| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবু সালেহ
আমি ভালোবাসি গান শুনতে,গল্প পড়তে,কাজ করে সময় কাটাতে আর সবচেয়ে ভালো লাগে বন্ধুদের সাথে সময় কাটাতে ।
আমি তাদের দলে নই যারা বয়স হলেই কিংবা অল্প বয়সেই বুড়িয়ে যায় ....
কেননা র্বেঁচে থাকা মানে জীবনে থাকা....আর তা উপভোগ করে যেতে চাই চুটিয়ে..
হাজার স্বপ্ন আমার.......একদিন পূরন হবে সেই আশায় ..........স্বপ্নগুলো নয়তো পূরন হবার...তবু আশা বুকে...
আমার ভেতর লুকিয়ে থাকা অন্য এক আমি......আমি খুজে ফিরি নিজেকে ...নিজের মাঝে...
কালো মেঘ ছেয়ে আছে চারিধারে
মেঘের ঘনঘটা বাজাচ্ছে দামামা তারসাথে,
বজ্রপাতের হুংকার আর মুহমুহ বজ্রপাত
কি অশনি সংকেত দিচ্ছে ডাক।
কোথায় পড়ে বাজ
কে হারাবে প্রাণ ,
ভয় হয়, খুবই ভয় হয়
কি থেকে, আজ কি হয়।
বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
খেলছি চলে আপন মনে
খেলার সঙ্গী খেলছে সাথে,
বজ্রপাতের করাঘাতে
প্রাণটা আমার নিলো কেড়ে।
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯
আবু সালেহ বলেছেন:
হুমম অশনি সংকেতের ভয়.....যা কিনা সকল সুখকেও ধ্বংস করে দিতে পারে..............
ধন্যবাদ ফয়সাল ভাই...
২|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬
জন্মদিন বলেছেন: ভালো লাগা রইল
+
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ...ভাইয়া....
ভালো থাকবেন আশাকরি...
৩|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭
ফারাহ দিবা জামান বলেছেন: ভয় হয়, খুবই ভয় হয়
কি থেকে, আজ কি হয়।
বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
খুব সুন্দর সালেহ ভাই।
আপনি তো মনের কথা গুলো খুব সুন্দর করে বলতে পারেন।
মেলা ++++++++++++++++++্
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮
আবু সালেহ বলেছেন:
মন আছে, মনের অন্তরালে..
আছে জ্বালা, কে আছে নিবারনে,
মনে কথা যাই বলে
সে কি শুনবে...না রয়েই যাবে অন্তরালে।
শুভেচ্ছা নিরন্তর দিবাপু......
৪|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮
সালমাহ্যাপী বলেছেন: বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে
অনেক সুন্দর
।
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:১৫
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ.....সালমাপু.....ভালো থাকবেন আশাকরি.....
৫|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫২
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে। --- সুন্দর
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:২০
আবু সালেহ বলেছেন:
আরে ছুটিপু.....ধন্যবাদ......
৬|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮
আমার মন বলেছেন: চমৎকার কথা গুলো। কানের পাশে বাজছে অশনি সংকেত হয়ে।
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:২৮
আবু সালেহ বলেছেন:
আপনার কানের কাছে অশনি সংকেত বাজাতে পেরে নিজেকে ধন্য মনে করছি.....
৭|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:০৫
আমিনুর রহমান বলেছেন: ধুর ভাইজান এতো ভয় দেখাইয়েন না। আপনারে মাইনাব ...............।।
তয় কবিতায় ভালো লাগা রইল।
কেমন আছেন? আমি ভালো আছি ![]()
৮|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:০৫
আমিনুর রহমান বলেছেন: ধুর ভাইজান এতো ভয় দেখাইয়েন না। আপনারে মাইনাব ...............।।
তয় কবিতায় ভালো লাগা রইল।
কেমন আছেন? আমি ভালো আছি ![]()
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
আবু সালেহ বলেছেন:
হা হা হা........ভয় কি বেশী পাইছেন ভাইজান......
