নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
হাসিনা নামক পাথর সরাতেই ক্ষমতায় ইউনুস। কিন্তু ইউনুস হাসিনার মত ওজনদার হওয়ার কথা নয়। সেজন্য বিএনপি এ পাথর সরিয়ে দ্রুত ক্ষমতায় জেঁকে বসতে চায়।আর ক্ষমতাকে স্থায়ী করণ করতে তারা ভারতকেও খুশী রাখতে চায়। এখন তারা বিভিন্ন অংকের হিসাব নিয়ে ব্যস্ত। জামাই বাবাজী বলেছে আজও সে বাসায় খাবে না, ওয়াজ মাহফিলে নেতার সাথে খাবে। ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা ধরে রাখা আসলেই খুব কঠিন।
অস্তিত্ব রক্ষায় জামায়াত-শিবির আওয়ামী লীগের পিছনে লেগে ছিল। অবশেষে তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়াতে পেরেছে। বিষয়টাকে আওয়ামী লীগ পিছু হটা বলেছে। এখন তারা ট্রাম্পের আশায় বসে আছে। এদিকে জামায়াত-শিবিরও ক্ষমতার আসা করছে। তাদের একজন আমাকে বলেছে, আপনি আমাদের দলে আসেন। আগেও তারা এমন বলেছে। আমি তখন বলেছি সরকারী চাকুরী জীবিদের এসব করতে নেই। এখন তাদের প্রস্তাবে আমি সাড়া না দেওয়ায় তারা বলছে এখন সমস্যা কি? তারা তো এটা বুঝতে চাইছে না যে তারপর বিএনপি ক্ষমতায় গেলে আমার চাকুরীর সমস্যা হতে পারে। তা’ছাড়া জামাতার দল ছেড়ে আমি অন্য দলে যাবই বা কেন? তবে আমার ইচ্ছা নিরপেক্ষ থাকা।
সারা বিশ্বে প্রচার পেয়েছে আওয়ামী জনসমর্থনে ধ্বস নেমেছে। ভারতও সেটা বিশ্বাস করে।নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে তারা তাদের সাথে কাজ করবে। কারণ বাংলাদেশ নামক দেওয়ালের পিছনে তাদের সাত বোন। তারা দেওয়ালটা উপড়ানোর চিন্তা বাদ দিয়েছে। কারণ তারা ঝুঁকিতে যেতে চায় না। কারণ দেওয়াল উপড়াতে গিয়ে উপড়াতে না পারলে দেওয়াল আরো মজবুত হয়ে তাদের পিছনে যাওয়া বন্ধ করে দিবে।সুতরাং জামায়াতও যদি ক্ষমতায় যায় তবে ভারত তাদের সাথেও কাজ করবে। জামায়াত এ বিষয়ে তাদেরকে সবুজ সংকেত দিয়ে রেখেছে। আসলে বাংলাদেশের জন্য ভারত এমন একটা দেশ যা বাংলাদেশের যে কোন দলের শান্তিতে দেশ শাসনের জন্য দরকারী একটি দেশ। জনগণের যাদের মাথায় বুদ্ধি খানিকটা কম তারা ভারতকে তুচ্ছ করে কথা বলে। ভারত বিশ্বের সবচেয়ে বড় বাজার। তার থেকে বাংলাদেশ কম খরচে পণ্য ক্রয় করে। আর এখন ওরা সব ধরণের পণ্য বিক্রি করে। নিতান্ত মাথা নষ্ট না হলে বাংলাদেশ পণ্যক্রয়ের এমন একটি বাজার নষ্ট করবে না।ভারতও সহজে বাংলাদেশে সহজে পণ্য বিক্রি করে। একাত্তরের সুযোগ কাজে লাগিয়ে ভারত বাংলাদেশ নামক বাজার নিজের করে নিয়ে ছিল। সেজন্য মহাবন্ধু পঁচাত্তরে নিহত হলেও এ বিষয়ে ভারত তেমন উচ্চ-বাচ্চ করেনি। এখনও হাসিনা পতনে তারা সব কিছু সহ্য করে যাচ্ছে। সব পণ্য বিক্রয়ের বাজার ধরে রাখার জন্য। আর সাত বোনের দেওয়ালের বিষয়টা তো চির বিদ্যমাণ। ইউনুস সরকার তাদেরকে শুরুতেই সে কথা মনে করিয়ে দিয়েছে। সেজন্য হেরে যা্ওয়ার ভয়ে তারা রেগে যেতে পারেনি। এ রাগটা বাংলাদেশকেও দমাতে হবে। দাঁতে-দাঁত চেপে যতই খিঁচ দেওয়া হোক মনে থাকতে হবে আমরা শান্তি চাই। ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাকুক এটা উভয় দেশের কাম্য হওয়া উচিত।
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছেড়েছে এখন ২০২৫ সাল। কত আর অপেক্ষা করা যায়?
২| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১১
ঊণকৌটী বলেছেন: ভারত একটা স্থিতিশীল এবং শান্তির বাংলাদেশ চায়, তাই নির্বাচিত সরকার চায় ,খুবই সম্ভব নির্বাচন হলে বিএনপি আসবে মোদ্দা কথা বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সমৃদ্ধি হোক |
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সাত বোনের দেওয়াল ভেঙ্গে দেওয়া না গেলে এর সুস্থ্যতা অবশ্যই ভারতের কাম্য হবে।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৫৯
কামাল১৮ বলেছেন: মেয়েকে বলবেন জামাতকে একটু দেখে রাখতে।বেশি বেশি যেনো বাইরে খাওয়া দাওয়া না করে। স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে।বাইরের খাওয়া মোটেই ভালো না।
ব্লগে মেয়ে জামাইয়ের কথা বেশি না লেখাই ভালো।তার উপর আবার রাজনৈতিক নেতা।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজনীতি যারা করে তারা চলে না, তারা চালায়।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:০২
কামাল১৮ বলেছেন: জামাতকে না হবে জামাইকে।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৬
রাসেল বলেছেন: দেশে ও জনগণের সেবা করার জন্য উদগ্রীবতা নাকি "অন্যকিছু"? বাংলার ইতিহাস "অন্যকিছু" এর কথাই বলে। শয়তান কখনো নিজের ভুল খুঁজে পায় না, মানুষ নিজের ভুল বুঝতে পারে।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা আওয়ামী লীগকে তাড়াতে পারেনি। অন্যরা যখন আওয়ামী লীগকে তাড়িয়ে দিল তখন তারা ক্ষমতায় যেতে অস্থির হয়ে পড়লো।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: বিএনপি এবং জামাত ক্ষমতার জন্য হা করে আছে।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা মনে করছে ক্ষমতা তাদের অতি নিকটে।
৭| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনির্বাচিত সরকার বেশী দিন ক্ষমতায় থাকা ঠিক না।
যে কোন সরকার আসার জন্য নির্বাচনই উত্তম উপায়।
এমনকি সেটা রাতের ভোট হলেও।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাতের ভোট জনগণ পছন্দ করে না।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১০
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি একশত ভাগ সঠিক কথা বলেছে। ছাত্রদের রাজনৈতিক প্লাটফর্ম নাগরিক কমিটি ২ দিন আগে বলেছে জানুয়ারি/ফেব্রুয়ারী মাসে স্থানীয় নির্বাচন চাইলে সরকার করতে পারে। গণপরিষদ না কি ছাতার নির্বাচন তাও করতে পারে। ছাত্র সংসদ নির্বাচন করতে পারে। শুধু জাতীয় নির্বাচন শেখ হাসিনার বিচারের পর করতে হবে। এটা কেমন হয়ে গেলো না? স্থানীয় নির্বাচন কেন চায় এখন? আসিফ মাহমুদ এলজিআরডি মন্ত্রণালয়ে আছে সে জন্য?
এখন বিএনপি যদি বলে জাতীয় সংসদ নির্বাচন জুলাই মাসে দিতে হবে তবে উহা অন্যায় কেন হবে?