নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আই

ফয়সাল আই › বিস্তারিত পোস্টঃ

কলেজ লাইফের স্মৃতি গুলো

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬

বরিশালে কলেজে ভর্তি হয়েছিলাম ২০১৩ সালে। সে সময়গুলোতে আমরা সারাদিন ঘুরাঘুরি তে মজে থাকতাম। ইমরান, আজিজুল, মিঠুন, সালাউদ্দিন, সাগর, সজীব সবাই একসাথে থাকতাম। জীবনের কিছু ভালো সময় কেটেছে ওদের সংঙ্গে। সবাইকে বলতে শুনেছি যে তারা আবার যদি সুযোগ পায় কোন জীবনে যেতে চায়, সবারই ছিলো স্কুল জীবন। আমি বলবো কলেজ জীবন কারন স্কুলজীবন আমার কেটেছে বিভিন্ন জায়গায়, এক স্কুল থেকে আর এক স্কুলে। ফলে স্কুল জীবনে আমার সে ভাবে বন্ধুু গড়ে ওঠেনি। ফেসবুক চালানো টা কলেজ লাইফের বন্ধুদের থেকে শিখে ছিলাম। তেমনি ভাবে অনেক কিছুই কলেজ জীবনে এসে শিখেছি। এই শহরকে খুব ভালো ভাবে জেনেছিও কলেজ এ পড়ার সময়। আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে ফটোশুট করতাম তার মধ্যে লাকুটিয়া জমিদার বাড়ি, নারিকেল বাগান আরো অনেক জায়গায় একবার লাকুটিয়া জমিদার বাড়িতে গিয়ে সাগরের সে কি পোজ একএকে বার ছবির জন্য অালাদা পোজ দিচ্ছিলো। মিঠুনের বাসার ছাদে আমরা প্রায়ই পিকনিক এর মত খবারের আয়োজন করতাম। খাটে জায়গা হচ্ছিল না দেখে এক শীতের রাতে আমারা ওদের বাসার চিলেকোঠায় থেকেছিলাম শুধু ফ্লোরে পেপার বিছিয়ে। এগুলো এখন সবই স্মৃতির পাতায়। আমরা প্রতিদিনই বিকেলে কোন না কোন জায়গায় ঘুরতে যেতাম তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিবির পুকুর পাড়, ভেলস পার্ক, মুক্তিযুদ্ধা পার্ক, লঞ্চ ঘাট, চৌমাথা, দপদপিয়া ব্রিজ। প্রায়রাতেই স্নৃতিগুলো মনে পড়ে যায়, তখনি ভাবি কত দ্রুতই না কেটে গেলো ২ বছরেরও কম সময়টা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.