![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বড় যদি হতে চাও ছোট হও তবে। পাকিস্তান ও ভারত রাষ্ট্র দু’টি যেহেতু বড় হতে চায় সেহেতু এ রাষ্ট্র দু’টির ছোট হওয়া অতীব জরুরী। এরা ছোট হলে এদের অহংকার কমে এরা মানবিক হয়ে বড় হতে পারে। ভারত তো প্রচন্ড রকম অমানবিক রাষ্ট্র। ভারতের সংখ্যাগুরুরা প্রচন্ড রকম অত্যাচারী। এ রাষ্ট্রটি আরেক অত্যাচারী রাষ্ট্র ইসরায়েলের বন্ধু। বেলুচিস্তান, কাশ্মির, খালিস্তান, সেভেন সিস্টারের স্বাধীনতার মাধ্যমে দেশ দু’টি কিছুটা ছোট হতে পারে। এভাবে রাশিয়া ছোট হয়েছিল। ছোট হওয়ার পর রাশিয়ার অহংকার খানিকটা কমেছিল। এদিকে আমেরিকা আরো অনেক বড় হতে চায়। প্রতিবেশীরা তাদের ভয়ে বেশ অশান্তিতে আছে। এভাবে বড় রাষ্ট্রের আরো বড় হওয়ার ইচ্ছা বিশ্বে অশান্তি বাড়াচ্ছে।
সেভেন সিস্টার স্বাধীন হলে বন্দর সুবিধার জন্য এরা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে পারে। সে দিক থেকে বাংলাদেশ পূর্বদিক থেকে কিছুটা নিরাপদ বোধ করতে পারে। এ অঞ্চলে দশটি নতুন রাষ্ট্র হলে বিশ্বে মুসলিম ও হিন্দু রাষ্ট্রের সংখ্যা বাড়বে। সার্কের সদস্য সংখ্যা বেড়ে এ অঞ্চলের খেলাধুলা আরো জমজমাট হতে পারে। এ দিকে নতুন রাষ্ট্র সমূহ উন্নত হওয়ার সুযোগ পেতে পারে। সিঙ্গাপুর ও ইসরায়েল ছোট কিন্তু উন্নত ও শক্তিশালী। বাংলাদেশ স্বাধীন হয়ে সুখে আছে। এরকম যারা স্বাধীন হতে চায় তারাও স্বাধীন হয়ে সুখে থাকুক। জাতি সংঘের সদস্য সংখ্যা আরো বাড়ুক।
জোর করে কোন অঞ্চল কব্জা করে রাখা মন্দ স্বভাব।বিশ্বের অতি ছোট রাষ্ট্র সমূহও সুখে আছে। সুতরাং বড় রাষ্ট্র সূত্রে আঞ্চলিক স্বকিয়তা নষ্ট করা ঠিক না। মালদ্বীপ ছোট রাষ্ট্র বলে তারা কি কোন বড় রাষ্ট্রের অংশ হতে চায়। সাদ্দাম কুয়েতকে বড় রাষ্ট্রের অংশ করতে গিয়ে নিজের পতন ডেকে এনেছে। মানচিত্র বড় করার জন্য ইরান-ইরাক যুদ্ধ ছিল বিরক্তি কর। ইসরাইল আরো বড় হতে গিয়ে গাজায় যা করছে তা’ সমর্থনযোগ্য নয়। ফিলিস্তিনীরা ইসরায়েলীদের দ্বারা ভয়াবহ অত্যাচারের শিকার হচ্ছে।রাষ্ট্র বড় করার লোভে কারো স্বাধীনতার ইচ্ছা পদদলীত করা ঠিক না।
আমরা স্বাধীন হয়েছি এটা অনেক শান্তির। এরকম শান্তি অন্যরা লাভ করুক সেই কামনা করি। আমরা ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছি। অন্যদের এমন প্রাণ না ঝরুক। তারা শান্তিতে স্বাধীনতা অর্জন করুক, তাদের জন্য সেই কামনা থাকলো।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা সেই সময়কার মানচিত্র। তারপর যেমন বাংলাদেশ হয়েছে সেই রকম আরো রাষ্ট্র হোক। আমি এটা নেট থেকে নামিয়েছি নিজে অংকন করি নাই।
