নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

দক্ষ যুবরা এখন কি করছে?

০৬ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮



সেকালের জাতীয় যুব দিবসে একটা গেঞ্জি উপহার পেয়েছি, যেটার পিঠে লেখা ছিল “দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গ বন্ধুর বাংলাদেশ”। গেঞ্জিটা গায়ে দিয়ে কম্পাউন্ডের ভিতরে ঘুরাঘুরি করছিলাম। আওয়ামী পরিবারের কলিগের এস এস সি পরিক্ষার্থীনী মেয়ে বলল, আংকেল এ গেঞ্জি পরে বাইরে বের হলে আপনাকে পিটিয়ে রাখবে না।অবশ্য সেই গেঞ্জি পরে আমি সাধারণত কম্পাউন্ডের বাইরে যাই না। ওটা কম্পাউন্ডের ভিতরেই পরে থাকি।

আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে দেশকে উঠিয়ে দেশের যুবদেরকে কিরকম দক্ষ করলো যে তারা তাদেরকে দেশ থেকেই তাড়িয়ে দিল? তারপর তারা বঙ্গবন্ধুর বাংলাদেশে তাঁর বাড়ী খানাই থাকতে দিল না। চেংগিস খান তলোয়ার নিয়ে এসে বললেন, এরা পাকি প্রশিক্ষিত আমেরিকার ভাড়া করা যুব। তাহলে আওয়ামী লীগের তৈরী করা দক্ষ যুবরা সব গেল কই? তারা পাকি প্রশিক্ষিত আমেরিকার ভাড়া করা জঙ্গিদের সাথে পেরে উঠতে পারল না কেন? আসলে আওয়ামী লীগ যাদেরকে দক্ষ বলেছে তারা ছিল চরম অদক্ষ। তাদের চোখের সামনে দিয়ে আপাকে তাড়িয়ে দেওয়া হলো আর তারা আপার জন্য কিছুই করতে পারলো না।উল্টা আপার সাথে তারাও পালিয়ে গেল।এখন আমার সাধের গেঞ্জি পরে বের হলে পিটুনি খাওয়ার দশা। দক্ষ যুবদের আজকাল জাতীয় শ্লোগান “জয় বাংলা” ভুলার অবস্থা। রবীন্দ্র নাথের ক্ষুধীত পাশান গল্পে পাগলা মেহের আলী বলতো- সব ঝুট হ্যায় তফাত যাও। আজকাল আওয়ামী লীগের পক্ষে রানুর বলা অনেক কথা আমার কেন যেন ঝুট মনে হয়।

রানুর বক্তব্য অনুযায়ী চেংগিসখান হলেন সেরা ব্লগার। তাঁর সেরা মন্তব্য ব্লগাররা ঠিক নিতে পারে না বিধায় তিনি কমান্ড ব্লকে আছেন। তাঁর তীব্র বিরোধীতার একখানা পোষ্টও ইতমধ্যে নজরে এলো। আসলে আমাদের অনুন্নত দেশে এসব উন্নত মন্তব্য অচল। আমরা এসবের মর্ম বুঝি না। অনুন্নত হওয়ার কারণে আমরা আমাদের কথাও জনাব চেংগিস খানকে বুঝাতে পারি না। এদিকে আওয়ামী লীগ বুঝাতে চায় তারা ধোয়া তুলসী পাতা। কিন্তু তারা জেনজির ভোট চোর। সেজন্য জেনজি তাদেরকে ধাওয়া দিয়েছে। তাদের সাথে জেনারেশন আলফাকেও যোগ হতে দেখেছি। তথাপি তারা আশা করছে তাদের সুদিন ফিরবে। মোদী-ট্রাম্প এর দিকে তাকাতে তাকাতে তাদের চোখ ঘোলা হয়ে আসছে। মডুর ভয়ে চেংগিস খান ইন্তিজার। চেংগিস একটা হায়না ছিল বলে শুনেছি।

