নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Omar Faruk\nCEO & Founder.\nMother green bricks bd \nHouse-97, Lane-01, New DOHS\nMohakhali, Dhaka-1206

হযবরল-২

Omar Faruk CEO & Founder Mother green bricks bd House-97, Lane-01, New DOHS Mohakhali, Dhaka-1206

হযবরল-২ › বিস্তারিত পোস্টঃ

গাজীপুর সিটিকর্পেোরেশনের অবৈধ দখলদার মেয়র নিজেই যখন চোর! মেয়রের গোডাউনেই পাওয়া গেল টাম্পাকোর চুরি যাওয়া ৩ কোটি টাকার মালামাল!

০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯

টঙ্গীর টাম্পাকো কারখানার প্রায় ৩ কোটি টাকার মালামাল চুরির ঘটনায় অজ্ঞাতনামা একাধিক চোরের নামে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় মঙ্গলবার রাতে জেসিসি ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের নিজস্ব গোডাউন ‘ইউনিয়ন’ থেকে টাম্পাকোর চুরি যাওয়া মালামাল জব্দ করেছে টঙ্গী মডেল থানা পুলিশ।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সাথে জড়িতদের এখনো পর্যন্ত অদৃশ্য ইশারায় গ্রেফতার করছে না পুলিশ।

মামলার বিবরনে জানা যায়, টঙ্গীর বিসিকস্থ টাম্পাকো ফয়েল কারখানায় গত ১০ সেপ্টেম্বর ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত কারখানার পরিত্যক্ত মালামাল ও বর্জ্য অপসারণকালে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গত ১০ সেপ্টেম্বর ভোর থেকে ৪ অক্টোবর ভোর পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে স্থানীয় একটি প্রভাবশালী চোরচক্র কৌশলে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ফয়েলস রোল, লোহার রডসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে।

চুরিকৃত এসব মালামাল গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান খান কিরনের নিজস্ব ‘ইউনিয়ন’ নামের গোডাউনে লুকিয়ে রাখে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেয়র অধ্যাপক এম এ মান্নান মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার সুযোগ নিয়ে আওয়ামী লীগ নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরনকে গত ৫ মার্চ ২০১৫ স্থানীয় সরকার বিভাগের (সিটি কর্পোরেশন-২ শাখা) সিনিয়র সহকারী সচিব জসীম উদ্দীন হায়দার ভরপ্রাপ্ত মেয়র ঘোষণা করে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.