![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আজ আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির নেতারা গুছিয়ে কথা বলে। তারা বলছে তারা ভারত পন্থী ও পাকিস্তান পন্থী রাজনীতি করতে দেবে না।এসময়ে ভারত বিরোধী ও পাকিস্তান বিরোধী রাজনীতিও অপ্রয়োজনীয়। নতুন হতে যাওয়া দেশ রাখাইন বা আরাকান দিয়ে ভারত তার বন্দর সুবিধা নিতে পারবে। বাংলাদেশ ভারতকে সে সুবিধা প্রদান করে টাকা আয় করতে পারলে ক্ষতি কি? আবার ভারত পণ্য না দিলে পাকিস্তান থেকে পণ্য কিনে বাংলাদেশ প্রয়োজন পূরণ করতে পারে। সুতরাং ভারত-পাকিস্তানের তাবেদারীও নয় এবং তাদের বিরোধীতাও নয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত।
আওয়ামী লীগকে বাদ দিয়ে করা নির্বাচন অংশগ্রহণ মূলক নির্বাচন বিবেচীত হবে না। সামনের নির্বাচন হতে হবে সবাইকে নিয়ে। ওরা বলছে তারা ফ্যাসিবাদ, তারা বলছে ওরা জঙ্গী। জনগণের মনভাব বুঝতে সবাইকে নির্বাচনে রাখা সঠিক কাজ। জনগণ ফ্যাসিবাদ ও জঙ্গীকে ভোট দিলে সমস্যা কি? ট্রাম্প বিষয়ে বিশ্বের বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। কিন্তু আমেরিকানরা তাঁকেই প্রেসিডেন্ট বানিয়েছে। তেমনি ভারতীয়রা প্রধানমন্ত্রী বানিয়েছে মোদীকে।গণতন্ত্রে জনগণের ইচ্ছাই শেষ কথা। জোর করে কোন পক্ষকে নির্বাচনের বাইরে রাখলে তো সেটা গণতন্ত্র হল না। এন্টি আওয়ামী লীগ আওয়ামী লীগ মোকাবেলায় দু’তরফা নির্বাচন করতে পারে। প্রথম বার কেউ ৫০% এর বেশী ভোট না পেলে সেই আসনে দ্বিতীয় বার ভোট করলে ৫০% এর কম ভোট পেয়ে কেউ এমপি হবে না। এটা হবে প্রকৃত গণতন্ত্র। আমার ধারণা প্রকৃত গণতন্ত্রে আওয়ামী লীগকে রুখে দেওয়া সম্ভব হবে।
বিএনপিকে র্নির্বাচনের বাইরে রেখে করা হাসিনার নির্বাচন জনগণ পছন্দ করেনি।আওয়ামী লীগকে র্নির্বাচনের বাইরে রেখে করা র্নিাচনও জনগণ পছন্দ করবে না।সুতরাং সবাইকে নিয়ে নির্বাচন করা হোক। সব ভোটার যেন ভোট কেন্দ্রে আসে সেই ব্যবস্থা করা হোক। তারপর কোয়ালিশন সরকার হলেও হোক। জাতীয় ঐক্যের জন্য সঠিক নির্বাচন দরকার। নতুন রাষ্ট্র রাখাইন/আরাকানও ভারতের বন্ধু হতে চলেছে। তারমানে বাংলাদেশের তিন দিক ভারত ও ভারতের বন্ধু দিয়ে ঘেরা। এমতাবস্থায় সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নাই।ভারত যা বলবে আমরা সেটা শুনতে বাধ্য হলে বিষয়টা ভালো হবে না। ইউক্রেনের জাতীয় ঐক্য না থাকার সুবিধা গ্রহণ করছে রাশিয়া। আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে। আমরা আমাদের সকল নাগরিককে সম্মান করব- এটাই আমাদের অঙ্গিকার হতে হবে। বাংলাদেশের সবাই হবে বাংলাদেশী, কেউ ভারতীয় ও পাকিস্তানী হবে না- এটাই হোক আমাদের বাস্তবতা। আমাদের চেতনা হোক বাংলাদেশী চেতনা। জাতীয় নাগরিক পার্টি আমাদের বাংলাদেশী চেতনা জাগ্রত করতে পারলে সেটা জাতির জন্য মঙ্গল জনক হবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার সব ভাবনা হয়ত সঠিক নয়।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৪
ধুলোপরা চিঠি বলেছেন:
