![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Omar Faruk CEO & Founder Mother green bricks bd House-97, Lane-01, New DOHS Mohakhali, Dhaka-1206
প্রশ্নঃ আমার প্রশ্ন হল পূজার প্রসাদ খাওয়া কি হারাম?
উত্তরঃ ডাঃ জাকির নায়েকঃ------
প্রস্বাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্য। হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্য প্রসাদ দেয়।
পবিত্র ক্বুর'আনের মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে-
সূরাহ বাকারার ১৭৩ নং আয়াতে, সূরাহ মায়িদাহ’র ৩ নং আয়াতে, সূরাহ আন’আমের ১৪৫ নং আয়াতে, এছাড়াও সূরাহ নাহলের ১১৫ নং আয়াতে উল্লেখ করা হয়েছে,
“আল্লাহ্ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া। আর যে পশু জবাই করার সময় আল্লাহ্ ব্যতীত অন্য কারো নাম নেয়া হয়েছে”
তাহলে যে পশু জাবাই কালে আল্লাহ্ ছাড়া অন্য কারো নাম নেয়া হয় সেটা আমাদের জন্য হারাম। আর এই কারনেই ইসলামে পূজার প্রস্বাদ খাওয়া হারাম।
আপনি বেদ-এ দেখবেন বেদ বলছে “মহান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই”। তার কোন ছবি নেই, তার কোন পেইন্টিং নেই। তাই বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার দেয়া নিষিদ্ধ।
তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে। মূর্তির উদ্দেশ্য খাবার দেওয়া ভুল। একইভাবে কুরআনও পূজার প্রস্বাদ খেতে মুসলমানদের নিষেধ করেছে।
আশা করি আপনি উত্তরটা বুঝতে পেরেছেন
©somewhere in net ltd.