নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বড় জামাই ইপসার প্রোগ্রাম অফিসার ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর উন্নয়নে নিযুক্ত আছে

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১২



জামাই এর পোষ্ট থেকে- ২০২৪ এর ভয়াবহ বন্যার ফলে ফেনীতে ক্ষতিগ্রস্থ রাস্তা নির্মাণ প্রকল্প এবং খাল পরিষ্কার কর্মসুচী পরিদর্শন। প্রকল্প বাস্তাবায়নকারী সংস্থা ইপসা Young Power in Social Action (YPSA)। ডোনারঃ WFP । বেনিফিশিয়ারিরাও অত্যন্ত কৃতজ্ঞ এই জন্য যে, ইপসা রাস্তাগুলো করে না দিলে তাদের এই রাস্তার উন্নয়নের কাজ হয়ত হতই না।

# টেলিভিশন সংবাদে জামাইয়ের নাম মাঝে মাঝে শুনা যাচ্ছে। এমনিতেও বড় জামাই ও ছোট জামাই সোস্যাল লিডার এবং মেঝ জামাই পলেটিক্যাল লিডার। বন্যায় মেঝ জামাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। জনগণ তার কাজে সন্তোষ প্রকাশ করেছে।


বিগত সরকারের আমলে খালগুলো সব দখল হয়ে গিয়েছিলো। সেজন্য ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুরের বন্যার পানি সহজে নামতে পারেনি। সরকারের উন্নয়নের জোয়ারে মাটি এসে খালগুলো সব ভরাট হয়ে গিয়েছিল। আমাদের বাড়ীর পাশের যেসব খালে আগে নিয়মিত নৌকা চলত। নৌকার শাসন আমলে সেইসব খাল অস্তিত্ব হারিয়ে ফেলে ছিল। শাসক দলকে কেউ কিছু বলার শাহস ছিল না। জিয়া খালকেটে ছিল বলে আওয়ামী লীগ খাল ভরাটে অবদান রেখেছে। ফলাফল হলো জনগণের ভোগান্তি। হাসিনা বলেছেন তিনি ভারতকে এমন দিয়েছেন যে তারা তা’ ভুলতে পারবে না। ভারত তাঁর কথা ভুলতে পারেনি। অন্য দিকে তাঁর দল রাস্তায় বাঁশ দিয়েছে। অধীক মূল্যে করা সেইসব রাস্তা সহজে নষ্ট হয়ে যায়। সেই রাস্তায় চলতে গিয়ে আমার দুই মেয়ে ও এক ভাতিজির বাচ্চা নষ্ট হয়ে যায়।

বিগত সরকার যে চেতনা সরবরাহ করেছে তা’ হলো দেশের জন্য যা করার তা’ বঙ্গবন্ধু একাই করেছেন। সেজন্য চার হাজার কোটি টাকা খরচ হয়েছে তাঁর মূর্তির পিছনে। এসব দেখে জনগণ বিরক্ত হয়েছে। সেজন্যই অবশেষে সরকারের বিরুদ্ধে জনজোয়ার সৃষ্টি হয়েছে। সামনে যারা সরকারে আসবে তারা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত গড়ার কাজ করতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:



ভালো, মেয়েগুলোও ভালো থাকুক।

আমার দেখা মতে, আমাদের গ্রামের ১ জন মেয়েও স্বামী নিয়ে সুখী হতে পারেনি।

শেখের ভাষ্কর্য বেশী করে ফেলেছিলো শেখ হাসিনা; ১টি ভাস্কর্যই ঠিক ছিলো; উহা ওওয়ার দরকার ছিলো রেসকোর্সে।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখের ভাষ্কর্য বেশী করে ফেলেছিলো শেখ হাসিনা; ১টি ভাস্কর্যই ঠিক ছিলো; উহা ওওয়ার দরকার ছিলো রেসকোর্সে। এ বিষয়ে সবাই বিরক্ত। আপনার কথা ষোলআনা সঠিক।

২| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:



এবারের ফেনীর বন্যা হয়েছে "গ্লোবেল ওয়ার্মিং'এর ফলে; পানি এসেছিলো ফেনী নদী ও মুহুরী নদী হয়ে।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: পানি সহজে নামতে পারলে ভোগান্তি কম হতো। খাল ভরাট কারীরা অধীক ভোগান্তির জন্য দায়ী।

৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৫

সৈয়দ কুতুব বলেছেন: উত্তম কাজ করছে।

১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাই জনসেবায় যুক্ত হওয়ায় মেয়ে আড়াই মাস আমার কাছে থাকবে। আগামী কাল থেকে সে যুব উন্নয়নের বিউটিফিকেশন কোর্সে অংশগ্রহণ করবেে- ইনশাআল্লাহ।

৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

হাসান জামাল গোলাপ বলেছেন: আপনি এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করছি। দেশে বন্যা পরবর্তী পুনর্বাসন আরো টেকসই হউক।

১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিন।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৩২

আহরণ বলেছেন: আপনি কত টাকা দান করলেন............. জাগতিক ভািয়া??

১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা সরকার নিয়েছে। এসব কথা বলতে নেই।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১১

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুমন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.