জেনজি ও জেনারেশন আলফা একসাথে বিদ্যমান। আলফা যুব হয়ে উঠবে কিছুকালের মধ্যে। আমার তিন কন্যাই জেনজি। পিতা হিসাবে এদেরকে কোন কথা হজম করানো যায় না। এদের সাথে মেপে মেপে কথা বলতে হয়। সঠিক কথা বললে এরা গ্রহণ করে, সঠিক কথা না হলে এরা গ্রহণ করে না। চেংগিস খান এদেরকে অবমূল্যায়ন করছে বলে মনে হয়। এদেরকে অবমূল্যায়ন করলে চেংগিসকেও তাড়া খেতে হবে। তখন রানু চেংগিসের হাত ধরেও টেনে ধরে রাখতে পারবে না। জেনারেশন একাত্তর এখন অনেক দূরের বাদ্য। এখন জেনারেশন একাত্তরের সাথে জেনজি ও আলাফাকে যোগ করে ভাবতে হবে। জেনজি ও আলফা থেকে একাত্তর বিয়োগ করলেও অংকের হিসাব ভালো হবে না।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০২

নতুন বলেছেন: সেকালের জাতীয় যুব দিবসে একটা গেঞ্জি উপহার পেয়েছি, যেটার পিঠে লেখা ছিল “দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গ বন্ধুর বাংলাদেশ”।

আপনার যেহেতু গেন্জি আছে তাই আপনিও তো সেই দক্ষ একজন যুবা।

০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা সরকারের লোক। এককালে জয় বাংলা বলতাম, এখন বলি না।

২| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০৭

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ ভেবেছিলো ডিজিটাল বাংলাদেশ করতে পারলে জেন জি দের ভোট তারা পাবে। কিন্তু তারা লক্ষাধিক জেন জির নীরব কান্না বুঝতে পারে নাই। জেন জির ভাষা বুঝতে না পারলে আপনি লাল কার্ডের শিকার হবেন।

০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তাদের ভাষা বুঝার চেষ্টা করছি। চেংগিস খানের মত আমি তাদেরকে অসম্মান করে কথা বলি না।

৩| ০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৮

এইচ এন নার্গিস বলেছেন: আফ্রিকা হোক নুতুন গন্তব্য । ইনভেষ্টের প্রচুর সুযোগ ।

০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশে থাকতে না পারলে আফ্রিকায় চলে যাওয়াই ভালো।

৪| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ক্ষমতা বড় অদ্ভুত জিনিস।
ক্ষমতায় থাকলে সালাম দেয়। ক্ষনমতায় না থাকলে গালি দেয়।

আসল কথা হলো বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি।
এই দেশ যারাই পরিচালনা করেছে, ক্ষমতার পালা বদলে তাদের শাস্তি পেতে হয়েছে। হোক সে শেখ মুজ্জিব বা জিয়া। এরশাদ বা হাসিনা। এই যে এখন ক্ষমতায় আছে উপদেষ্টারা। নতুন সরকার আসার পর এদের অনেক দোষ ত্রুটি বের হবে। তখন জনগন এদের গালাই দিবে। অর্থ্যাত এই দেশে যারাই রাজনীতিতে নামবে তাদের কপালে অলিখিত দূর্ভোগ থাকবেই।

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা সিরিয়াসলি অনুন্নত জাতি। নকল করে সনদ গ্রহণের প্রবনতা আমাদের মধ্যে প্রচুর পরিমাণে বিদ্যমাণ।

৫| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: চেঙ্গিস খান এবং রানু যাহা বলে সঠিক কথাই বলে। তাদের কথা গুলো হৃদয়ে ধারন করুন। উপকার পাবেন।

০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: চেঙ্গিস খান এবং রানু যাহা বলে সঠিক কথাই বলে। এটা তাঁরা জোর গলায় বলে থাকেন, কিন্তু অন্যরা তাঁদের সাথে একমত নন। সেজন্য জনাব চেংগিস খানকে নীতি মালায় পড়ে ব্যানে পড়তে হয়। এখনো তিনি কমান্ড ব্যানে আছেন বলে এ পোষ্টে মন্তব্য করতে পারেননি। তাঁর ফারমার, খেলাঘর, চাঁদগাজী, সোনাগাজী, ধুলোপরাচিঠি, চাষী২০২৫ ইত্যাদি আইডি এর মধ্যে সোলেমানী ব্যান খেয়েছে। এখন তিনি চেংগিস খানের তলোয়ার নিয়ে ব্লগে হাজির আছেন।

৬| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি যাদের জেনজি বলেন তারা মুলত জামাত শিবির।

০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: জেনজি কি জিনিস আপনি সেটাই জানেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.