নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

নাহিদদের ভিন্নরূপ দেখাচ্ছে আওয়ামী পন্থীরা

০১ লা মার্চ, ২০২৫ রাত ১০:২০



নাহিদদের ভিন্নরূপ দেখাচ্ছে আওয়ামী পন্থীরা। কারণ তারাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়েছে।কিন্তু আওয়ামী শাসনে বিরক্ত জনগণ আওয়ামী পন্থীদের কথা শুনছে না। তাদের কাম্য হলো আওয়ামী লীগ আর ক্ষমতায় ফিরে না আসুক।গুম-খুন আওয়ামী লীগের বিরুদ্ধে বড় অভিযো্গ। আওয়ামী বিরোধী জনগণ এ অবস্থার চির অবসান চায়।কারণ তারা আর আওয়ামী লীগ কর্তৃক গুম-খুনের শিকার হতে চায় না।

নাহিদদের সাথে পাকিস্তান ও আমেরিকা থাকার কথা বলা হচ্ছে। তারাও আওয়ামী শাসনে বিরক্ত ছিল। আমেরিকায় সরকার বদল হয়েছে। আওয়ামী লীগ নতুন সরকারকে তাদের বন্ধু মনে করেছিল।তারা মনে করেছিল আমেরিকার নতুন সরকার আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে।কিন্তু আমেরিকার নতুন সরকারের এক মাসের বেশী সময় পার হলেও আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পায়নি।

ডক্টর ইউনুছের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আমরা আশাবাদী তিনি নিরেপেক্ষ থাকবেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হোক আমরা সেটা চাই না। কেউ কেউ শেখ হাসিনাকে হিটলারের কাতারে দাঁড় করাচ্ছে। এটা ঠিক না। কারণ হিটলার একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল। শেখ হাসিনা তেমন কিছু করেননি।যার যতটুকু দোষ ততটুকুই বলা ভালো। শেখ হাতিনা আশা করছেন জনগণ তাঁকে আবার ক্ষমতায় বসাবে। জনগণের সে সুযোগ থাকার দরকার আছে। সুতরাং বিচারের আগে নির্বাচন হোক। তাতে শেখ হাসিনা হেরে গেলে বুঝা যাবে জনগণ তাঁর বিচার চায়। তাতে শেখ হাসিনা জয়ী হলে বুঝা যাবে জনগণ তাঁর বিচার চায় না। তো জনগণ যদি তাঁর বিচার হওয়া কামনা না করে তবে তাঁর বিচার করার দরকার কি? তিনি জয়ী হলে বুঝা যাবে যারা তাঁকে তাড়িয়েছে জনগণ আসলে তাদের বিচার চায়। জনগণ আসলে কি চায় সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন করে জনগণের ইচ্ছা প্রকাশের সুযোগ দেওয়া হোক।

ফ্যাসিবাদীকে তাড়িয়ে যারা ফ্যাসিবাদীকে তাড়াল তারাই যদি আবার ফ্যাসিবাদী হয়ে পড়ে তাহলে ফ্যাসিবাদীকে তাড়ানোর আর কি দরকার ছিল? একই কাজ একজনের ক্ষেত্রে দোষ হয়ে অন্য জনের ক্ষেত্রে গুণ হতে পারে না। তবে দু’তরফা নির্বাচন হলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে না। তারপর এন্টি আওয়ামী রীগের কলিশন সরকার হলে মন্দ হবে না। সেই সরকারে ডক্টর ইউনুছকে প্রেসিডেন্ট বানালে ভালো হবে।তারপর আওয়ামী লীগের গুম-খুনের বিচার আস্তে আস্তে করা যাবে। িএটা নিয়ে বেশী উতলা হওয়া মঙ্গল জনক নয়।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১১:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: জনগণ না চাইলেও আওয়ামীলীগের অপরাধীদের বিচার করতে হবে। জনগণের চাওয়ার সাথে এটার কোন সম্পর্ক নাই।

আমাদের দেশের মানুষের শিক্ষা এবং নৈতিকতার যে অবস্থা এই নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বিস্মিত হব না। আগামী নির্বাচনে ভোট ভাগ হয়ে যাবে। কোন দলই হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

ডঃ ইউনুসকে প্রেসিডেন্ট বানানোর কোন দরকার দেখি না। উনি কেমন দেশ চালাতে পারেন এটা মানুষ এখন বুঝে গেছে। উনি ভালো এনজিও চালাতে পারেন।

