নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তোমার কথাগুলো কৃষ্ণচূড়ার অনেক ফুলের সমারোহে
লিখিত উপর-নীচ সবটা সুন্দর দৃষ্টির তলে
ঝরা ফুলে অত:পর বৃক্ষ ডালে ফুলের দলে হরেক
রঙেরা খেলা আচানক দেখে বিমোহীত হই।
সেকথা ঝর্ণা ধারা নদীর স্রোত সাগরের ঢেউ অবিরাম
চলতে থাকে গন্তব্যে; তারা বাঁধন হারা স্বাধীন
গতীতে মানে না কোন প্রতিরোধ সেজন্য
তোমার কথার ঠাঁই হৃদয় অন্তপুরে হে মোহিনী বালিকা।
সে দিন অনেক কথার ভিড়ে তোমার কথায় দেখি
আলাদা রকম ব্যঞ্জনায় দোলে হরেক বনফুল
মৃদু হাওয়ায় সে রূপে হারিযে নিজেরে পাই না খুঁজে
বার বার আবার বিমোহীত তোমার কথায় হে প্রিয়া।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩০
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা লেখার প্রতিভা কি স্কুল জীবন থেকেই ছিলো?