এরা জামাত-শিবির ও ব্রাদারহুড; এরা গাজা, ইয়েমেন, সিরিয়া, লেবাননের সৃষ্টি করেছে। ২০০৬ সালে গাজার মানুষ হামাসের সুন্দর কথা শুনে ওদের পক্ষে গিয়েছিলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমেরিকা গাজা নিতে চায়, গ্রীনল্যান্ড নিতে চায়, ইউক্রেনের খনিজ সম্পদ চায় এবং হামাস একটি স্বাধীন দেশ চায়।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: শুভকামনা নতুন দলের প্রতি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাইতো জনতাকে বিরক্ত করেছে। দেখা যাক ওরা জনগণের ভালোবাসা পায় কিনা।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২
ধুলোপরা চিঠি বলেছেন:
ইসলামী ছাত্র সংঘ থেকে নাম বদলায়ে শিবির হয়েছিলো; এবার নাম বদলায়ে অন্য কিছু হচ্ছে; তবে, এগুলো পুরাতন জল্লাদ, রাজাকর ও আলবদরদের নুন প্রজন্ম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগারগণ আপনার সব কথা সমর্থন করেন না। অনেকেই আপনার উপর মহাবিরক্ত। আপনি বিষয়টা বুঝতে চান না।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারত এবং পাকিস্তান উভয় দেশের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে হবে। পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক হলে ভারত সোজা থাকবে। আওয়ামীলীগকে নির্বাচনে আসার সুযোগ দিতে হবে। ছাত্ররা সেই সুযোগের বিরোধিতা করলে সেটা ভুল হবে। এটা গণতন্ত্র হবে না। জনগণ যদি কোন ডাকাতকে ক্ষমতায় আনতে চায়, আনবে।
আওয়ামীলীগের দোষী ব্যক্তিদের আইনের মাধ্যমে সাজা দিলেই চলে। তাদেরকে নির্বাচন থেকে বাদ দেয়াটা ভুল হবে। বাইরের বিশ্ব এটাকে সমর্থন করবে না। আমার ধারণা ইউনুস সরকারও সেটা করবে না। আমাদের দেশে কোয়ালিশন সরকার হওয়া খারাপ না। কারণ নইলে দলগুলি স্বৈরাচারী হয়ে ওঠে।
ভারতের প্রভাব কমাতে হলে আমাদের অর্থনৈতিকভাবে ভারতের চেয়ে এগিয়ে যেতে হবে। আমাদের সামরিক বাহিনী যথেষ্ট দক্ষ এবং যোগ্য। ভারত সামরিকভাবে কখনও হস্তক্ষেপ করার কথা কল্পনাও করবে না। তারা ভালো করে জানে ১৯৭১ পাকিস্তানের কী দশা হয়েছিল।
শেখ সাহেব এই দেশের উপজাতির সদস্যদেরও বাঙ্গালী হতে বলেছিলেন। এটা ওনার ভুল ছিল। এই দেশের নাগরিকদের জাতীয়তা হবে বাংলাদেশী। তাদের ভাষা বিভিন্ন রকমের হতে পারে।
নতুন দল ভালো করবে না খারাপ করবে সেটা এখন বলা সম্ভব না। তবে আমি এই দলের শুভাকাঙ্ক্ষী। এরা যদি দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারে তাহলে এরাও বিপদে পড়বে। আবেগ ত্যাগ করে বাস্তবতা নির্ভর রাজনীতি করতে হবে। তারা সম্ভবত সংবিধান পরিবর্তনের কথা বলছে। এটা করতে হলে তাদেরকে শুধু ক্ষমতায় গেলে চলবে না সংবিধান পরিবর্তন করার মত জনসমর্থন তাদের থাকতে হবে। শুরুতেই সংবিধান পরিবর্তনের দাবি তোলা কতটা বুদ্ধিমানের কাজ সেটা সময়েই বলে দিবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: জনগণ যদি কোন ডাকাতকে ক্ষমতায় আনতে চায়, আনবে। -এটাই গণতন্ত্র।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৪