০২ রা মার্চ, ২০২৫ ভোর ৪:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রেসিডেন্টকে দেশ চালাতে হয় না।

২| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১১:৩৫

ধুলোপরা চিঠি বলেছেন:



আপনি সুরাহ কালাম নিয়ে ছিলেন, সাথে ভালোবাসার কবিতা লিখতেন; সেখানেই ভালো ছিলেন; রাজনীতি এখন সামন্তবাদে নেই; ইহা পশ্চিমের হাতে চলে গেছে; আপনি উহা বুঝবেন বলে মনে হয় না।

০২ রা মার্চ, ২০২৫ ভোর ৪:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: পশ্চিম রাজনীতি করে তাদের স্বার্থে। আমাদেরকে আমাদের স্বার্থতো বুঝতেই হবে। আমি যেহেতু একজন ভোটার সেহেতু এ বিষয়ে আমি আর পাঁচ জনের সাথে আলাপ করতেই পারি।

৩| ০১ লা মার্চ, ২০২৫ রাত ১১:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: নাহিদ গণতন্ত্রের ইমাম।

০২ রা মার্চ, ২০২৫ ভোর ৪:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তার তেমনটা হওয়ার সুযোগ আছে।

৪| ০২ রা মার্চ, ২০২৫ রাত ১২:৩৩

ধুলোপরা চিঠি বলেছেন:



১৯৭১ সালে এদের পুর্বসুরীরা আমাদের ইমাম ছিলো, তাদের নাম ছিলো রাজাকার।

০২ রা মার্চ, ২০২৫ ভোর ৪:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১৯৭১ অনেকে দেখেনি ২০২৪ সবাই দেখেছে। আপনি হয়ত তখন ঘুমিয়ে ছিলেন। আপনার বয়স হয়েছে। আপনার এখন রেস্টের সময়।

৫| ০২ রা মার্চ, ২০২৫ রাত ১:১৮

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: গুলির সামনে রাস্তায় নেমে ঝাঁকে ঝাঁকে মানুষ মরলো, সব জায়গা থেকে তাড়ায়ে বের করলো, এর পরেও জনগণের মনের কথা আবার শুনতে হবে ? এটা কি এমন না যে, আমি যতবার না জিতি, ততবার লটারি টানবো ? নির্বাচন কি জিনিস আবার ? নির্বাচন তো ডেমোক্রেসির লেভেল ওয়ান। যখন ক্ষমতাশালীরা সেই লেভেল ওয়ানকে কব্জা করে ফেলে, তখনই তো হায়ার লেভেলে যাইতে হয়, আর সেটা হলো, নিয়ম ভেঙ্গে রাস্তায় নেমে আসা।

আমরা আমরা করছেন কেন ? কে আপনারা? আপনারা কাদের রিপ্রেজেন্ট করেন ?

আপনি যে সুশীলতা দেখাচ্ছেন সেটা হলো, আওয়ামী পান্ডাদের ঘরে ফিরে আসার ব্যবস্থা করা। নির্বাচনে হেরে গেলে যেন তারা কতো সুশীল, বিরোধী দলীয় অবস্থানে থেকে রাজনীতি করে যাবে। তাদের দেশবিক্রির নীতিকে সিম্পলি উড়ায়ে দিচ্ছেন। তাদের নেতারা এখনও তোমানে নাই যে তাদের সরকার উৎখাত হইছে। তারা তো এখনও নিজেদেরকে দেশের রাজা মনে করে। আওয়ামী পান্ডাদের দিয়ে দেশকে বিশ্ব দরবারে বারবার মিথ্যাচার করছে। এখনও করে যাচ্ছে।

পাকিস্তান এদেশকে হারিয়েছে ২৫ মার্চ রাতে। যখন তাদের মনে হইলো, মানুষের জানের তুলনায় ল্যান্ড , রিসোর্স, পাওয়ার বেশি জরুরী, তখন এদেশের মানুষ বললো, ঐ ল্যান্ড পাওয়ার নিয়া পচ্চিমে বইসে থাকো, আমার পূর্ববাংলায় তোমার দিন শেষ।
একইভাবে হাসিনাও এদেশের অধিকার হারাইছে , অনেক আগেই হারাইছে। বিডিআর হত্যার দিন, শাপলা চত্বরের দিন, ১৮ তে, ২৪ এ। আমাদের জনগণ, আমরা ডিনায়ালের মধ্যে ছিলাম। এখন নাই। আমার থেকে অনেক কম বয়সের পোলাপান রাস্তায় পরে মরছে। ওই রাস্তায় তাদের খুনীরা আন্দোলন করবে, তা হইতে পারে না।

