| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমার এক ছাত্র চাকুরীর পরীক্ষায় ৫২ নম্বর পেয়ে ৩ জনের মধ্যে প্রথম হয়েছিল। দ্বিতীয় জন পেয়েছিল ৪৯ নম্বর এবং তৃতীয় জন পেয়েছিল ৪৭ নম্বর। সে হিসাবে খালেদা জিয়া ৫২ নম্বর, এরশাদ ৪৯ নম্বর এবং হাসিনা ৪৭ নম্বর। অন্য আর কেউ বড় তাল গাছ হলেও তাঁরা অল্পতেই উপড়ে পড়েছেন। তিন জনের মধ্যে শেখ হাসিনাকে তৃতীয় স্থানে রাখার কারণ বাচ্চাদের দাবড়ানী খেয়ে তিনি দেশ থেকে পাশের দেশে (রাষ্ট্রীয় সফরে) বেড়াতে গিয়েছেন ।
জিয়ার শব যাত্রা দেখতে যখন যাত্রাবাড়ী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম তখন আমি ছোট। তখন আমাদের গোটা পরিবার কঠিন বিএনপি ছিল। এখন বড় ভাই আওয়ামী লীগ। মেঝভাই জামায়াত। আমি টেনেটুনে বিএনপি। খালেদা জিয়াকে খুববেশী নম্বর না দেওয়ার কারণ আমাদের গোটা পরিবারকে একত্রিত রাখতে না পারা। একই দোষে এরশাদ ও শেখ হাসি না দায়ী। খালেদা জিয়ার তাদের খেকে বেশী নম্বর পাওয়ার কারণ জুলুম সহ্য করে দেশে থাকা।
আমাদের দেশ এখন অন্ধকারেই আছে। সামনে কোন আলোর রেখা নাই। রাজনীতিবীদদের থেকে আশার বাণী শুনা যাচ্ছে না। কোন দিকে ভোট দিয়ে কেউ খুশী হতে পারবে না। ভোট দিতে হয় সেজন্য ভোট দেওয়া। সেই ভোটটাও শেখ হাসিনা দিতে দেয়নি। তাঁর কারণে জাতির বিভেদ বেড়েছে। তাঁর বাবা ছিলেন জাতির বিভেদের জনক। তিনি এ বিভেদকে আরো সমৃদ্ধ করেছেন। ক্ষমতার লোভ বিহীন কোন রাজনীতিবীদ পেলাম না। সেজন্য রাজনীতিবীদগণকে নম্বর দিতে গেলে হাতে নম্বর উঠে না।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকটাই
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনার জীবনটা সার্থক।