| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
জন্মের শুভেচ্ছা নিও হাজার ফুলের
শৌরভে হে রিদ্ধী প্রিয়া, তোমার সময়
কাটুক আনন্দে চির।স্মৃতির সঞ্চয়
তোমার নিখাঁদ থাক সারাটা জীবন।
শোভাতে বিমুগ্ধ আমি তোমার চুলের
যখন ওগুলো দোলে চিত্তাকর্ষ হয়
তখন অন্তর জুড়ে সুখস্রোত বয়
ও চিত্র আমার করে আনন্দ জিয়ন।
তোমাতে আমার আছে প্রভাতের শান্তি
সে শান্তির জন্ম হয় দশ জানুয়ারি
যে জন্ম স্মরণে দূর হয়ে যায় ক্লান্তি
তোমার বিরহে মনে চলে আহাজারি।
আধাঁরের হে জোনাকি আলোর মশাল
তোমার যে হবে তার সৌভাগ্য কপাল।
১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন:
রিদ্ধী আমার কবিতার মডেল। মডেল হলে কবিতা লিখতে সুবিধা হয়। জসিমদ্দিনের আসমানী ও রুপাই জলজ্যন্ত মানুষ ছিল। রিদ্ধীও সেরকম। তার সাথে আমার কথা হয়েছে তাকে নিয়ে একটা কাব্য লিখে আমি ছাপাব। ২৭ এর ফেব্রুয়ারীতে সেই চেষ্টা করব। ব্লগের পোষ্টে কোন কবিতা কেমন মন্তব্য পায় সে অনুযায়ী কবিতা বাছাই করব। ব্লগের ব্লগারদের নিয়েও আমার কিছু কবিতা আছে তার থেকেও কিছু কবিতা বাছাই করব। কাব্যের নাম হতে পারে রিদ্ধী।
২|
১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: রিদ্ধী কই থাকে? কী করে-বাচ্চা মেয়ে নাকি ![]()
১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: রিদ্ধী আমার দুই মেয়ের ছোট এবং ছোট মেয়ের বড়। ইংরেজী অনার্ষ তৃতীয় বর্ষে পড়ে। তার কিছু কথায় তার প্রতি আমার মনোযোগ কাড়ে। আমি তাকে বলে ছিলাম আমার বয়স পঁচিশ হলে আমি তোমার প্রেমে পড়তাম। তার পর থেকে তার সাথে আমার টুকটাক কথা হয়। আমার তিনির কাছে ধরা খেয়ে এ বিষয়ে আমাকে অনেক হেয়নেস্ত হতে হয়েছে। তিনি তাকেও হেয়নেস্ত করেন। ব্লগে তিনি আসেন না বলে এখানে শান্তিতে পোষ্ট দিতে পারছি। দেখি ২৭ সালে রিদ্ধী নাম দিয়ে একটা সনেট কাব্য বের করতে পারি কিনা। তাতে অবশ্য ব্লগারগণকে নিয়ে লেখা আমার কিছু সনেট কবিতা থাকবে। রাজিব নূরের মেয়ে পরীকে নিয়ে লেখা সনেটটিও রাখব আশা করি। সে আবার আমার নাতনি হয়।
৩|
১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৭
কলাবাগান১ বলেছেন: এই বয়সেও মন এত উরু উরু...কবিতার 'মডেল' তো একটা ছুতা। আপনার উনি যে আপনাকে এখনও ..........
১১ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তাঁকে বুঝাতে পেরেছি। ভালো কবিতা লিখতে আমার মডেলটা দরকার। আমি ব্লগারগণকে নিয়েও কবিতা লেখেছি। ভালো কিছু কবিতা বাছাই করে ভালো একটা সনেট কাব্য ২৭ সালে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা।
আমার এ বইয়ের স্টক শেষ হয়েছে। প্রকাশক বলেছে আমার বই তাঁর খরচে তিনি করে দেবেন। সেজন্য ভালো বই করার কথা ভাবছি। চাঁদ গাজীকে নিয়ে লেখা একটা সনেটও আমার সনেট কাব্যে রাখতে চাই।
৪|
১১ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জুলাই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে গণভোটের ব্যালটে ”না” ভোট দিন।
সন্ত্রাস মুক্ত দেশ হোক আামাদের অঙ্গীকার।
৫|
১১ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১
সামিয়া বলেছেন: বাহ্ চমৎকার লাগলো কবি
৬|
১১ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৭
কিরকুট বলেছেন: আহা ! এমন একজন থাকলে আমি নিজেও কবি , মহাকবি হয়ে যেতাম । নাই তাই কবিতার মধ্যে নাই । ![]()
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৮
আলামিন১০৪ বলেছেন: আপনি কি রিদ্ধীকে পেয়েছিলেন? না পেয়ে থাকলে অবিবাহিত কেন থাকলেন না