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: এরা শিক্ষিত, স্মার্ট এবং আউট অফ দ্যা বক্স চিন্তা করতে পারে। কাজেই এদেরকে পজিটিভলি একসেপ্ট করাই উত্তম। রাজাকার, আলবদর, জল্লাদ এগুলো স্টুপিড টাইপের কথা বার্তা । এইসব ত্যানা গত ১৬ বছরে বহুবার প্যাচানো হয়েছে। জনগন এখন আর এইসব বস্তা পচা সেন্টিমেন্ট খায়না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজাকার, আলবদর, জল্লাদ এগুলো স্টুপিড টাইপের কথা বার্তা । -আমিও তাই মনে করি।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৬
ধুলোপরা চিঠি বলেছেন:
লেখক বলেছেন: আমেরিকা গাজা নিতে চায়, গ্রীনল্যান্ড নিতে চায়, ইউক্রেনের খনিজ সম্পদ চায় এবং হামাস একটি স্বাধীন দেশ চায়।
-আপনি হামাস সম্পর্কে সঠিকভাবে কিছুই জানেন না; ওদের কারণে ৫০ হাজার মানুষ প্রাণ হারায়েছে ও আজকে গাজা হাতছাড়া হয়ে যাওয়ার পথে।
সেইজন্য জামাতের তরুণ জল্লাদ বাহিনী নিয়ে আপনি ভুল সব পোষ্ট লিখে যাচ্ছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেইজন্য জামাতের তরুণ জল্লাদ বাহিনী নিয়ে আপনি ভুল সব পোষ্ট লিখে যাচ্ছেন। - জামায়াতের তরুণ জল্লাদ বাহিনী সর্বত্র বিরাজমাণ। সুতরাং এ নিয়ে আলাদাভাবে চিন্তা করার কিছুই নাই।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৮
ধুলোপরা চিঠি বলেছেন:
লেখক বলেছেন: ব্লগারগণ আপনার সব কথা সমর্থন করেন না। অনেকেই আপনার উপর মহাবিরক্ত। আপনি বিষয়টা বুঝতে চান না।
-৯০ ভাগ ব্লগারের পড়ালেখা ও ভাবনার মান খুবই নীচু মানের; সেজন্য ওরা সমস্যায় ভোগে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ৯০ ভাগ ব্লগারের পড়ালেখা ও ভাবনার মান খুবই নীচু মানের; সেজন্য ওরা সমস্যায় ভোগে। -এখানে তবে আপনি কি করছেন?
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০১
রানার ব্লগ বলেছেন: ওনার এই যন্ত্রণা তে পরা উচিৎ ছিলো না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কথাটা কার বিষয়ে বললেন?
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৫
নিমো বলেছেন: একদম চিনির প্রলেপ লাগিয়ে বলে। যেমন দ্বিতীয় প্রজাত্ন্ত্র নামক লুঙ্গির নিচে ইসলামি প্রজাতন্ত্র লুকিয়ে রেখেছে।
১১| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:২০
আদিত্য ০১ বলেছেন: সবার সুর আস্তে আস্তে নরম হইয়ে যাচ্ছে কেন? আমি বুঝতেছিনা, কয়দিন আগেও তো কাক্কু আওয়ামীলীগকে নির্বাচন বা দেশে ছাড়া করতে চাইলো, কিন্তু কাক্কুর মত অনেকেই কেন এখন আওয়ামীলীগকে নির্বাচনে আসতে বলছে। নাহ এভাবে আওয়ামী দোসর হলে তো সমস্যা
১২| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুপার ফ্লপ একটি দল হবে।
ইউনুছ ও সেনাবাহিনী সহায়তা করলে এরা ক্ষমতায়ও যাবে।
১৩| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটাকে চিটার বাটপার পার্টি বলা যেতে পারে।
মাাঝখান থেকে ইউনুছ সাহেব মান সম্মান হারাতে বসেছেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪১
ধুলোপরা চিঠি বলেছেন:
সুরার তফসীর করেন নতুন দলের প্রতারকেরা?