেন।
৮| ১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২
মেঘনা বলেছেন: আমরা জনসাধারণ, কথার মাধ্যমে আনন্দ খুঁজি। এই যেমন সবাই বলতেছে- হাসিনা পালাইছে পালাইছে। বিগত সরকার আমলে যারা নির্যাতিত অত্যাচারিত হয়েছে, নিজের ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে - তারা সত্যিই আনন্দিত। আর কিছু লাভ না হইলেও, তারা আনন্দের এই ঢেকুরটা তুলতাছে যে - স্বৈরাচারী হাসিনা পালাইছে।
কিন্তু আসলে হাসিনা তো পালায় নাই, তাকে তাড়ানো হয়েছে। তার বিরুদ্ধে ৩৬৬ টা খুনের মামলা হওয়ার পরেও উপদেষ্টা আসিফ নজরুল স্যার বা অন্য কেউ ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণ দাবি করে নাই। এখানেই রহস্য।
১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এন্টি আওয়ামী লীগ হাসিনাকে তাড়াতে পেরে খুশী। তবে কোন রকমে তিনি স্বপদে ফিরতে পারলে যারা তাঁকে তাড়িয়েছে তাদের খবর আছে।
৯| ১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
মেঘনা বলেছেন: প্রতিটা আন্দোলনের ই কিছু পজিটিভ নেগেটিভ দিক থাকে।
জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন পজিটিভ দিকের মধ্যে একটা হল - এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ভীত সন্ত্রস্ত নিপীড়িত হিন্দুদের মধ্যে একটা স্বাধীনতা বোধ প্রকাশ পাইছে। বাংলাদেশের হিন্দুরা এখন আর ভারতে যাইতে চাইতেছে না। বরং প্রকাশ্যে ঘোষনা দিতেছে - দেশটা কারো বাপের না।।
১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশটা কারো বাপের না। কথা সত্য।
১০| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২৩
আদিত্য ০১ বলেছেন: মহাজাগতিক মানুস এত চিন্তা করেই, তবে আমাদের আর চিন্তা করতে ভালো লাগছে না, এত চিন্তা করে কি হবে একদিন তো মরেই যাবো
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০০
সৈয়দ কুতুব বলেছেন: আমিও চিন্তা ছেড়ে দিয়েছি। ভাবছি বাংলাদেশের কোন দূর্গম গ্রামে গিয়ে বসবাস করবো যেখানে ফোন, ইন্টারনেট কিছু নাই।