নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের মহাসড়ক দিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ?

২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:৪০



আওয়ামী লীগের তৈরী করা উন্নয়নের মহাসড়ক অনেক চওড়া হয়েছে। সেই মহাসড়কে বাংলাদেশ উঠার পরেও আওয়ামী লীগ পালানোর রাস্তা পেল।অবশ্য তাদের কতিপয় বেকুব ধরা খেয়ে এখন জেলে আছে। তাদের কথা বাদ। তারা উন্নয়নের মহাসড়কে না উঠে ধরা খেলে তাদের ধরা কাওয়ার দায় আওয়ামী লীগ নিবে না।

এদিকে বিএনপি পেল একটা মওকা। ৬৯ ও ৭০ এর পর ৭১ এ একটা ঘোষণা দিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা হিরো হয়ে গেলেন।৭৫ এর আগষ্টের পর নভেম্বরে একটা বিদ্রোহ দিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা ক্ষমতার নাগাল পেয়ে গিয়ে ছিলেন। ২৪ এর আগষ্টের পর বিএনপি কোন ঘটনার অপেক্ষায় আছে। এবার মার্চের ২৬ তারিখ শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে দেখলাম বিএনপি বলছে স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান।আগে আওয়ামী লীগ বলত বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

বিপদে পড়ে আওয়ামী লীগ দোয়া ইউনুস পড়তেই ডক্টর ইউনুস এসে হাজির হলেন। কায়দা বুঝে চীন তাঁকে একটা চীনা ডক্টরেট ডিগ্রি দিয়ে দিল। তা’ চীনা মূলার মতই অতীব সুন্দর মনে হলো। এবার তিনি এটা ভারতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবেন। ভারত তাঁকে একটা বোম্বাই ডক্টরেট দিলেও পারতো। কিন্তু তারা সেটা মিস করলো। হাসিনা কি মনে করে এটা মনে করেই তারা ডক্টর ইউনুসকে ডক্টরেট দেওয়া মিস করলো। ডক্টর ইউনুস তাদেরকে কয়খানা বাঁশ দিতে পারলে সে উপলক্ষ্যে তারা তাঁকে ডক্টরেট দেয় কিনা সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকলাম।

হামজা চৌধুরী ভারতের মাটিতে ভারতকে গোল দেয় নাই তাতেই তাদের জ্বালা ধরেছে। ঢাকায় সেটা দিয়ে দিলে তাদের কি অবস্থা হয় সেটার জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হচ্ছে।আমরা চিরকাল আশাহত জাতি। তথাপি আমরা আশা করি। কারণ আশা করতে কোন দোষ নাই।

৭৫ এর পর জিয়াউর রহমান জনপ্রিয়তা পেয়ে ছিলেন। সেই পুঁজি ভেঙ্গে বিএনপি এখনো খাচ্ছে। ডক্টর ইউনুছের জনপ্রিয়তা তাদের বাড়াভাতে ছাঁই দিতে পারেঅ সেজন্য তারা তাঁকে দ্রুত তাড়াতে চায়। কেউ কেউ বলে তিনি নাকি বিশ্বমানের খেলোয়াড়। কথায় বলে গাছ তোর কি নাম ফলে পরিচয়।হামজা চৌধুরী ও ডক্টর ইউনুছের খেলার ফলের অপেক্ষায় আছে অনেক কৌতুহলি।আর আওয়ামী লীগ মহাসড়ক দিয়ে ফিরে কিনা সেটাও দেখার বিষয়।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপি এখন আওয়ামীলীগ হওয়ার চেষ্টা করছে। সামনে বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামীলীগের লোকদের দলে টানবে। টাকা খেয়ে মামলাগুলি তুলে নিবে। আওয়ামীলীগের লোকেরা কোলকাতায় বসে আল্লাহর কাছে দোয়া করছে তাড়াতাড়ি যেন বিএনপি ক্ষমতায় আসে।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু যারা ক্ষমতায় আছে তারা বিএনপিকে তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেওয়ার তাড়নায় নাই।

২| ২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:২০

চেংগিস খান বলেছেন:




ড: ইউনুস যদি রাজনীতি করে ক্ষমতায় আসতো, উহার মুল্য থাকতো ও মানুষও উপকৃত হওয়ার সম্ভাবনা থাকতো, উনি এসেছেন আমেরিকান ক্য'এর ফলে। জিয়াও এসেছিলেো আমারিকান ক্যু'এর ফলে।

কত লাখ পরিবারকে ড: ইউনুস ঋণ দিয়েছিলো?

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনার ছেড়ে যাওয়া আসনে একজনকে বসতেই হত। আপনাকে খুঁজে না পেয়ে সেই আসনে অবশেষে ছাত্ররা ডক্টর ইউনুসকেই বসিয়ে দিল।

৩| ২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৩১

সৈয়দ কুতুব বলেছেন: দ্রুত নির্বাচন দিতে খোদ সেনাপ্রধান বলছেন, জাতিসংঘের মহাসচিব বলছেন। উনারা বিএনপি করেন ? বিএনপির প্রতি এত তীর্যক দৃষ্টি কেন ? সেনাবাহিনীর কাছে ১০০ সিট চাইছে এনসিপি। বিএনপির কাছেও ! তারা নির্বাচনী প্রচারণা শুরুও করে দিয়েছে।


আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিলো। সমানে লুটপাট করেছে আবার কিছু কাজ করেছে। রাস্তাঘাটের উন্নয়ন তারা দাবী করতেই পারে। কিন্তু তাদের ক্রেডিট ইউনূস সাহেব কেন নিজে দাবী করবেন ? যদি উনি ভারতের ঘাড় ধরে মেডিকেল ভিসা আদায় করে নিতে পারতেন সেটা ব্যাপক সাফল্য হিসাবে দেখা দিত। উনি এক ভাষণে বলছেন দেশের অর্থনীতি নাকি গাজার মতো অথচ উনার প্রেস সচিব বলছেন বাংলাদেশের ইকোনমি এলডিসির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় শক্ত অবস্থানে আছে। একেক জন একেক কথা বলেন।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে এবার রমজানে দ্রব্যমূল্য ভালো লেগেছে।

৪| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


গত বছর ২৫ আগস্ট আমি বিলাতে চলে আসি।
শনির আখড়া থেকে সকাল পৌনে সাতটায় ভ্যানে করে যাত্রা শুরু করি।
অবিশ্বাস্য ব্যাপার মাত্র ২৫ মিনিটে বিমানবন্দরে পৌছে যাই।
এই মিরাকলের কারণ কী?

কারণ হচ্ছে - আমি এক্সপ্রেস ওয়ে দিয়ে বিমান বন্দরে গিয়েছি। মাত্র ৮৫ টাকা টোল দিয়ে এতো কম সময়ে পৌছে গেলাম যেটা কেবল স্বপ্নেই সম্ভব ছিল।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন? ক্ষমতা কারো চিরকাল থাকে না রিয়েলিটি মেনে নিন।

৫| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ পালায় নাই।
আওয়ামীলীগ আসবে। বাঘ অথবা সিংহ আক্রমন করার আগে দুই পা পেছায়। তার মানে এই না যে ভয় পেয়েছে। দুই পা পেছানোর কারন হচ্ছে শক্তিশালী আক্রমন করা হবে।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামীলীগ পালায় নাই। তারা বেড়াতে গেছে।

৬| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৪

এইচ এন নার্গিস বলেছেন: রাজীব নুর আপনার মন্তব্যে যেন ফুল ফুটে। আওয়ামীলীগ আসবে আসবে করছে জানিনা কখন আসবে । আপনার মুখে ফুল চন্দন পড়ুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.