![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বড় মেয়ে ঢাকা থেকে ঝালকাঠি বাপের বাড়ী আসতে সাথে করে তার পোষা বিড়াল মিলকিকে নিয়ে আসে। মিলকির গায়ে একটা লাভ চিহ্ন আছে।এটা সবার বালোবাসা পেতে চেষ্টা করে। আমি নামাজ পড়তে গেলে এটা আমার জায়নামাজে বসে থাকে। কোরআন তেলাওয়াত করতে গেলে আমার কোলে শুয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। সেকালে আমার কোরআন তেলাওয়াত কালে আমাদের ঘরের জানালায় লোকজন জমে যেত। আর এখন বিড়াল কোলে বসে আমার কোরআন শুনে। কোরআনের মত আর কোন পুস্তক এত বেশী পাঠ করা হয় না। আমার পিতা রমজানে ছয় খতম কোরআন পাঠ করতেন। অনেকে হাফেজ দিয়ে নিজের ঘরে কোরআন পাঠ করিয়ে থাকেন। কোরআন পাঠ শুনেই হযরত ওমর (রা.) মুসলিম হয়ে ছিলেন। অস্কার জয়ী এ আর রাহমান কোরআনের ‘কুন ফাইয়া কুন’ আয়াতাংশে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন।
মনযোগ বিহীন কোরআন পাঠের কারণে কিছু লোক কোরআনের মর্ম বুঝতে না পেরে এর বদনাম করে।কোরআন দ্বারা এরা উপকৃত হয় না। এদের অনেকে বলে তারা কোরআন দ্বারা উপকৃত হতে চায় না। যারা কোরআন মানে এটা তাদের বিষয় না। কোরআন বিরোধীরা কোরআনের ভক্তদেরকে কোরআন ভক্তির পথ থেকে ফিরাতে চায়, কিন্তু তারা তাতে সফল হয় না। কারণ কোরআনের মর্ম যারা বুঝে তাদেরকে আর কোরআনের পথ থেকে ফিরানো যায় না। আরবের লোকেরা কোরআনের ভক্তদের উপর অনেক নির্যাতন করে সফল হতে পারেনি। উল্টা কোরআন ভক্তরা তাদেরকে পরাজিত করে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে যা সোয়া তেরশ বছর ঠিকে ছিল। এখনো তাদের সাতান্নটি রাষ্ট আছে। একমাত্র খ্রিস্টান ছাড়া আর সব গুষ্ঠির মানুষকে জনসংখ্যার দিক থেকে কোরআন ভক্তরা পিছনে ফেলে দিয়েছে। অনেকে বলছে আর কিছু কালের মধ্যে তারা খ্রিস্টানদেরকেও পিছনে ফেলে দিবে।
আমি অনেক কাল থেকে কোরআনের জ্ঞান হাসিল করে চলছি। তথাপি আমার মনে হচ্ছে এখনো আমার কোরআনের অতি সামান্য জ্ঞান হাসিল হয়েছে। যারা এর বদনাম করে তাদের কথা শুনলে আমার হাসি পায়। কারণ কোরআনের মাহাত্ম না বুঝে এর বদনাম করে। মিলকি কিন্তু কোরআন তেলাওয়াত ছাড়া অন্য সময় আমার কোলে আসে না। এমনকি জোর করেও তখন তাকে কোলে রাখা যায় না। শুনেছি পশু-পাখিরাও নাকি কোরআনের মাহাত্ম বুঝে। যদিও কিছু মানুষ অযথাই কোরআনের বদনাম করে।
০৯ ই মার্চ, ২০২৫ রাত ১২:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিড়ালের গায়ের লাভ চিহ্নটা বেশ সুন্দর। আমাদের কম্পাউন্ড তিন একর এবং বেশ সুন্দর। এখানকার বাসিন্দারা মিলকিকে খুব পছন্দ করে। কিন্তু মিলকির মহাশত্রু হলো কম্পাউন্ডের কুকুর টমি। সরকারি কুকুর বলে তার অনেক ক্ষমতা। মিলকিকে দেখলেই সে তাড়া করে। আর অমনি মিলকি গাছের মগডালে উঠে আত্মরক্ষা করে।
২| ০৯ ই মার্চ, ২০২৫ রাত ১:১১
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: সরকারি কুকুর বলে তার অনেক ক্ষমতা।
- সরকারি "কুকুরদের" সব সময়ই অনেক ক্ষমতা !
০৯ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: একদম।
৩| ০৯ ই মার্চ, ২০২৫ রাত ১:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিরাট ইমানদার মমিন বিলাই।
০৯ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: হ
৪| ০৯ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিলাতে কোরআন ভক্তরা ৭/৮ করে বাচ্চা পয়দা করে আর সরকারী ভাতা খায়।
অন্য কোন ধর্মের মানুষ এটা করবে না।
তাই তারা সংখ্যায় বাড়বে না।
০৯ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: অন্য ধর্মের লোকও ইসলামে আসছে।
৫| ০৯ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: মিলকি নামটা মানান সই না।
আরবী কোনো নাম রাখেন।
০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: যাদের বিড়াল তারা এ নাম রেখেছে।
৬| ০৯ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: কোরআন পড়ে মাল্টি ন্যাশনাল কোম্পানীতে একটা চাকরি পাওয়া যাবে?
০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরআন পড়ে আল্লাহর চাকুরী করা হয়।
৭| ০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর দৃশ্য
০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: মিলকি ছিল হাঁড় জিরজিরে বিড়াল বাচ্চা। একটু খাবারের আশায় আমার মেয়ের বাসায় এসে সেখানেই স্থায়ী ঠিকানা বানিয়ে ফেলে। তারপর তার সাথে আমাদের বাসায় বেড়াতে আসে। মেয়ে এখানে দু’টি টেনিং কোর্স করায় এখানে তার থাকার সময় বাড়ে। ঈদের আগে সে চলে যাবে। তারপর হয়ত তাকে আমরা অনেক মিস করব।
৮| ০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৫
শ্রাবণধারা বলেছেন: আপনার এবং আপনার পরিবারের প্রাণীর প্রতি ভালোবাসা খুবই ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০২৫ রাত ১২:০৪
সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর দৃশ্য !