নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ দ্বন্দ্বে নির্বাচন বাঞ্চাল হতে পারে

০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৫



দলীয় প্রধান এবং সরকার প্রধান একত্রে থাকার জন্য বিএনপি প্রধান ও তার দল ‘না’ ভোটের পক্ষে। দলীয় প্রধান এবং সরকার প্রধান একত্রে না থাকার জন্য জামায়াত জোটের দল সমূহ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। বিএনপি জোটের থেকে জামায়াত জোটের কর্মী সংখ্যা বেশী। এ সংক্রান্ত দস্তাদস্তি হলে লঙ্কাকান্ড ঘটতে পারে। বাহিনী সমূহ অধিকাংশ ক্ষেত্রে নিরব দর্শকের ভূমিকা পালন করে। এমতাবস্থায় জামাত জোটের পক্ষে কেন্দ্র দখল হলে বিএনপি জোট নির্বাচন বন্ধের জন্য হৈহুল্লুড় শুরু করবে। নির্বাচন কমিশন ও সরকার যেহেতু বিএনপির কথামত কাজ করে সেহেতু বিএনপি জোটের আরজির ভিত্তিতে নির্বাচন কমিশন ও সরকার সরাদেশে নির্বাচন স্থগিত ঘোষণা করবে। সব গুঁছ-গাছ করে আবার নির্বাচন দিতে সরকারের বেশ খানিকটা সময় লাগবে।

উপরের ভাবনাটি এসেছে আমার একটি স্বপ্ন থেকে। আমি স্বপ্নে দেখলাম গোলযোগের কারণে বেলা এগারটায় কারণে নির্বাচন বন্ধ হয়ে গেছে। চিকন রাস্তায় একটা ট্রাক আড়াআড়ি ভাবে রাখা। তাতে পাবলিক রাস্তা পার হতে পারছে না। পরে দেখলাম যতটুকু ফলাফল এসেছে তাতে ৯০% আসনে জামায়াত জোট এগিয়ে। তাতে বিএনপি জোটের নির্বাচনের আগ্রহ দমে গেছে। তাদের সহায়তায় সরকার বেশী দিন ক্ষমতায় থাকার পায়তারা করছে। এ স্বপ্ন থেকে আমার উপরের ভাবনা এসেছে। এআই বলছে আমি যা স্বপ্নে দেখেছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমনটা ঘটা সম্ভব।

বিবিধ বাহিনী কি তারেক রহমানের স্বার্থে কাজ করবে? উত্তর ‘না’ হলে বিবিধ বাহিনী জামায়াত জোটের ‘হ্যাঁ’ ভোট ঠেঁকাতে কাজ করবে না।সুতরাং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেন্দ্র দখল হলে জাতীয় নির্বাচনেও ভোট তাদের পক্ষেই পড়বে। এ ভোট বন্ধ হওয়া সরকারের লাভ বিধায় ভোট বন্ধের অযুহাত পেলেই সরকার ভোট বন্ধ করে দিবে। সুতরাং আমার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১১

ধুলো মেঘ বলেছেন: আমি 'না' ভোট দেব। সংসদে নারী আসন বৃদ্ধির পক্ষে নই আমি। কেবলমাত্র এই একটি কারণেই আমি না ভোট দেব।

০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কোথায় ভোট দিবেন সেটা আপনার বিষয়। তবে আমাদের রানৈতিক দল সমূহের রীতি-নীতি ভালো না।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১২

সৈয়দ কুতুব বলেছেন: জামাত বিরোধি দল হিসাবেও কাজের না । দেড় বছর ধরে মাঠে থেকে ইলকেশন কে জনপ্রিয় করতে পারে নি। মানুষের মাঝে ইলেকশন নিয়ে আগ্রহ কম।

০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে কোন বিষয়ে কোন দল যোগ্য না। দেশ চালাতে গিয়ে সব দল মোটা দাগে ফেল করে।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: স্বপ্ন নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই।
স্বপ্নের কথা ভুলে যান। বাস্তবে থাকুন।

০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বপ্ন বলে রাখলাম। দেখি পরে কি হয়? মিলে গেলে বলতে পারব আমার স্বপ্ন ঠিক ছিল। না মিললে বলব আপনার মন্তব্য ঠিক ছিল।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৪:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

না জয়যুক্ত হবে।
না।
না ।
না।

০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখা যাক কি হয়?

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: স্বপ্ন বলে রাখলাম। দেখি পরে কি হয়? মিলে গেলে বলতে পারব আমার স্বপ্ন ঠিক ছিল। না মিললে বলব আপনার মন্তব্য ঠিক ছিল।

আপনার স্বপ্ন যদি মিলেও যায়, সেটা নিয়ে সিরিয়াস হবেন না। কাকতালীয় ব্যাওয়ার হবে। নাকি স্বপ্ন মিলে গেলে নিজেকে পীর ফকির বলে দাবী করিবেন?

০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বপ্ন মিলে গেলে ভালো লাগবে।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ ভোট দেওয়া উচিত।

০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকে তেমনটাই মনে করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.