|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
ভারত বাংলাদেশ যুদ্ধ হলে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশী তালেবানরা। সেই যুদ্ধে তারা ভালো সাফল্য পেলে তারা জনগণের সমিহ পাবে।এদের বহু বছর যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। অবশেষে এদের সাথে যুদ্ধ করতে করতে ভারত ক্লান্ত হয়ে পড়লে ভারত এদের কাছে পরাজয় স্বীকার করবে।সংগত কারণে তখন বাংলাদেশে তালেবান সরকার গঠিত হবে। 
ভারত বাংলাদেশ যুদ্ধ হলে ভারতের প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান ও চীন বাংলাদেশ পক্ষে সহায়কের ভূমিকা নিতে পারে। সে জন্য এ যুদ্ধে ভারতকে সব সীমান্তে যুদ্ধে ব্যস্ত থাকতে হতে পারে। সুযোগ বুঝে সেভেন সিস্টার, কাস্মির ও পাঞ্জাব স্বাধীন হতে চেষ্টা করতে পারে। পাকিস্তান কাস্মিরের বাকী অংশ নেওয়ার চেষ্টা করতে পারে। চীন অরুণাচল নিতে তৎপর হতে পারে। সাকুল্যে দেশটাকে মহাসংকটে পড়তে হতে পারে। সুতরাং ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ না করা সমিচিন। আর বাংলাদেশ তো এমনিতেই অতিশয় শান্ত ভদ্র শান্তিপ্রিয় একটি দেশ। তারা তো যুদ্ধ করবেই না। তবে যুদ্ধ হলে বাংলাদেশের প্রতি এদেশের মাসিদের দরদ বেশী হবে। মাসিদের স্নেহে এদেশের জঙ্গিগুষ্ঠি অস্ত্রপাবে। তারা ভারতের সাথে দুমচে যুদ্ধ করবে।যুদ্ধ জয়ের পর যদি দেখা যায় বিজয় পতাকা জঙ্গিদের হাতে তখন তাদের সরকার গঠন আর ঠেকাবে কে? তারচে বরং ভারত আগের মত আলু-পেয়াজ দেক। তার বিনিময়ে কিছু পয়সা কড়ি তারা পেয়ে যাক। তবে ভারতকে যদি সুখে থাকতে ভুতে কিলায় তবে তারা এখানে যুদ্ধ করতে আসবে। 
ভারত বাংলাদেশ যুদ্ধে জঙ্গিরা ভালো করলে জঙ্গি বিরোধীদের এখানে টিকে থাকা মুশকিল হয়ে পড়বে।ফলে দেশের জনসংখ্যা অনেক কমে যেতে পারে। যারা বেঁচে থাকবে তারা জঙ্গিপক্ষের মাতুব্বরী মেনে নিবে। ভারতের সাথে এরা জয়ী হলে সেটা ভারতের জন্য আরো বেশী অসস্তির কারণ হবে।বিজেপি শেখ হাসিনাকে বেশী ভালবাসলে তাঁকে পশ্চিম বঙ্গের বিজেপি প্রধান বানিয়ে দিতে পারে।তারপর শেখহাসিনা পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী হলে মন্দ হবে না।
ভারতের প্রতিবেশী আফগানিস্তানে তালেবানরা রাষ্ট্র চালাচ্ছে।তাদের ছা-পোনা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে আছে।তাদের জনসমর্থন নেই। তবে যুদ্ধ করে কেউ তাদের রাষ্ট্র পাওয়ার ব্যবস্থা করলে তারা সে সুযোগ হাতছাড়া করবে না।ভারতের শত্রুরা তাদেরকে চাপে রাখতে বাংলাদেশী তালেবানকে সহায়তা করবেই। ভারত যদি সে সুযোগ করে দেয় তবে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারবে। 
 ২৮ টি
    	২৮ টি    	 +০/-০
    	+০/-০  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১২:০২
০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১২:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ হলে সবার বিপদ হবে।
২|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১২:৪২
০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১২:৪২
ইথার রহমান বলেছেন: মুখোমুখি যুদ্ধ হলে বাংলাদেশীরা জিতবে, ভারতীয় হিন্দুরা লাফালাফি করলেও মনেপ্রাণে বাংলাদেশীদের ভয় পায়।
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০২
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: জিতলেও যুদ্ধ চাই না। কারণ যুদ্ধে অনেক ক্ষয়-ক্ষতি হয়।
৩|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১:২৩
০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১:২৩
সাহাদাত উদরাজী বলেছেন: সম্ভাবনা নেই, ওদের এত সাহস হবে না বা এর কোন কারনও নেই!