ভালো নাই ভাই..... ভালো নাই.....
ভালো থাকুন এই কামনায়....
৯|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:১২
আমি ইহতিব বলেছেন: সবাই কি সুন্দর করে কবিতা লিখে আমি কেন পারিনা ![]()
৬ষ্ঠ ভালো লাগা।
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫১
আবু সালেহ বলেছেন:
ইহতিব ভাইয়া আমি তেমন লিখতে পারি না.....
১০|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:১৫
পক্তিমালা বলেছেন: কালো মেঘের দামামা,বজ্রপাতের হুংকার,
বদ্ধ ঘরে অন্ধকার,
মৃত্যুর কারাঘাতে,----------------ভয়ে তো আমি প্রায় অচল হয়ে গেলাম!!!
তাই মন্তব্য লিখতে পারছি না।
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৫
আবু সালেহ বলেছেন:
হায় হায় এটা কি বললেন..............আমি কি বেশী ভয় দেখাইয়া ফেললাম............
ওরে কে কোথায় আছিস আমার দিবাপু রে ধর....আপু নাকি অচল হয়ে গেলো......
১১|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:২৬
অ্যানোনিমাস বলেছেন: ৮ম ভালোলাগা রইলো ভাই
চমৎকার কবিতা ![]()
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৩
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ চয়ন ভাই......
১২|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: বানান ভুলে ভরা। ঠিক করেন প্লিজ। তাইলে পড়া যাবে।
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১:৫২
আবু সালেহ বলেছেন:
হাসান ভাই.....ধরাইয়া দেনতো....এখনই ঠিক করে নেবো....
১৩|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:১০
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
সুন্দর। ++++++++
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৩:০২
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ ভাইয়া.....ভালো থাকবেন নিরন্তর....
১৪|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:১০
সায়েম মুন বলেছেন:
কালো মেঘ ছেয়ে আছে চারিদারে
মেঘের ঘনঘটা বাজাচ্ছে দামাম তারসাথে,
বজ্রপাতের হুংকার আর মুহুমুহু বজ্রপাত
কি্ অশনি সংকেত দিচ্ছে ডাক।
কোথায় পড়ে বাজ
কে হারাবে প্রাণ ,
ভয় হয়, খুবই ভয় হয়
কি থেকে, আজ কি হয়।
বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
খেলছি চলে আপন মনে
খেলার সঙ্গী খেলছে সাথে,
বজ্রপাতের কারাঘাতে
প্রানটা আমার নিলো কেড়ে।
---আপাতত এই কয়টা টাইপো ঠিকান। নাইলে কোবতে ভালা দেখাচ্ছে না।
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৯
আবু সালেহ বলেছেন:
ধইন্যাপাতা সায়েমমুন ভাই......
পাশে থাকুন ....ভালো থাকুন.....
১৫|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:১২
মেহেরুন বলেছেন: বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
অনেক ভালো লাগলো ভাইয়া। ++++++++
এত সুন্দর কবিতা কি করে লিখেন ভাইয়া???
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:২০
আবু সালেহ বলেছেন:
মেহেপু......
লেখি আমি সাদামাটা...............ভালো নয়...মোটামুটি সে কথা......
মনটা তোমার সুন্দর.....তাই সাদামাটা এ লেখাটাও তোমার কাছে সুন্দর....
১৬|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:২১
Sohelhossen বলেছেন: আমি ভয় পাই নাই
আমার কাছে ভাল লাগছে
ভাল থাকবেন সবসময় ।
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩০
আবু সালেহ বলেছেন:
ভাইজান তো বেশ সাহসী ................
শুভেচ্ছা রইলো ........
১৭|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:২৩
জাতির নানি বলেছেন: নাতী কবিতাতে মজা পাইসি
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৬
আবু সালেহ বলেছেন:
যাক নানি ভয় পায নাই...................