২| ০৪ ঠা মে, ২০২৫ ভোর ৫:৪২
নতুন নকিব বলেছেন:
ঠিক বলেছেন, বড় রাষ্ট্র হওয়ার অহংকার অনেক সময় অমানবিক আচরণের জন্ম দেয়। ভারত ও পাকিস্তানের মতো রাষ্ট্রগুলো যদি আকারে ছোট হয়—যেমন বেলুচিস্তান, কাশ্মির, খালিস্তান বা সেভেন সিস্টার স্বাধীন হয়—তবে তারা মানবিক হতে পারে। ছোট রাষ্ট্রগুলো যেমন সুখে আছে, তেমনি নতুন রাষ্ট্রগুলোকেও স্বাধীনভাবে উন্নতির সুযোগ দেওয়া উচিত। বড় রাষ্ট্রের আধিপত্য নয়, স্বাধীনতার মাধ্যমে শান্তি কামনাই হোক প্রতিটি দেশের মূল লক্ষ্য।
০৪ ঠা মে, ২০২৫ সকাল ৯:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: বড় রাষ্ট্রের অংশ থাকার চেয়ে জাতি সমূহ এখন স্বাধীন থাকতে পছন্দ করে।
৩| ০৪ ঠা মে, ২০২৫ সকাল ৭:২৮
যামিনী সুধা বলেছেন:
রাজনীতির দিক থেকে হিসেব করলে, আপনি, নকিব, মেঠোপথ ও সকল ইসলামিক স্কলারেরা বেদুইন আমল, মোহাম্মদ তুঘলক আমলের মানুষজন; আপনারা বিশ্ব সম্পর্কে কিছু জানেন না, বুঝেন না। ভারত ১টি শক্তি, বাংলাদেশের প্রোফাইল হলো ৩য় বিশ্ব; আপনারা বাংলাদেশকে বেদুইনদের দেশে পরইণত করার জন্য যথেষ্ট।
০৪ ঠা মে, ২০২৫ সকাল ৯:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বিশাল বড় তালগাছ নিজ বিবেচনায়। আপনি আগাছা অন্যদের বিবেচনায়। ভারত শক্তি হয়েছে তো কি হয়েছে? পুচকে গাজা নিয়ে ইসরাইল দাপদাপি করছে দেড় বছর। আফগান নিয়ে আমেরিকা কৃুড়ি বছর দাপদাপি করে বিদায় হয়েছে। একালে ঐসব শক্তি-মক্তি কেউ পাত্তা দেয় না। সুযোগ পেলে শুক্তিকেও অন্যরা ঝাঁটাপিটা করে। রাশিয়া সিরিয়ায় গিয়ে অবশেষে বেজার মুখে বিদায় হয়েছে। ভারত বন্ধু আওয়ামী লীগকে বাংলাদেশে ভর্তা বানানো হচ্ছে। আমার এক ভাবি বলতেন বুড়ো হলে মানুষ বানর হয়ে যায়।
৪| ০৪ ঠা মে, ২০২৫ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: আমার ওস্তাদের কথা চুপ করে মেনে নিন। তাতে আপনি লাভবান হবেন।
০৪ ঠা মে, ২০২৫ সকাল ১০:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর মন্তব্যটা মুছে দিতাম। শুধু তাঁর ইজ্জত বিবেচনায় তাঁর মন্তব্যটা মুছে দেইনি। শেষতক আমাকে কটাক্ষ করে কথা! বিষয়টা ভাবা যায়?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ রাত ১২:০০
কলাবাগান১ বলেছেন: রাজাকার মানসিকতার লোকজন এখনও পূর্ব পাকিস্হান কে ভুলতে পারে নাই তাই ম্যাপে বাংলাদেশ লিখতে ভয় পায়