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৩
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সবার সুমতি থাকুক।
৪|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১:৪৮
০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১:৪৮
সরকার পায়েল বলেছেন: যুদ্ধ হবে নাকি ❓ আগে গৃহযুদ্ধ শেষ করেন তারপর ভারত ধইরেন! আগরতলা সরকার হলে তলা থাকবে না ‼️ সেই চিন্তা করেন l
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৫
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আগরতলা সরকার হলে তলা থাকবে না কথাটা ঠিক বুঝলাম না। এদেশের মানুষ আগর তলাকে উগির তলা থেকে বেশী কিছু মনে করে না।
৫|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৩:৫০
০৬ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৩:৫০
নান্দাইলের  ইউনুছ বলেছেন: 
ভারতের সামনে বাংলাদেশ ৫ মিনিটও টিকতে পারবে না। 
ফলাফল বাংলা হবে পশ্চিম বঙ্গের অংশ। 
অতএব বন্ধুত্ব টিকিয়ে রাখাই উত্তম। 
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৮
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের সামনে বাংলাদেশ ৫ মিনিটও টিকতে পারবে না বাংলাদেশীদের সম্পর্কে আপনার ধারণা সঠিক নয়। যুদ্ধে ভারত বাংলাদেশর সাথে জয়ী হতে পারবে না। সুতরাং ভারত-বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশের মানচিত্র আরো বড় হবে। আমরা আমাদের যোগ্যতায় স্বাধীন। কারো দয়ায় আমরা স্বাধীন নই।
৬|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ৮:২০
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ৮:২০
জেনারেশন৭১ বলেছেন: 
১৯৭১ সালে ওরা রাজাকার, আলবদর, শান্তি কমিটি ও জামাত নামে পরিচিত ছিলো; এখনকার নাম তালেবান? ভালোই, আগে অস্ত্রহীন বাংগালীদের হত্যা করেছিলো, এখন এটম বোমার মালিকদের সাথে যুদ্ধের অভিজ্ঞতা লাভ করবে।
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৯
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন পরিস্থিতি একটু ভিন্ন।
৭|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ৮:২৮
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ৮:২৮
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশি তালেবান যুদ্ধ করলে আপনার অবস্থান কি হবে?
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:১১
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশের পক্ষে তারা যুদ্ধ করলে তো তাদেরকে মানা করা যাবে না। এমনকি চীন, আফগান ও পাকিস্তান আমাদেরকে সহায়তা করলে তাদেরকেও মানা করা যাবে না।
৮|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ৮:৫০
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ৮:৫০
কামাল১৮ বলেছেন: যুদ্ধের পরে বেচে থাকলেতো তালেবান হবে।৭১রে যে ভুল করেছিলো এবার সেটি হবে না।
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:১৪
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ৭১ আর এখনকার পরিস্থিতি একটু ভিন্ন। এসময়ে তাবেবান আফগানিস্তানে বৃহৎ শক্তির সাথে যুদ্ধ করে তাদের সক্ষমতা দেখিয়েছে। তথাপি কারো শক্তির পরীক্ষার জন্য যুদ্ধ কাম্য নয়। কারণ যুদ্ধে অনেক ক্ষয়-ক্ষতি হয়।
৯|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৯
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: যুদ্ধ যুদ্ধ করছেন কেন?
যুদ্ধ লাগার মতো পরিস্থিতি হয়নি এখনও।
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৫৭
০৬ ই ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের কেউ কেউ যুদ্ধের হুমকি দিচ্ছে। সেজন্যই বলছি।
১০|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২৫
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনিও মাঝে মাঝে গাজী ভাইয়ের মত আকাশ কুসুম চিন্তা করেন...
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৫৯
০৬ ই ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতীয়রা উস্কানী মূলক অনেক কিছুই করছে। এদেশের কেউ কেউ ভারতের ভয়ে নেংটি ইঁদুর হয়ে আছে। অনেকে আবার ভারতের তাবেদারীর কথা বলছে।
১১|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪৫
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪৫
বিষাদ সময় বলেছেন: যারা বলেন ভারতের সাথে যুদ্ধে বাংলাদেশ পাঁচ মিনিট টিকবে না তারা বোকার স্বর্গে আছেন। যদি ভারতের সে সক্ষমতা থাকতো তবে তা অনেক আগেই দেখিয়ে দিত।