১৮|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:৫১
রাতুল_শাহ বলেছেন: চমৎকার কবিতা সালেহ ভাই।
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫০
আবু সালেহ বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই......আপনাদের প্রেরনা আছে বলেই লেখার খানিকটা চেষ্টা......ভালো থাকবেন সবসময়...
১৯|
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
s r jony বলেছেন: বরাবরের মতই ভাল লাগল,+++++
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ জনি ভাই.......ভালো আছেন নিশ্চই.........
২০|
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৫
শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল ,
ভয় হচ্ছে ...
০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০৫
আবু সালেহ বলেছেন: ভালোও লাগছে ......আবার ভযও হচ্ছে................
ভালো লাগা থাকলেতো ভয় দূর হয়ে যাবার কথা.....
২১|
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৮
অনাহূত বলেছেন: বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
ভাল লাগল খুব।
০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫১
আবু সালেহ বলেছেন: ধন্যবাদ ...অনাহৃত ভাইয়া.......
পাশে আছেন দেখে ভালো লাগে ......ভালো থাকবেন সবসময়....
২২|
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৮
সঞ্জয় নিপু বলেছেন: আমার ও না ভয় হয় কখন যে কি হয়
০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৯
আবু সালেহ বলেছেন:
ভাইজান ....ভাবী তো সাথে আছে.....ভয় কিসের...ভয়ের কামতো সারাইয়া ফেলছেন...
২৩|
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো
০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৯
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ ভালো থাকবেন....
২৪|
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমার কোনো ভয় নেই। কবিতাটা খুব সুন্দর।
জ্বর এখন আর নেই। গলা ব্যাথা আর ঠান্ডা।
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭
আবু সালেহ বলেছেন:
ভয় না থাকাই ভালো......
ভয়কে করো ক্ষয়
তবেই হবে তোমার জয়......
শুনে ভালো লাগলো যে এখন কিছুটা সুস্থ......দ্রুত আরোগ্য কামনা করছি..........
২৫|
০৪ ঠা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব ভালো লাগলো !
০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৭
আবু সালেহ বলেছেন: তিতিপু.....ভালো লাগলো জেনে খুশি হলাম......ভালো থাকবেন....শুভেচ্ছা রইলো....
২৬|
০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ৮:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আবু সালেহ ভাই, আপনি শায়মা আপুকে দুইটা ঈদ কার্ড উপহার দিয়েছেন, আর আমাকে একটা। এটার কারণ ব্যাখ্যা করেন। নাহলে আজকে ফাইট করব
০৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৪
আবু সালেহ বলেছেন: তেমন কোন কারন নাই....প্রথমে কয়েকজনকে দুইটা করেই কার্ড দিয়েছিলাম.....কিন্তু সামু বেটা পরে কেন জানি ছবি আপলোড নিতে চাচ্ছিলোনা.......খোজাখুজির পর দেখি ছবি আপলোডের স্থান পরিপূর্ণ তাই.....কিছু ছবি ডিলিট করে পরে সবাইকে একটা করেই কার্ড দিছি....
রাগ কইরোনা স্বর্ণাপু.....
২৭|
০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ৮:৩৪
সাকিন উল আলম ইভান বলেছেন: দারুন লিখেছেন ভাই।,
০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭
আবু সালেহ বলেছেন: ধন্যবাদ ইভান ভাই....আছেন কেমন??
২৮|
০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০৮
কাকঁন বলেছেন: অনেক ভালো লাগলো।
ভয় হয়... খুবই ভয় হয়....কি থেকে....আজ কি হয়....![]()
০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭
আবু সালেহ বলেছেন:
জিলাপিপু তুমিও ভয় পাইলা নাকি......
২৯|
০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১২
কসমিক রোহান বলেছেন: সুন্দর বচন ভঙ্গি। সুন্দর শব্দচয়ন ++
০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪০
আবু সালেহ বলেছেন: স্বাগতম....আমার ব্লগ বাড়িতে........