এদেশে তারাই রাজনীতি করবে যারা দেশের মানুষকে নিজের মানুষ মনে করবে। যদি কারও মনে হয়, আওয়ামী লীগের আদর্শ তাদের দরকার, নতুন নাম দিয়ে নতুন মানুষজন নিয়ে নতুন দল করুক। মুজিব লীগ খুলুক। কিন্তু যে মেশিন ব্যবহার করে আম্লীগ দেশে অত্যাচার করছে, সে মেশিনের অপারেটর যত নেতা-পাতিনেতা ছিলো, তারা এখানে থাকবে পারবে না।

০২ রা মার্চ, ২০২৫ ভোর ৪:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: অপরাধ যারা করেনি তারা সামনে অপরাধ করবে না এমন বলা যায় না। যে দোষে খালেদা-হাসিনা এরশাদকে তাড়িয়েছে, পরে তারা নিজেরাই সে অপরাধ করেছে। যাদের কথা এখন মিষ্টি লাগে তাদের কথা একদিন তিতা লাগবে না সেটা হলফ করে বলা যায় না। রাজনীতি নীতির রাজা থেকে এখন নীতি মুক্ত হয়ে গেছে। এখন একতাদাইতু বেহাজাল ইমাম বলে ভাবতে হয় ইমাম অজু ছাড়া নামাজ পড়াচ্ছে কিনা।

৬| ০২ রা মার্চ, ২০২৫ ভোর ৫:৩৬

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: এতো ইজরাইলি যুক্তি হয়ে গেলো। এই পোলাপান তো বড় হয়ে আমাদেরই আক্রমণ করবে। তাইলে ছোট থাকতেই মেরে ফেলি।
নাহিদরা যদি বড় হইতে হইতে ফ্যাসিবাদী হাসিনার লেভেলেও উঠে যায়, তাইলে তারা যেভাবে হাসিনাকে তাড়াইছে, তেমনিভাবে তাদেরকেও তাড়ানো হবে। এইট তো সোজা হিসাব। এই পার্টি ভবিষ্যতে কি করতে পাএ এটা ভেবে প্যান্ট ভিজায়ে যারা অলরেডী আমার গলায় ছুরি ধরলো , তারেই ব্যাকআপ হিসেবে রাখতে বলতেছেন ?

আমি ইসলামিস্ট। আমি এই ইমামের এক্তাদা করি না।

০২ রা মার্চ, ২০২৫ সকাল ৯:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: অংশগ্রহণ মূলক নির্বাচন হতে হলে কোন দলকে নির্বাচনের বাইরে রাখা ঠিক না।

৭| ০২ রা মার্চ, ২০২৫ ভোর ৫:৩৯

ধুলোপরা চিঠি বলেছেন:



আমার মতে, রাজনীতিতে জ্ঞান না'থাকলে সেই ভোট জাতীর ক্ষতি করার সম্ভাবনাই বেশী। বাংলাদেশের ৭০/৮০ ভাগ মানুষ ভোট দিয়ে নিজের ও জাতীর ক্ষতি করে।

০২ রা মার্চ, ২০২৫ সকাল ৯:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি যারা গণতান্ত্রিক তারা ভোট চায়।

৮| ০২ রা মার্চ, ২০২৫ সকাল ৭:৫৪

কামাল১৮ বলেছেন: তাদের আরো অনেক রূপ দেখার বাকী আছে।

০২ রা মার্চ, ২০২৫ সকাল ৯:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্য আগে থেকে সব ভালো সার্টিফিকেট দেওয়া ঠিক না। তবে অন্যদের মত তাদেরকেও সুযোগ দিয়ে দেখা দরকার তারা আসলে করেটা কি?

৯| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:০৭

এইচ এন নার্গিস বলেছেন: জানিনা ভবিষ্যৎ কি?

১০| ০২ রা মার্চ, ২০২৫ রাত ১১:১৩

আদিত্য ০১ বলেছেন: কাক্কু কি উপদেষ্টা পদে ডাক পাইলেন নাকি মাহফুজের রেখে যাওয়া পদে ডাক পাইলেন? নাকি নতুন দলের পদ পাইলেন। এত তৈলাক্ত ব্লগিং। চালিয়ে যান, জুলাই কোটা পাইতে পারেন। পারলে সৌদি থেকে তেল এনে নাহিদদের তেল ঢালবেন, তাতে যদি আপনার বড় কোন পদ আসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.