আর আপনার এ স্বপ্ন পরজাগতিক। শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর চিন নিয়েে বিশ্ব না। চিন যদি ভারতে দিকে নজর দেয় আমেরিকা চিনের দিকে নজর দিবে আর তাইওয়ান পাকাপাকি ভাবে হারেতে পারে। অপরদিকে রাশিয়ার সাথে ভারতের ট্রিটি আছে কাজেই রাশিয়া ভারতেকে সহযোগীতা করতে পারে। আমেরিকার ট্রাম্প প্রশাসন ভারত কে বেকায়দায় ফেলে তার বাজার নষ্ট করবে না। কাজেই আপনার স্বপ্নের চেয়ে বিষয়টা জটিল।  তবে এটা সত্যি যে শুধু ভারত না সারা বিশ্বই ইসলামী জঙ্গী গোষ্টিকে ভয় করে। কারণ নিজেরা দশজন মরে আপরের একজন মারতে পারা টাকেই তারা বিশাল সোয়াবী কাজ মনে করে। তাই ভারত কোন দিনই বাংলাদেশের সাথে কনভেনশানাল ওয়ারে যাবে না। খুব বেশি প্রয়োজন হলে ভারত সার্জিকার স্ট্রাইক করতে পারে।
উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয হোক সেটাই কামনা করি না হলে আমাদের সুখে শান্তিতে ব্লগিং করা বন্ধ হয়ে যাবে।
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:০৩
০৬ ই ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি যা বলছি তা যুদ্ধ এভোয়েট করার জন্য বলছি। ভারতের অনেকেই রংপুর ও চট্টগ্রাম জয়ের কথা ভাবছে। তাদের সে ইচ্ছা থেকে সরে আসার যোক্তিক কারণ আমি তুলে ধরার চেষ্টা করছি।
১২|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:২৩
০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:২৩
ঊণকৌটী বলেছেন: প্রথম কথা ভারত যুদ্ধবাজ দেশ না, আর ভারত যদি শত্রুতা করে সেইটা দীর্ঘ মেয়াদে কয়েক বছর পরে বুঝবেন |যেটা আজকের পাকিস্তান বুঝতে পারছে, সোজা কথা আপনারা এই ভাবে লাফালাফি করলে ধীরে ধীরে টোটাল বর্ডার নৈতিক অনৈতিক ব্যবসা সবই বন্ধ হয়ে যাবে, তাই ভারত ভারত না করে ভারতের দিকে নজর না এনে নিজেদের সমস্যার প্রতি নজর দিন, সত্যি কথা আপনারা ও কিছু মিডিয়া ছাড়া ভারত এর সময় নেই, বাংলাদেশের প্রতি সময় দেবার, আর যুদ্ধ! আধুনিক যুদ্ধের সংজ্ঞা জানেন, অর্থনৈতিক ভাবে মেরে পঙ্গু করে দেওয়া টাও একটা যুদ্ধ |
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:৩৮
০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: পাকিস্তান আগে কারা আক্রমণ করে ছিল? আপনার দেখছি ইতিহাসের কোন জ্ঞান নাই। আমরাও আগে ভারত আক্রমণ করব না। তবে ভারত আমাদেরকে আক্রমণ করলে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমাদের দেশ প্রস্তুত আছে। আর আমাদের স্বাধীনতার যোগ্যতা আছে বলেই আমরা স্বাধীন।
১৩|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৪৬
০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৪৬
ঊণকৌটী বলেছেন: আপনার মতো লোক বাংলাদেশের জন্য কি অবদান রেখেছে জানিনা, কিন্তু দেশটাকে পিছিয়ে নিতে হয়তো আপনার মত কোটি কোটি লোকের অবদান আছে | শ্রদ্ধেয় গাজী সাহেব ঠিকই বলেছেন, এই ব্লগের মধ্যেই অশিক্ষিত,বাস্তব না জানা, আজকের দিনের অর্থনীতি, ভূনীতি সম্পর্কে কিছুই না জানা ব্লগার গিসগিস করছে, যেমন মহাজাগতিক,আমার মতে আপনি হচ্ছেন এই ব্লগের এমন একজন বৈশিষ্ট্য যা সমাজের কোন কাজে আসেনা, আরে ভাই জীবনের শেষ মুহূর্তে (sinior citizion) হিসাবে পারলে দেশের জন্য কিছু অবদান, কিছু চিহ্ন রেখে যান|
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:৪১
০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার প্রিয় গাজী সাহেবের মত যোগ্যতা থাকলে আমাকে ব্লগে ব্যানের উপর থাকতে হবে। আপনাদের মত অতি জ্ঞানী হওয়ার ইচ্ছা আমার মোটেও নাই।
১৪|  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:৫৬
০৬ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:৫৬
ঊণকৌটী বলেছেন: পাকিস্তান আগে কারা আক্রমণ করে ছিল? আপনার দেখছি ইতিহাসের কোন জ্ঞান নাই আপ্নার সাথে কি তর্ক করবো, ভারত প্রথমে কোন দিন কোন দেশকে আক্রমণ করেনি,1971 ও করে নি, আপনাদের বাচাতে অংশ গ্রহণ করেছিল তাও অনাকাঙ্খিত আক্রান্ত এর শিকার হয়ে
  ০৬ ই ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৮
০৬ ই ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: একাত্তরের আগেই ভারত পাকিস্তান আক্রমণ করে হেরে গিয়ে পাকিস্তানকে কাস্মিরের একাংশ ছেড়ে দেয়।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১১:৫৫
০৫ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১১:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: ভারত-বাংলাদেশ যুদ্ধ ভিডিও গেমস ছাড়া কোথাও হওয়ার সম্ভাবনা নাই।