ধন্যবাদ....ভালো থাকবেন সবসময়....
৩০|
০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২১
নক্ষত্রচারী বলেছেন: ভালো লাগলো অনেক সালেহ ভাই ।
০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৫
আবু সালেহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩১|
০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৪
রঙ তুলি ক্যানভাস বলেছেন: "ভয় হয়, খুবই ভয় হয়
কি থেকে, আজ কি হয় "
মেঘের ডাক,বজ্রপাত এতো ভয় পান ভাইয়া!!!!
আমি একদমই ভয় পাইনা
শুধু হঠাত জোরে শব্দ হলে এমনভাবে কেঁপে উঠি যে,অন্যেরা আমার আঁতকে উঠা দেখেই ভয় পায়
০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬
আবু সালেহ বলেছেন: রঙ তুলি ক্যানভাস বলেছেন:
আমি একদমই ভয় পাইনা শুধু হঠাত জোরে শব্দ হলে এমনভাবে কেঁপে উঠি যে,অন্যেরা আমার আঁতকে উঠা দেখেই ভয় পায়
মন্তব্য পইড়া হাসতেই
আছি....
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০৪
আবু সালেহ বলেছেন: আপনি লিখা বন্ধ করে দিয়েছেন কেন......আপনি বাড়িতে গিয়ে শূন্য ঘর দেখলে খুবই খারাপ লাগে.....................অনুরোধ থাকলো লিখা বন্ধ করবেন না.....
৩২|
০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২২
অনীনদিতা বলেছেন: বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।[/sb
খুব ভালো লাগলো....।
০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৮
আবু সালেহ বলেছেন:
প্রথমেই স্বাগতম
আমার ব্লগ বাড়িতে আপনার আগমন,
সুস্থ থাকুক দেহমন
শুভেচ্ছা সরাক্ষন।
৩৩|
০৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
ঘুমন্ত আমি বলেছেন: ভয় হয় খুব ভয় হয় কি থেকে আজ কি হয় !তবুও চাই সালেহ ভাই আজ কিছু একটা হোক ।
০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০১
আবু সালেহ বলেছেন:
আজ হোক না হোক....
কাল হবে.....নয়তু পরশু.....
হবে একদিন
একথাটি চরম সত্য....
৩৪|
০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৮
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।প্লাস:++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৮
আবু সালেহ বলেছেন: ধন্যবাদ .....বাঁধনহারা
এ বাঁধন যাবেনা ছেঁড়া......
যেখানে থাকুন ভালো থাকুন
এ কামনা রইবে সদা।
৩৫|
০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৩
কসমিক রোহান বলেছেন: এ কবিতাটি দেখার আমন্ত্রণ রইলো।
View this link
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:১১
আবু সালেহ বলেছেন:
আমন্ত্রনে সাড়া দিয়েছি......
৩৬|
০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৮
স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো! শুভকামনা জানবেন!
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৭
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ ভাইয়া ......ভালো থাকবেন.....
৩৭|
০৬ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:১৮
ইসরা০০৭ বলেছেন: বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
দারুন লাগলো কথাটি ভাইয়া
ভালো থাকুন সচরাচর।
০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০০
আবু সালেহ বলেছেন:
ইসরাপু...........আমি তো ভাবলাম তোমার জন্য হারানো সংবাদ প্রচার করতে হবে............
ভালো থাকুন নিরন্তর...ধন্যবাদ....
৩৮|
০৬ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৪৮
শোশমিতা বলেছেন: ভয় হয়.......... খুবই ভয় হয়......কি থেকে.......আজ কি হয়....
বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
অনেক সুন্দর লিখেছেন। ভালো লাগলো + +
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৪
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ......
আপনার ভালো লাগায়....আমি খুশি.....শুভেচ্ছা রইলো....
