নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Omar Faruk\nCEO & Founder.\nMother green bricks bd \nHouse-97, Lane-01, New DOHS\nMohakhali, Dhaka-1206

হযবরল-২

Omar Faruk CEO & Founder Mother green bricks bd House-97, Lane-01, New DOHS Mohakhali, Dhaka-1206

হযবরল-২ › বিস্তারিত পোস্টঃ

খাদিজা হয়তো বেঁচে যাবে.........!!!

০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত খাদিজা বেগম নার্গিস হয়তো বেঁচে যাবেন বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রলীগ নেতার চাপাতির কোপে মারাত্বক আহত খাদিজার শারিরিক সর্বশেষ অবস্থা জানাতে আজ শনিবার দুপুরে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে।

স্কয়ার হাসপাতালের মেডিসিন ক্রিটিক্যাল ইউনিটের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন বলেন, খাদিজার অবস্থা স্থিতিশীল। উল্লেখযোগ্য উন্নতি না হলেও অবনতি হয়নি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছেনা। এর আগে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর মধ্যে খাদিজার শারিরিক অবস্থার কোন অবনতি হয়নি। এটিই আমাদের আশার আলো দেখাচ্ছে।

গত সোমবার সিলেটে প্রকাশে ছাত্রলীগের শাহাজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বদরুল আলম খাদিজাকে কুপিয়ে আহত করেন। খাদিজাকে স্কয়ার হাসপাতালে চিকিৎ​সা দেওয়া হচ্ছে। তাঁর মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎ​সকেরা। ইতিমধ্যে খাদিজার দুটি অস্ত্রোপচার হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.