নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বৃষ্টি এলে মেঘ বালিকা ভিজতে থাক তুমি
জ্বর না উঠে সেই দিকেতে খানিক খেয়াল রাখ
আকাশ তলে নদীর জলে আনন্দ ঢেউ খেলে
তারাও ভিজে তোমার মত সুখের ভেলায় ভেসে।
প্রসারিত দু’হাত দিয়ে কাছে ডাক কারে?
দুরের নায়ে বসা নাকি তোমার আপন জন?
বক্ষে তারে ঠাঁই দিতে কি ডাকছ এমন করে?
নদীর মত গভীর তোমার নিখাঁদ ভালোবাসা।
আমি তোমায় চিনি মেয়ে মিষ্টি প্রেমের ফুল
সুঘ্রাণ তোমার ছড়িয়ে পড়ে জোছনা রাতে দেখি
মিষ্টি হাসির জোনাক জ্বলে তোমার মুখ পানে
রাতের পরি হয়ে তুমি ডানা মেলে উড়।
২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: হাদিস কোরানের বাণীর পোষ্ট করি পরকালের জন্য।
২| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: মন ভালো করে দেয়ার মতো কবিতা!
২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা হলো ছবির কবিতা।
৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক কবি দা
২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যখন বলেছেন তবে আশ্বস্ত হওয়া যায়।
৪| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৫| ২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮
কিরকুট বলেছেন: লেখক বলেছেন: হাদিস কোরানের বাণীর পোষ্ট করি পরকালের জন্য।
নিশ্চিত থাকের কপি পেস্টের জন্য আপনার পরকালের কার্যক্রমের কোন কম বেশি হবে না ।
২১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন এরজন্য পরকালে তাঁর নৈকট্য পাওয়া যাবে।
৬| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: আমার কোনো পরকালের চিন্তা নাই। পরকালের চিন্তা করে ইহকাল নষ্ট করতে চাই না।
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ এবং রাসূল (সা) স্বপ্নে আমার সাথে কথা বলেন। আল্লাহকে না দেখলেও রাসূলকে (সা) স্বপ্নে দেখি। আমার স্ত্রী ও দুই কন্যা রাসূলকে (সা) স্বপ্নে দেখেছে। সেজন্য আমার পরিবার পরকাল বিষয়ে উৎসাহী। পরকাল বিষয়ে তারা উৎসাহী হওয়ায় তারা পরোপকারী। পরকালের জন্য লোকে ইহকালে মানুষের উপকার করলে ক্ষতি কি?
৭| ২২ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলীগ নির্বাচনে অংশ নিবে এবং সম্মানজনক আসনও লাভ করবে। তবে কারচুপি হতে পারে। বিশেষ করে মিডিয়া ক্যু হবার সম্ভাবনা আছে ১০০%।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬
কিরকুট বলেছেন: আপনার কবিতা গুল সুখপাঠ্য । অন্তত কপি পেস্ট করা হাদিস কোরানের বানীর থেকে ।