৩৯|
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৪
হাসি .. বলেছেন: মেঘের ঘনঘটা বাজাচ্ছে দামামা তারসাথে,
একটা আকার হবে মনে হয়।
যাক কিছু হবেনা একটা আকার না থাকলে।
বেশ লিখেছেন।
+
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
আবু সালেহ বলেছেন:
হাসিপু ......ধন্যবাদ........ঠিক করে দিছি........
সদা হাসিখুশি থাকুন
সে কামনা করি...................
৪০|
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬
ৈহমনতী বলেছেন: ভালো লাগা রইল।
আমিও ভয়ে আছি,কি থেকে কি হয়।
০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৭
আবু সালেহ বলেছেন: ধন্যবাদ............দেখা যাক কি হয়.......
৪১|
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৭
একজন আরমান বলেছেন: খেলছি চলে আপন মনে
খেলার সঙ্গী খেলছে সাথে,
বজ্রপাতের করাঘাতে
প্রাণটা আমার নিলো কেড়ে
একরাশ ভালো লাগা।
০৭ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬
আবু সালেহ বলেছেন:
ধন্যবাদ আরমান ভাই.....ভালো থাকবেন.....একরাশ শুভেচ্ছা.....
৪২|
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৭
ফারাহ দিবা জামান বলেছেন: সালেহ ভাইয়ের মন খারাপ মানাচ্ছে না।
একদম না।
কি হয়েছে।
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
আবু সালেহ বলেছেন:
জানি না কি থেকে কি হয়....
মনের মাঝে ভয় ঢুকেছে
নিয়ে যাবে সে কোন গগনে?
রংধনুর সাতটি রং-এ
স্বপ্ন বুনি আপন মনে,
তারই মাঝে ফোড়ন কেটে
ভয়টা আমার দিব্যি ছুড়ে।
চিনচিনে এক ব্যথা জমে
ক্ষনে ক্ষনে মরনপানে
নিয়ে যায় সে আপনমনে।
৪৩|
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
ফারাহ দিবা জামান বলেছেন: কি শরীর খারাপ নাকি???
কিসের ভয় সালেহ ভাই।
একটু আধটু অসুখ তো সবারই হয়।
ভয় পাচ্ছেন কেন???
০৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
আবু সালেহ বলেছেন:
এ যে মনের অসুখ.....সারাবো কি দিয়ে
তা না জানি......
৪৪|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৫
জুন বলেছেন: পুরুষ মানুষ আবার ভয় পায় নাকি !!
সব সময় শুনে এসেছি এটা নাকি মেয়েদের একচেটিয়া ব্যাপার ।
বাজের আওয়াজে আমিও অনেক ভয় পাই :-& :-&
+
০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০২
আবু সালেহ বলেছেন:
ভয় নাই ভয় নাই.....তবে
ভয় হয় অস্বাভাবিক মৃত্যুটাকে.....বাজকে নয়..........ধন্যবাদ.....
৪৫|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৫
নীলঞ্জন বলেছেন: কি, সালেহ ভাই??
বিষাদাক্রান্ত??
চোখবুঁজে দীর্ঘশ্বাস নেয়া যেতে পারে বুকভরে। কিছুটা হালকা হলেও হতে পারে?
কবিতায় ভালোলাগা ।++++++++++
শুভ কামনা।
০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
আবু সালেহ বলেছেন:
বিষাদাক্রান্ত মন আমার
বিষাদে ভরা দিন...
৪৬|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার !! চমৎকার লিখেছেন ।
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে ভাইয়ের চায়ের কাপ দেখে ভাবলাম চা নাস্তা বুঝি রেডি ।( শরমিন্দার ইমো হবে )
৪৭|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার !! চমৎকার লিখেছেন ।
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে ভাইয়ের চায়ের কাপ দেখে ভাবলাম চা নাস্তা বুঝি রেডি ।( শরমিন্দার ইমো হবে )
০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২০
আবু সালেহ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম........ভালো আছেন নিশ্চই................??
ভালো থাকুন সেই কামনাই করি......
৪৮|
০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৮
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: খেলছি চলে আপন মনে
খেলার সঙ্গী খেলছে সাথে,
বজ্রপাতের করাঘাতে
প্রাণটা আমার নিলো কেড়ে।
৪৯|
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪২
যাযাবর৮১ বলেছেন:
বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
ওরে আমিও যে ভুই পাইরে
সতত শুভকামনা রইল
নতুন পোস্টু পড়ে টেস্টু পাবেন
যাযু ভাইয়ের দাওয়াত নিবেন
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৩
আবু সালেহ বলেছেন:
যাযাবর ভাই ....দাওয়াত নিলাম এবং দিলাম......
৫০|
১১ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮
রিভানুলো বলেছেন: কবিতায় সিলভার জুবিলী প্লাস আবু সালেহ ভাই ![]()
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৪
আবু সালেহ বলেছেন:
জুবলী প্লাস ধন্যবাদ দিলাম........
৫১|
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০০
রোমান সৈনিক বলেছেন: ভালো লাগা ২৬ নাম্বার
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৫
আবু সালেহ বলেছেন:
ভালো লাগছে জেনে খুশি হলাম..........
৫২|
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫১
একটু স্বপ্ন বলেছেন:
বদ্ধ ঘরে অন্ধকারে
আমি আছি তারই মাঝে,
মৃত্যুটাকে কোলে নিয়ে
খেলছি সদা তারই সাথে।
কথাগুলোতে চুপিসারে এক দর্শন ঢুকে পড়েছে, খেয়াল করেছেন ভাই?
কত নিশ্চিৎ আমাদের অনিশ্চয়তাময় জীবন, অথচ টিকে থাকি হাসি-আনন্দ-ভালবাসায়..
ভাল হোক আপনার, চারপাশ থেকে।
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৭
আবু সালেহ বলেছেন:
ধরতে পেরেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ....................আর আপনাদের দোয়ায় হয়তো এখনও বেঁচে আছি.....নতুন স্বপ্নে ঘর বাঁধি.......
৫৩|
১৪ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০২
শায়মা বলেছেন: এত ভয় পেয়োনা ভাইয়া!![]()
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৪
আবু সালেহ বলেছেন:
আপু তোমরা আছো বলেই তো ভয় কে জয় করার সাহস পাই.........
৫৪|
১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১১
আশার আলো বলেছেন: এতো ভয় পাওয়া ঠিক না ![]()
কেমন আছেন?
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০২
আবু সালেহ বলেছেন:
আশার আলো ভাই.......আপনি কেমন আছেন..........অনেক দিন পর......
আমি ভালো আছি....
৫৫|
২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত ভয় পেলে কিভাবে চলবে?? ভয়হীন জীবনই তো লক্ষ্য। ![]()
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০১
আবু সালেহ বলেছেন:
চলেনা......ভয় কে জয় করতে হবে.....
৫৬|
২৬ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কৈ হারাইলেন?
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০০
আবু সালেহ বলেছেন:
ভাই জান হারাইনাই....সঙ্গী খুজবার গেছিলাম/........
৫৭|
২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৫
লেখোয়াড় বলেছেন:
এত সকাল সকাল মৃত্যুর গান, ব্যাপার কি?
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০০
আবু সালেহ বলেছেন:
মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখে এসেছিলাম তো......
৫৮|
২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩২
রুপ।ই বলেছেন: ভয়কে জয় করবার সাহস রাখুন, আর মৃত্যুভয় থাকা ভাল হাতে কতটা সময় আছে হিসেব করতে সুবিধা ।
২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯
আবু সালেহ বলেছেন: ধন্যবাদ.......জয় হোক.... জয় হোক.....ক্ষয় হোক ভয়ের.....
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩
ফয়সাল হুদা বলেছেন:
অশনি সংকেতের ভয় !!
১ম+